ভূত থাক আর নাই-ই থাক, ভূতের গল্প কিন্তু খাসা। গা-ছমছমে সেই সব গল্প শুনতে ভালোবাসেন? আপনার জন্য সংবাদ প্রতিদিন শোনো নিয়ে এল ভূতের সত্যি গল্প। রইল প্রথম পর্ব।
কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একবার শুনিয়েছিলেন অপ্রাকৃত এক ঘটনার কথা। অদ্ভুত সেই অভিজ্ঞতা হয়েছিল তাঁর বাবার। সংবাদ প্রতিদিন শোনো-র ‘ভূতের সত্যি গল্প’ -তে শুনে নিন সেই কাহিনি।
অভিনয় সুযোগ বন্দ্যোপাধ্যায়, চৈতালী বক্সী ও শঙ্খ বিশ্বাস।
শব্দগ্রহণ ও আবহ শঙ্খ বিশ্বাস ।