মিয়াঁ বিবি রাজি, তাহলে আর বিয়ে করতে সমস্যা কোথায়! সুতরাং ১০৩ বছর বয়সে তৃতীয়বার সংসার পাতলেন এক ব্যক্তি। যদিও প্রেমিকার বয়স তাঁর বয়সের প্রায় অর্ধেক, কিন্তু বয়সের তফাতকে হেলায় উড়িয়েই একসঙ্গে জীবনের পথ চলা শুরু করলেন যুগলে। শুনে নেওয়া যাক।
বয়স ১০৩ বছর। এই বয়সে এসেই বিয়ের সিদ্ধান্ত নিলেন এই বৃদ্ধ। যদিও তাঁর স্ত্রীর বয়স তাঁর থেকে অনেকটাই কম। কিন্তু ৪৯ বছরের এই মহিলার সঙ্গেই মন দেওয়া নেওয়া হয়েছে তাঁর। আর তারপরেই বিয়ে সেরে ফেলেছেন দুজনে। অবশ্য কারও ক্ষেত্রেই এটি প্রথম বিয়ে নয়। একসময়ের স্বাধীনতা সংগ্রামী এই বৃদ্ধ এর আগেও দুবার সংসার পেতেছিলেন। কিন্তু একে একে দুই স্ত্রীরই মৃত্যু ঘটেছে। এদিকে একা থাকতেও যে ভালো লাগে না। সুতরাং তৃতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই বৃদ্ধ। অন্যদিকে মহিলারও স্বামী মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে দুজনে মিলেই ফের একসঙ্গে সংসার পাতার কথা ভাবেন। আর যেমন ভাবা তেমন কাজ। বয়সের ফারাক নিয়ে মাথা না ঘামিয়ে একসঙ্গে পথ চলা শুরু করেছেন এই যুগল।
আরও শুনুন: পছন্দের পুরুষ কি ‘সিঙ্গল’? গন্ধ শুঁকেই বুঝে নিতে পারেন মহিলারা, বলছে গবেষণা
আসলে সমাজের কিছু বাঁধাধরা ছক থাকে ঠিকই। কিন্তু বয়স বাড়লেই কি সব চাওয়া পাওয়া মুছে যায়? না, তেমনটা মানতে নারাজ এই বৃদ্ধ। বরং এই বয়সে এসেও নিজের চাওয়াকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তিনি। হাবিব নজর নামের এই বৃদ্ধ ভোপালের ইটাওয়ারার বাসিন্দা। প্রথমবার নাসিকের এক মহিলাকে বিয়ে করেছিলেন তিনি। সেই স্ত্রী মারা যাওয়ার পর লখনউয়ে গিয়ে ফের বিয়ে করেছিলেন এই ব্যক্তি। কিন্তু বর্তমানে সেই স্ত্রীও মৃত। একা জীবন কাটানোর ইচ্ছে নেই, তাই এবার তৃতীয়বার বিয়ে সারলেন তিনি। তাঁর নববিবাহিতা স্ত্রী ফিরোজ জাহান অবশ্য জানিয়েছেন, তাঁর স্বামীর কোনোরকম শারীরিক অসুস্থতা নেই।
যুগলের বিয়ের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, বিয়ে শেষে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছেন দুজনে। ভিডিও দেখে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরাও।