মাতৃস্মৃতি লিখে রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বালক রবীন্দ্রনাথের সেই অনাবিল সারল্যের দিনগুলি ছিল যেন খোলা আকাশের মতোই। রবীন্দ্রজয়ন্তীর প্রাক্কালে ফিরে শোনা সেই স্মৃতিকথা।
মা-কে খুব বেশিদিন পাননি রবীন্দ্রনাথ। যতটুকু পেয়েছিলেন, সেই স্মৃতিটুকু তিনি আজীবন জাগিয়ে রেখেছিলেন অন্তরে। মাতৃদিবস আর রবীন্দ্রজয়ন্তীর প্রাক্কালে সংবাদ প্রতিদিন শোনো-র প্রয়াস সেই স্মৃতিকথন ফিরে দেখা। শুনুন স্পেশাল পডকাস্ট ‘রবি ঠাকুরের মা‘।
পাঠ শঙ্খ বিশ্বাস, চৈতালী বকসি | আবহ শঙ্খ বিশ্বাস | অলংকরণ অর্ঘ্য চৌধুরী