হস্তমৈথুনের আগে নীল ছবির দুনিয়ায় ঘুরে আসা- অনেকেরই আছে এই অভ্যাস। কিন্তু এতে সাময়িক আনন্দ মিললেও, দীর্ঘকালের জন্য তা কি ক্ষতিই করছে! বিশেষজ্ঞদের অভিমত কিন্তু তেমনটাই। কী বলছেন তাঁরা? শুনে নিই।
পর্নোগ্রাফিতে আসক্তি কি যৌন ইচ্ছা কমিয়ে দিচ্ছে? এ-প্রশ্ন ফিরে-ফিরেই আসে। বিভিন্ন সময়ে এ বিষয়ে নানা মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। নীল ছবির দুনিয়াতে যৌন দৃশ্য যেভাবে দেখানো হয়, বাস্তবের সঙ্গে তার আকাশ-পাতাল ফারাক। এমনকী, ওই দৃশ্যে যাঁদের দেখানো হয়, তাঁদের শারীরিক গঠনও অন্যরকম হয়। ক্রমাগত পর্নোগ্রাফি দেখার ফলে এই ভুল-দৃশ্য বা ভুল ধারণাই মাথার মধ্যে বাসা বেঁধে থাকে। অনেকের মতে, এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে যৌনজীবন। কেননা ঠিক পর্ন ছবিতে দেখানো পরিবেশ বা চরিত্রদের কল্পনা ফিরে না এলে যৌন ইচ্ছে না-ও জাগতে পারে। অনেক সময় হীনমন্যতাও এসে গ্রাস করে বলে মনে করেন কেউ কেউ। আবার এর উলটো মতে বিশ্বাসীরাও আছেন। তাঁদের দাবি, নীল ছবির দুনিয়া যৌন ইচ্ছেকে অনেকটাই বাড়িয়ে দেয়।
আরও শুনুন: ছোট হোক স্তনের আকার, আশায় সার্জারির দ্বারস্থ ১৫ হাজার ভারতীয় মহিলা, কেন এই প্রবণতা?
কিন্তু যৌথ যৌনজীবন সরিয়ে রাখলেও, হস্তমৈথুনের উপরও পর্ন ছবির প্রভাব থেকে যায়। কেননা বহু পরিণতবয়স্ক পুরুষ ও নারী হস্তমৈথুনের আগে নীল ছবির দুনিয়া ঘুরে আসেন। তাতে শারীরিক কোনও ক্ষতি হয় না। অতিরিক্ত মাত্রায় না হলে হস্তমৈথুনের দরুন বরং শারীরিক উপকারই হয়। কিন্তু হস্তমৈথুনের আনন্দ যদি কেবলমাত্র পর্ন ছবির উপরই নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে একটি ক্ষতির সম্ভাবনা থেকে যায়। যৌনতা বিষয়ক বিশেষজ্ঞ সারা রিকো জানাচ্ছেন, হস্তমৈথুনের সময় মানুষ যেহেতু একা থাকে, তাই তাঁর মতিষ্কের সৃষ্টিশীল অংশ অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। যার দরুন বহু দৃশ্য সে কল্পনা করতে পারে। এই ফ্যান্টাসির দরুন হস্তমৈথুন অনেক বেশি আনন্দময় হয়ে ওঠে। অন্যদিকে, পর্নোগ্রাফিতে যে দৃশ্য দেখা যায় তা অনেকটাই কৃত্রিম। সেখানে যা যা দেখানো হয় তার বেশিরভাগটাই বানিয়ে তোলা। এই দৃশ্য দেখে হস্তমৈথুনে প্রবৃত্ত হওয়ার অর্থ, নিজের কল্পনাশক্তিকে বিদায় দেওয়া। অর্থাৎ নিজস্ব চিন্তা-ভাবনায় যে ফ্যান্টাসির জগৎ তৈরি করা সম্ভব, তা থেকে দূরে সরে যাওয়া। ক্রমাগত এই কাজ করে গেলে তা অভ্যাসে পর্যবসিত হয়। যা হস্তমৈথুনের আনন্দকে অনেকখানি ম্লান করে দেয়।
আরও শুনুন: গোপন অঙ্গেও রোম থাকবে না সুন্দরীর, কেন চালু হয়েছিল এই ধারণা?
বিশেষজ্ঞদের তাই মত, পর্নোগ্রাফি দেখাও ক্ষতিকর নয়। হস্তমৈথুন তো নয়-ই। কিন্তু পর্ন ছবি দেখে হস্তমৈথুনের অভ্যেস খুব ভাল নয়। বরং পর্নগ্রাফি থেকে সরে গিয়ে নিজের কল্পনাশক্তিকে কাজে লাগালে হস্তমৈথুনের আনন্দ বাড়বে বলেই মত তাঁদের।