হাজার রকম ব্যস্ততায় গল্প পড়ার সময় মিলছে না কিছুতেই! অবসর পেলে তাই গল্প শুনতে ইচ্ছে করে? আপনার জন্য হপ্তাশেষের গল্প নিয়ে হাজির ‘সংবাদ প্রতিদিন শোনো’।
স্কুলের এক দিদিমণি। একটু যেন অন্যরকম। আর পাঁচজনের মতো নন তিনি। একা থাকেন। ভিন্ন যাপন। দিদিমণির সেই জীবনযাপনই কৌতূহল উসকে দেয় দুই ছাত্রীর। তাঁরা দিদিমণিকে চেনার চেষ্টা করে, আর একদিন আবিষ্কার করে ধূমাবতীকে। দশমহাবিদ্যার এক রূপ ধূমাবতী যেন নতুন সময়ে নতুন আঙ্গিকে ধরা দিয়েছেন এই দিদিমণির মধ্যে। কোথায় সাদৃশ্য? সকলেই নয়, কেন কেউ কেউ হয়ে ওঠেন ধূমাবতী? সংবাদ প্রতিদিন শোনো-য় শুনুন শতাব্দী দাশের গল্প ‘ধূমাবতী’।
পাঠ চৈতালী বক্সী , শব্দগ্রহণ ও আবহ শঙ্খ বিশ্বাস ।