রোদ ঝলমলে শীতকালে যেমন ঘুরে আনন্দ, তেমনই খেয়েও আনন্দ। আবার যৌনতাকে উপভোগ করারও সেরা সময় এটাই। এমনিতে মিলনের ইচ্ছা সারা বছরই থাকে। তবে শীতে আগ্রহ থাকে অনেকটাই বেশি। শীতকালে বাড়ে পুরুষের যৌন আকাঙ্ক্ষা। কেন বাড়ে? কী বলছেন বিশেষজ্ঞরা?
ভোর ও রাতে হালকা শীত পড়তে শুরু করেছে। কালীপুজো ডিঙোলেই জমিয়ে শীত! এমনিতে ঠাণ্ডায় লেপের নিচ থেকে বেরোতে সত্যিই কষ্ট হয়। ফলে এই সময়ই বেশি করে খোঁজ পড়ে উষ্ণতার। দাম্পত্য জীবনে লেপ-কম্বলের উষ্ণতার চেয়েও বেশি আকর্ষণীয় হতে পারে যৌন উষ্ণতা। তবে অনেকের ধারনা, শীতকালের আলস্যে যৌনসঙ্গম সেভাবে আকর্ষণীয় হয় না। এই ধারনা সম্পূর্ণ ভুল। বরং শীতকালই উষ্ণতাকে পরতে পরতে উপভোগ করার সেরা সময়। বিশেষজ্ঞদের তেমনটাই মত।
একটি গবেষণাতে জানা গিয়েছে, পুরুষদের সঙ্গমের ইচ্ছা তীব্র হয় শীতকালে। যে উষ্ণতা থেকে পার পায় না সঙ্গী নারী! কিন্তু শীতকালেই কেন পুরুষদের মধ্যে সঙ্গমের ইচ্ছে বাড়ে? বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্য, শীতকালে ঠাণ্ডার হাত থেকে বাঁচতে বেশি পোশাক পরে থাকি আমরা। এক্ষেত্রে কাজ করে আড়ালের হাতছানি! অতিরিক্ত ঢাকা পোশাকই যৌন আবেদনের অনুঘটক হয়ে ওঠে। নারী যত বেশি ঢাকা পোশাক পরে, পুরুষটিও তত বেশি করে তার আবরণ সরিয়ে গভীরে ডুব দিতে চায়। এই কারণেই শীতকালে যৌন আকাঙ্ক্ষা বেশি জাগে পুরুষের মনে।
আরও শুনুন: সঙ্গমেও সাম্যের ডাক… এবার ইউনিসেক্স কন্ডোম বানালেন চিকিৎসক
একটি গবেষণা বলছে, গরমের দিনে পুরুষদের স্পার্ম কাউন্টও কম যায়। তাই গ্রীষ্মের চেয়ে শীতকালেই যৌন আবেদনে সাড়া দিতে বেশি পছন্দ করেন পুরুষেরা। তাছাড়া শীতকালে ঘরের ভেতরে বেশিরভাগ সময় কাটাতে বাধ্য হই আমরা। এই রকম পরিস্থিতিতে কাছের মানুষটাকে সবচেয়ে বেশি সময় দিতে চায় সবাই। এতে ঘনিষ্ঠতার সম্ভাবনাও বাড়ে। এতে সম্পর্কও গভীর হয়। যা যৌন সঙ্গমের মাত্রায় পৌঁছে যায় অনেক সময়েই। এই কারণেই বিয়ে করার সেরা সময়ও শীতকাল। অপরপক্ষে গরমে রয়েছে হাজারও ঝক্কি। ক্লান্তি কাটিয়ে শীতের সময়েই সবচেয়ে বেশি যৌনসুখ ভোগ করা যায়। মত বিশেষজ্ঞদের।
আরও শুনুন: পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য কত? যৌনতা নিয়ে গবেষণায় অবশেষে মিলল উত্তর
অতএব, ঠাণ্ডায় কাবু হওয়ার প্রশ্নই নেই। বরং এবারের শীত উপভোগ করুন আপনার সঙ্গীর সঙ্গে। জবুথবু শীতকালের আলস্য ভেঙে উপভোগ্য হয়ে উঠুক আপনার যৌন জীবন।