সংবাদপত্রের মতো ধ্রুপদী মাধ্যমের পাশাপাশি খবরের দুনিয়ায় এখন উজ্জ্বল উপস্থিতি ফেসবুক, টুইটার, ইউটিউবেরও। আধুনিক সময়ে খবরাখবরের জন্য বছরভর মানুষ চোখ রাখে এই মাধ্যমগুলির দিকেই। তাই বছরের শেষে খবর নিয়ে কাটাছেঁড়া এদের বাদ দিয়ে সম্ভব নয়। যদিও এরা মানুষ নয়, তবু মানুষের সঙ্গে তাঁদের নিত্য ওঠাবসা। সংবাদ প্রতিদিন শোনো তাই কান পাতল এই চার মাধ্যমের কথোপকথনে।
দেখতে দেখতে ২০২২ ফুরিয়ে গেল। আর এই গোটা বছরটায় আমাদের সঙ্গী কারা ছিল বলুন তো? সঙ্গী অবশ্য ব্যক্তিবিশেষে আলাদা। তবে যদি একটু অন্যরকম ভাবা যায়! সকাল হতে না হতেই আমাদের হাতে ছিল সংবাদপত্র। তারপর বেলা একটু গড়াতেই ফেসবুকে চোখ। অফিস-কাছারিতে আবার টুইটারের সঙ্গে দোস্তি। আর দিনেরাতে ফাঁকফোকর পেলেই ইউটিউবের সঙ্গে একান্তে গল্পগুজব। এরাও তো আমাদের সঙ্গীই। বছরভর আমাদের সঙ্গী ছিল যারা, বছরশেষে তারা নিজেদের মধ্যে কী বলাবলি করছে, শুনবেন নাকি? শুনলে কিন্তু মন্দ হয় না। আসুন কান পাতি সংবাদ প্রতিদিন শোনো-র এই বিশেষ নিবেদনে।
ভাবনা শুভদীপ রায়
রূপদান সুযোগ বন্দ্যোপাধ্যায়, চৈতালী বক্সী, শঙ্খ বিশ্বাস ও শুভদীপ রায়
শব্দগ্রহণ ও আবহ অঙ্কুর নন্দী
অলংকরণ অর্ঘ্য চৌধুরী