জীবনে সমস্যা, দুঃখ-যন্ত্রণা কিংবা অবসাদ তো থাকেই। তবে সেসবকে হেলায় হারিয়ে হাসিখুশি থাকতে পারাটাও একটা শিক্ষা। কোন কোন রাশির জাতকদের রয়েছে এই গুণ? শুনে নিন।
ভাল থাকতে সবার আগে যেটা প্রয়োজন, তা হল আনন্দ। ছোট ছোট বিষয় থেকে যাঁরা আনন্দের উপাদান খুঁজে নিতে পারেন, তাঁরাই আক্ষরিক অর্থে সুখী হন জীবনে। আমাদের আশপাশে এমন অনেকেই থাকেন, যাঁরা মনখারাপ কিংবা হতাশাকে তুড়ি মেরে উড়িয়ে খুঁজে নিতে জানেন জীবনের মানে। বহু রাশির জাতক-জাতিকাদেরই থাকে এই গুণ। আর সেই তালিকায় উপর দিকে কারা? আসুন, শুনে নেওয়া যাক।
এই তালিকায় সবার প্রথমে রয়েছেন স্যাজিটেরিয়াস বা ধনু রাশির জাতক-জাতিকারা। এই রাশির মানুষেরা জীবনের সব পর্যায়ে খুবই পজিটিভ হন। পাশাপাশি এদের অ্যাডভেঞ্চারপ্রিয় বললেও খুব ভুল হবে না। আর সেখান থেকেই খুশি থাকার রসদ খুঁজে নেন তাঁরা। মোদ্দা কথা, ভাল থাকতে এবং ভাল রাখতে জুড়ি মেলা ভার এই রাশির জাতকদের।
এর পরেই রয়েছে লিও বা সিংহ রাশি। সবরকম ভাবে জীবনকে উপভোগ করতে পারেন এই রাশির জাতকেরা। নিজের কর্মক্ষেত্রের পাশাপাশি ব্যক্তিগত জীবনের প্রতিও বেশ যত্নবান হন তাঁরা। যে কোনও অনুষ্ঠান হোক বা জমায়েত, সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন তাঁরা। এ জন্য নিন্দুকদের কেউ কেউ তাঁদের ‘অ্যাটেনশন সিকার’ বললেও তা নিয়ে বিন্দুমাত্র ভাবতে রাজি নন এই রাশির জাতকেরা।
হাসিখুশি থাকার তালিকায় পরবর্তী নম্বর যাঁদের, তাঁরা এরিজ বা বৃষ রাশির জাতক-জাতিকা। নেতৃত্ব দেওয়ার বিষয়ে সব সময় এগিয়ে থাকেন তাঁরা। পরনির্ভরতা এদের একেবারেই অপছন্দ। অন্যের নিয়ম বা ইচ্ছে মতো চলতে একেবারেই রাজি নন এঁরা। অপরিসীম প্রাণশক্তি, যে কোনও জিনিসের শেষ দেখে ছাড়া এ সমস্ত গুণের কারণেই সাফল্যের শীর্ষে পৌঁছন এই রাশির জাতকেরা।
লিব্রা বা তুলা রাশির জাতকরাও হন দিব্যি হাসিখুশি প্রকৃতির মানুষ। এই রাশির জাতক-জাতিকারা সাধারণত কৃতজ্ঞ প্রকৃতির হন। মানুষের সঙ্গে অকারণ ঝামেলায় জড়াতে পছন্দ করেন না এঁরা। শুধু নিজেদেরকেই নন, তাঁদের আশপাশে থাকা মানুষদেরও হাসিখুশি রাখতে পছন্দ করেন এই রাশির জাতক-জাতিকারা।
তার পরেই নাম রয়েছে পাইসেস বা মীন রাশির জাতকেরা। এঁরা একটু বেশিই অনুভূতিপ্রবণ। উচ্ছ্বাস ভাসবাসে, এমন মানুষের সঙ্গেই বন্ধুত্ব পাতাতে ভালবাসেন এই রাশির মানুষেরা। নিজেরাও পজিটিভ থাকতে পছন্দ করেন, পাশাপাশি পজিটিভ মানসিকতার মানুষদেরকেই বেশি পছন্দ করেন এঁরা।
জেমিনি বা মিথুন রাশির ক্ষেত্রেও হাসিখুশি থাকাটা খুব জরুরি। উদ্দীপিত থাকতে পছন্দ করেন এই রাশির জাতকেরা। প্রতিটা দিনই এদের কাছে একেকটা অ্যাডভেঞ্চারের মতো। সমস্যাকে ফুৎকারে উড়িয়ে সুখী থাকার মন্ত্র এদের জানা।
জীবনে সমস্যা, দুঃখ-যন্ত্রণা কিংবা অবসাদ তো থাকেই। তবে সেসবকে হেলায় হারিয়ে হাসিখুশি থাকতে পারাটাও একটা শিক্ষা। এই পাঁচ রাশির জাতকেরা সেই মিব়্যাকেলটাই জীবনে ঘটাতে পারেন বারবার।