গঙ্গাজলে গঙ্গাপুজো। রবিপক্ষে কবিপ্রণামে কবির শরণ নেওয়া ছাড়া বাঙালির আর উপায় কী! এই কবিপক্ষে সংবাদ প্রতিদিন শোনো-র নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সমাপ্তি’।
… অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়ি আসিয়া এই বন্ধনবিহীন বালিকাটিকে দুই-চারিবার দেখিয়াছে এবং অবকাশের সময়, এমন কি, অনবকাশের সময়ও ইহার সম্বন্ধে চিন্তা করিয়াছে। পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে কিন্তু এক-একটি মুখ বলাকহা নাই একেবারে মনের মধ্যে গিয়া উত্তীর্ণ হয়। সে কেবল সৌন্দর্যের জন্য নহে, আর একটা কী গুণ আছে। সে গুণটি বোধ করি স্বচ্ছতা। অধিকাংশ মুখের মধ্যেই মনুষ্যপ্রকৃতিটি আপনাকে পরিস্ফুটরূপে প্রকাশ করিতে পারে না; যে-মুখে সেই অন্তর-গুহাবাসী রহস্যময় লোকটি অবাধে বাহির হইয়া দেখা দেয়, সে মুখ সহস্রের মধ্যে চোখে পড়ে এবং এক পলকে মনে মুদ্রিত হইয়া যায়। এই বালিকার মুখে চোখে একটি দুরন্ত অবাধ্য নারীপ্রকৃতি উন্মুক্ত বেগবান অরণ্যমৃগের মতো সর্বদা দেখা দেয়, খেলা করে, সেইজন্য এই জীবনচঞ্চল মুখখানি একবার দেখিলে আর সহজে ভোলা যায় না।
অপূর্ব আর মৃন্মীয়র এ-গল্পও আমাদের মর্ম স্পর্শ করে। ভোলা যায় না। চিরন্তন আখ্যানের স্বাদ বারবার আস্বাদনের সাধ জাগে। কবিপক্ষে তাই সংবাদ প্রতিদিন শোনো-র প্রয়াস রবি ঠাকুরের গল্প ‘সমাপ্তি’।
পাঠ শঙ্খ বিশ্বাস, চৈতালী বক্সী, সুযোগ বন্দ্যোপাধ্যায় ও শুভদীপ রায়
শব্দগ্রহণ অঙ্কুর নন্দী ও শঙ্খ বিশ্বাস
আবহ ও শব্দ সংযোজনা শঙ্খ বিশ্বাস