বই উপহারের স্মৃতি কি ভোলা যায়? মনের গোপনে লুকিয়ে বাসা বেঁধে থাকে কোনও বিশেষ বই পাওয়া কিংবা দেওয়ার মুহূর্ত। বইমেলার মরশুমে তেমনই স্মৃতিকে ফিরে দেখলেন সংবাদ প্রতিদিন শোনো-র শ্রোতারা। স্মৃতি বই নয় পর্বে ধরা রইল ভুবন চট্টোপাধ্যায়, অর্জন চক্রবর্তী এবং নীলাদ্রি মজুমদার।
বাংলার হাওয়ায় এখন ভাসছে নতুন বইয়ের গন্ধ। আর সে গন্ধে ভর করেই ঢুকে পড়ছে পুরোনো, ফেলে আসা বইয়ের ঘ্রাণও। সেইসব বই, যা এখন স্মৃতি মাত্র। সংবাদ প্রতিদিন শোনো খোঁজ করেছিল বই নিয়ে সেইসব কথারই, যা স্মৃতি বই নয়। বইমেলায় সংবাদ প্রতিদিন-এর স্টলে ছিল বইপ্রেমীদের ভিড়। সেখানেই তাঁরা জানালেন বই উপহার পাওয়ার গল্প।
বরাহনগর থেকে ভুবন চট্টোপাধ্যায় জানিয়েছেন তেমনই এক স্মৃতির কথা।প্রথমবার ক্লাস ৩ বা ৪-এ বাবার অফিসের অনুষ্ঠানে পেয়েছিলেন প্রথম বই পুরষ্কার।
বাঁকুড়া থেকে অর্জন চক্রবর্তী শোনাল, উপহার হিসেবে পাওয়া হ্যারি পটারের বই-এর কথা।
খড়গপুর থেকে নীলাদ্রি মজুমদার উপহার পাওয়ার স্মৃতি হিসাবে জানালেন, সেই ছোটবেলায় পাওয়া ভূতের গল্পের বইয়ের কথা।
সময় দ্রুত কেটে যায়। বইয়ের পাতা হলদে হয়ে যায়। তবু, পুরনো সেই বইয়ের ভাঁজেই যেন তোলা থাকে হারানো শৈশব। স্মৃতি বই নয়-এর এই পর্বে ফিরে ফিরে এল সে-কথাই।