রাগের বশে বহু প্রিয় মানুষের সঙ্গেই করে ফেলেন দুর্ব্যবহারও। আবার মাথা ঠান্ডা হলে তা নিয়েও ভোগেন মনস্তাপেও। কোন কোন রাশির জাতকদের রয়েছে এই সমস্যা? শুনে নেওয়া যাক।
খুব সামান্য ব্যাপারেই রাগ। কথায় কথায় মাথা গরম। রাগের বশে বহু প্রিয় মানুষের সঙ্গেই করে ফেলেন দুর্ব্যবহারও। আবার মাথা ঠান্ডা হলে তা নিয়েও ভোগেন মনস্তাপেও। শুধু আপনারই নয়, অনেকেরই রয়েছে এই সমস্যা। আপনার মতোই কথায় কথায় রেগে যান কোন কোন রাশির জাতক-জাতিকারা? আসুন শুনে নেওয়া যাক।
এই তালিকায় গোড়াতেই রয়েছেন ক্যানসার বা কর্কট রাশির জাতক-জাতিকারা। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই খুবই আবেগপ্রবণ এবং স্পর্শকাতর হন তাঁরা, তবে মাথাও গরম করে ফেলেন চট করে। নিজেদের আবেগকে বহু সময়েই নিয়ন্ত্রণে রাখতে পারেননা এঁরা। ফলে বাকি অনুভূতিগুলোর মতোই রেগেও যান চট করে।
এর পরেই রয়েছে স্কর্পিও বা বৃশ্চিক রাশির জাতকেরা। এদের চট করে রেগে যাওয়ার সমস্যা রয়েছে। অন্যের কথায় সহজেই কষ্ট পান এঁরা। অনেক সময়েই প্রতিশোধস্পৃহাও দেখা যায় এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে। সকলের সামনে অনেক কথাই খুলে বলতে পারেন না এঁরা। ফলে গোঁসা করে বসে থাকেন।
লিও বা সিংহ। রাগ করার ধাত রয়েছে এঁদেরও। বেশির ভাগ সময়েই এরা তর্ক করতে ভালবাসে। এঁদের রাশিকে নিয়ন্ত্রণ করে সূর্য। ফলে সেই প্রভাব দেখা যায় এঁদের মধ্যেও। এঁদের বিশ্বাস, গোটা ব্রহ্মাণ্ড তাঁদেরকে কেন্দ্র করেই ঘুরছে। সিংহ রাশির জাতকদের ইগোর সমস্যাও বেশ বেশি। ভোগেন নিরাপত্তাহীনতাতেও। সব কিছু মিলিয়েই চট করে রেগে যান এই রাশির জাতক-জাতিকারা। নিজের অনুভূতি ঠিক মতো প্রকাশ করতে না পারলেও এঁরা মনের দিক থেকে কিন্তু বেশ ভাল হয়।
ভার্গো বা কন্যারাশির জাতক-জাতিকারাও রেগে যান চট করে। তবে কাছের মানুষ বা বন্ধুবান্ধব ছাড়া তা সহজে প্রকাশ করতে চান না এঁরা। পাশাপাশি কথা নিয়ে খেলতে ভালবাসেন এঁরা। তর্ক করতে কভু পিছপা হন না তাঁরা।
এর পরেই রয়েছে ক্যাপ্রিকর্ন বা মকর রাশির জাতকেরা। এদের দেখতে যতটাই শান্তশিষ্ট মনে হোক না কেন, নিজেদের রাগকে সামাল দিতে প্রায়শই হিমশিম খেতে হয় এঁদের। সাধারণত নিজস্ব নিয়মেই চলতে পছন্দ করেন এই রাশির মানুষ। আর সেই নিয়মে একচুল বিচ্যুতি হলেই রেগেমেগে একশা হয়ে যান তাঁরা। এদের রাশিকে আদতে পরিচালনা করে শনি গ্রহ। ফলে স্বাভাবিক ভাবেই এরা একটু রাগী প্রকৃতির হন।
সবশেষে তালিকায় রয়েছে এরিজ বা মেষ। রাগের মামলায় এঁদের টেক্কা দেওয়া মুশকিল। কথায় কথায় রেগে যাওয়া এঁদের মজ্জাগত। আশপাশের সকলকে নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন। এঁদের রাশিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল। তাঁদের পরিকল্পনা অনুযায়ী কোনও কিছু না হলেই রেগে আগুন হয়ে যান এরিজ-রা।
কান্না, হাসি বা আনন্দের মতোই রাগও মানুষের সাধারণ অনুভূতি। আর তা মোটেও অস্বাভাবিক নয়। তবে অতিরিক্ত রাগ কিন্তু শরীর ও মন, দুটোর উপরেই প্রভাব ফেলে। মুহূর্তের রাগে নষ্ট হয়ে যেতে পারে অনেক কিছুই। ক্ষতিগ্রস্ত হতে পারে সম্পর্কও। আর এই রাগকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু আপনারই হাতে। দরকার হলে রাগ কমাতে নিতে পারেন মেডিটেশন বা ওই ধরনের কোনও থেরাপির সাহায্যও।