থরে থরে সাজানো রুবিকস কিউব। প্রত্যেকটার রং আলাদা। যা পাশাপাশি বসে তৈরি করছে রামলালার মুখ। সম্প্রতি, কর্ণাটকের এক খুদে তৈরি করেছে এমনই আশ্চর্য জিনিস। যা দেখে মুগ্ধ নেটদুনিয়া। জানেন ওই খুদের পরিচয়? আসুন শুনে নেওয়া যাক।
রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে উৎসবের আমেজ গোটা দেশে। অযোধ্যা যাওয়ার সুযোগ সবার হয়নি। ছবিতে রামলালার দর্শণ সেরেই মনের সাধ মেটাচ্ছেন তাঁরা। এই আবহে কর্নাটকের এক খুদে ঘটিয়ে ফেলেছে অবিশ্বাস্য কান্ড। বাড়িতেই রামলালাকে হাজির করেছে সে। তাও আবার পর পর রুবিকস কিউব সাজিয়ে।
আরও শুনুন: ‘জয় শ্রী রাম’ বলেই অধ্যাপকের পা ছুঁয়ে প্রণাম, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার কাণ্ডে শোরগোল
শুনতে অবাক লাগলেও সত্যি। প্রায় ৫০০ খানা রুবিকস কিউব সাজিয়ে এমনটা করেছে ওই খুদে। বয়স মাত্র ১১। কিন্তু তাতে কি! তার ধৈর্য আর কাজ দেখলে কেউ বয়সের হিসাব করতে পারবে না। হায়দ্রাবাদের সুচিত্রা অ্যাকাডেমির ছাত্র হৃদয় ছোট থেকেই এই ধরনের কাজে বেশ পটু। যে রুবিক্স কিউব সলভ করতে বড়দেরও কালঘাম ছুটে যায় চোক্ষের নিমেষে তা সাজিয়ে ফেলতে পারে হৃদয়। শুধু তাই নয়, এভাবেই পর পর রুবিকস কিউব বসিয়ে বিভিন্ন প্রতিকৃতি গড়তে পারে সে। এই দরুন রেকর্ডের খাতাতেও নাম উঠেছে তার। তবে সম্প্রতি রামের মুখ গড়ে নেটদুনিয়ার নজর কেড়েছে হৃদয়। শুধু তাই নয়, যেভাবে এই কাজ সে করেছে, তা দেখেও আবেগে ভেসেছে নেটদুনিয়া। কিউবগুলি সজানোর সময়কার একটি ভিডিও-ও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, বাড়ির মন্দিরে রামমূর্তির সামনে বসে ওই কাজ করছে খুদে হৃদয়। পরনে হলুদ পাঞ্জাবী। শুরুতেই নিষ্ঠাভরে রাম-সীতাকে প্রণাম করে সে কাজ শুরু করে। তারপর একমনে সাজাতে থাকে রুবিকস কিউব। কোনওটার একদিকে শুধু হলুদ। কোনওটায় আবার দুরকম রঙের মিলমিশ। সেগুলো পরপর সজানোও হচ্ছে বিশেষ কায়দায়। আর সেই কাজ এতটাই দক্ষতার সঙ্গে ওই খুদে করছে, যে দেখে মনে হবে সে আগে থেকেই জানে কোথায় কোনটা রাখলে কেমন প্রতিকৃতি তৈরি হবে।
আরও শুনুন: শাশুড়ির সেবা করা পরম ধর্ম, মনুস্মৃতি টেনে বধূকে কর্তব্য বোঝাল আদালত
স্বাভাবিক ভাবেই এই ভিডিও দেখে নেটদুনিয়ার একাংশ আবেগে ভেসেছে। এখনও অনেকেই রয়েছেন, যারা অযোধ্যার রামলালাকে সামনে থেকে একবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁদের চোখেও এই ভিডিও পড়েছে। সকলেই খুদেকে ভালোবাসায় ভরি দিয়েছেন। আগামী দিনে আরও উন্নতি করুন হৃদয় এই প্রার্থনাই করেছেন সকলে। তবে এই প্রথম নয়, এর আগেও একইভাবে কৃষ্ণের প্রতিকৃতি গড়ে নজর কেড়েছিল কর্নাটকের হৃদয়। এবার রামলালার মুখ গড়ে নতুন করে চর্চায় তার নাম।