তৃপ্তির খোঁজে ঠিক কতক্ষণ যৌনতা চান মহিলারা? নিজের শারীরিক সুখের দিকে নজর রাখতে গিয়ে সেই বিষয়টি হয়তো ভালভাবে খেয়াল করেন না অনেক পুরুষই। আবার মেয়েরা কতক্ষণে তৃপ্তি পান, তা নিয়েও প্রশ্ন থাকে অনেকেরই। এ বিষয়ে কী বলছে গবেষণা? আসুন, শুনে নেওয়া যাক।
যৌনতা নিয়ে যত নিষেধাজ্ঞা, তত কৌতূহল। তাই যৌনতা নিয়ে স্পষ্ট ধারণা নেই অনেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষেরও। একে অপরের সঙ্গে সঙ্গমে মেতে উঠলেও, কীভাবে পরিপূর্ণ সুখ সম্ভব- সে বিষয়ে অনেকেই খুব একটা ওয়াকিবহাল নন। বিশেষ করে মেয়েরা। নিজেদের শারীরিক সুখের কথা খোলাখুলি বলতে সংকোচে পড়েন অনেকেই। আর সঙ্গিনীর সম্পূর্ণ তৃপ্তি হল কি না, সে কথা বুঝতে পারেন না অনেক পুরুষও। যৌন মিলন বা সঙ্গম ঠিক কতক্ষণ হওয়া উচিত? বিশেষ করে মেয়েরা কতক্ষণে তৃপ্তি পান? এ সবকিছু নিয়েই তাই প্রশ্ন থেকে যায় অনেকের মনে। আর সম্প্রতি সে প্রশ্নেরই উত্তর দিয়েছে একটি গবেষণা।
আরও শুনুন: বেজায় গরমে যৌনতৃপ্তিতে ভাটা! সঙ্গমের আগে ঠিক কী করলে বাজিমাত?
যৌনতার নিরিখে বলতে গেলে, নারীদের ক্ষেত্রে যৌনতৃপ্তির ঠিকানা শরীরের অন্দরে, অর্থাৎ ক্লিটোরিস। আর, পুরুষদের ক্ষেত্রে সেই মাধ্যম হল শিশ্ন বা পুরুষাঙ্গ। বিশেষজ্ঞ বলছেন, যৌনতা মানে কেবল যোনির ভিতর পুরুষাঙ্গের প্রবেশ বা বাহির নয়। বরং, যৌনতা হল যৌন অঙ্গটিকে ঠিকঠাক ভাবে উদ্দীপ্ত করে তোলা। আর যৌন সম্পর্কে লিপ্ত দুজনই পরিপূর্ণ তৃপ্তি পেলেন কি না, সে কথাও বিচার্য। সম্প্রতি এক মার্কিন সমীক্ষা জানিয়েছে, সাধারণত পুরুষের তুলনায় মেয়েদের যৌন তৃপ্তি পেতে একটু বেশি সময় লাগে। ২৫ মিনিট ৫১ সেকেন্ড সময়কে তাঁরা আদর্শ সময় বলে মনে করছেন। যেখানে পুরুষের ক্ষেত্রে ওই সময় ২৫ মিনিট ৪৩ সেকেন্ড। প্রায় চার হাজার নারী ও পুরুষের উপর সমীক্ষা চালিয়ে এই ফলাফল জানিয়েছে মার্কিন সংস্থাটি। যাঁদের বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে এবং প্রত্যেকেই গত ছ’মাসে নিয়মিত যৌন সম্পর্ক করেছেন। তাঁদের মিলনের সময়, এবং কতক্ষণ ধরে সেই ইন্টারকোর্স স্থায়ী হয়েছিল, এই সব প্রশ্ন খতিয়ে দেখে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এসেছেন বিশেষজ্ঞরা। গড়ে ১১ মিনিট থেকে ১৪ মিনিট পর্যন্ত মিলনেই সম্পূর্ণ তৃপ্তি পান অধিকাংশ মহিলা, এমনটাই দাবি করেছে এই সমীক্ষা।