ভয়াবহতা কমছে করোনা ভাইরাসের? তেমনই ইঙ্গিত মিলল সাম্প্রতিক গবেষণায়। কিন্তু করোনা বিধি পালন করার ক্ষেত্রে কি কোনও হেরফের দেখা যাবে তাতে? কতখানি আশ্বস্ত হতে পারি আমরা, সাধারণ মানুষেরা? শুনে নেওয়া যাক, এ প্রসঙ্গে কী বলছেন চিকিৎসকেরা।
একটানা বৃষ্টি, ঘূর্ণাবর্তের চোখরাঙানি, যাই আসুক, বাঙালির মনে এখন উৎসবের মরশুম। দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কিন্তু গত বছর পুজোর আনন্দ অর্ধেক মাটি হয়ে গিয়েছিল করোনার ভয়ংকর আক্রমণে। এ বছরও কি হতে চলেছে তেমনটাই? এই আশঙ্কাই ঘুরছে সাধারণ মানুষের মনে। এদিকে সাম্প্রতিক গবেষণা দাবি করছে, অনেকখানি মারণক্ষমতা নাকি হারিয়ে ফেলেছে নোভেল করোনা ভাইরাস। তাহলে কি পুজোর আগে স্বস্তির খবর আসবে মানুষের কাছে?
আরও শুনুন: কোভিড থেকে বাঁচতে ভ্যাকসিনের বুস্টার ডোজ লাগবেই? কী বলছে গবেষণা?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছুদিন আগে জানিয়েছিল, সম্ভবত করোনার মারাত্মক স্তর শেষ হওয়ার পথে। সম্প্রতি সেই দাবি জোরালো হল টিকা নির্মাতা সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার গবেষকদের কথায়। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার গবেষণাগার ‘জেনার ইনস্টিটিউট’-এর প্রধান ডেম সারা গিলবার্টের মতে, ক্রমশ দুর্বল হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এই ভাইরাসের মধ্যে। সুতরাং, শেষ পর্যন্ত সাধারণ ফ্লু ভাইরাসের স্তরে নেমে আসবে করোনা ভাইরাসও। করোনা ভাইরাসের নতুন প্রজাতিগুলির প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা বেশ কম বলে মনে করছেন গবেষক গিলবার্ট। বৃহস্পতিবার ‘রয়্যাল সোসাইটি অফ মেডিসিন’-এর আলোচনাসভায় তাঁদের গবেষণার কথা জানিয়েছেন তিনি। আশ্বস্ত করেছেন, আগামী ভবিষ্যতে আরও প্রাণঘাতী করোনা ভাইরাস সৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে সংক্রমণের ভয়াবহতা কমলেও, সংক্রমণের ক্ষমতা কিন্তু কমছে না করোনা ভাইরাসের। আর এই পরিস্থিতিতে ঠিক কী ভাবছেন চিকিৎসকেরা? আদৌ কি মিলবে স্বস্তি?
আরও শুনুন: অ্যালঝাইমার্স নিয়ে অবহেলা নয়, সকলকে সচেতন করলেন মীর… এই নিয়ে কী মত চিকিৎসকদের?
ডাঃ সোমনাথ বিশ্বাস জানালেন, ভাইরাস একেবারে নির্মূল না হওয়া পর্যন্ত তেমন ভাবার কারণ নেই।
সুতরাং, করোনা একেবারে বিদায় নিতে চলেছে, এমন কথা কিন্তু বলছেন না কেউই। বরং, আমাদের ছোটখাটো ভুলের ফাঁক দিয়েই করোনা আবার ঢুকে পড়ে জাঁকিয়ে বসতে পারে, এ কথা ভুললে চলবে না।