পুষ্পা, আই হেট টিয়ার্স! রাজেশ খান্না নাহয় এমনটা বলেছিলেন। তা বলে আপনিও কি তাই বলবেন? এদিকে সমীক্ষা যে বলছে, তরুণীর চোখের জলের ঘ্রাণ পেলেই নাকি শান্ত হয় রাগী পুরুষের মন! এ কথা বলার কারণ কী? তাহলে শুনেই নিন বরং।
কেউ যদি কথায় কথায় কেঁদে ফেলে, তাহলে কী বলবেন তাকে? ছিঁচকাঁদুনে? হ্যাঁ, চলতি কথায় তো তেমনটাই বলে লোকে। কিন্তু কথা হচ্ছে, কোনও তরুণীর ক্ষেত্রে কিন্তু এমনটা না বলাই ভালো। কারণ, মেয়েদের চোখের জলের নাকি রয়েছে বিশেষ গুণ। তরুণীর চোখের জলের ঘ্রাণ পেলেই নাকি গলে যায় রাগী পুরুষের মন, এমনটাই বলছে সমীক্ষা।
আরও শুনুন: উৎসবের মরশুমে হাবিজাবি খাওয়া! অজান্তেই যোনির ক্ষতি হচ্ছে? জেনে রাখুন
কথায় বলে, মেয়েদের চোখে জল আসে সহজেই। আর কান্নাকাটি করেই হারা-ঝগড়া জিতে যাওয়া কিংবা কোনও দাবি আদায় করাও নাকি মেয়েদের কাছে জলভাত। ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির সেই হাতকাটা কার্তিককে মনে আছে? কথায় কথায় পিস্তল নাচানো সেই গুন্ডাও কিন্তু দাবি করেছিল, সুন্দরী মেয়েদের চোখের জল সে সইতে পারে না। আর সেই কথাই এবার খানিক মান্যতা পেয়ে গেল বিজ্ঞানীমহলে।
সম্প্রতি প্লস বায়োলজি নামের জার্নালে প্রকাশিত হয়েছে মেয়েদের চোখের জলের এই বিশেষ গুণের কথা। কিন্তু চোখের জলের আবার আলাদা করে গন্ধ পাওয়া যায় নাকি? গবেষকেরা বলছেন, চোখের জল সব সময়েই রাসায়নিক বার্তা বা কেমিক্যাল সিগন্যাল বয়ে নিয়ে বেড়ায়। বিজ্ঞানের ভাষায়, চোখের জলের মাধ্যমে মানুষ অন্য মানুষের সঙ্গে যে যোগাযোগ গড়ে তোলে, সেই যোগাযোগের মাধ্যমই হল কেমিক্যাল সিগন্যাল। আসলে চোখের জলে গন্ধ নেই, কিন্তু এই কেমো-সিগন্যালই অন্যের স্নায়ুর উপর প্রভাব বিস্তার করে। আর সেই কথাটিই সম্প্রতি নানা পরীক্ষানিরীক্ষার পর দাবি করেছেন ইজরায়েলের ওয়াইজমান ইন্সটিটিউট অব সায়েন্সের গবেষকেরা। তাঁদের দাবি, পুরুষের হরমোনের উপর প্রভাব বিস্তার করতে পারে মেয়েদের চোখের জল। কোনও মহিলার চোখের জলে থাকা ফেরোমন সামনে দাঁড়ানো কোনও পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণের পরিমাণ কমিয়ে দেয়। যা সেই পুরুষের যৌন উত্তেজনাকে প্রশমিত করতে চায়। শুধু যৌন উত্তেজনা নয়, পুরুষের তীব্র উত্তেজনা বা রাগকেও অনেকখানি কমিয়ে দেয় মহিলার চোখের জল। গবেষকদের কথায়, মস্তিষ্কের প্রি-ফ্রন্টাল কর্টেক্স ও অ্যান্টিরিয়র ইনসুলা রাগের সময় প্রচণ্ড সক্রিয় থাকে। এমআরআই স্ক্যান করে দেখা গিয়েছে, চোখের জলের গন্ধে এই দুটি অংশই নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে পুরুষদের রাগ অন্তত ৪০ শতাংশ কমে যায়।
আরও শুনুন: শীত পড়তেই শুরু গরম জলে স্নান, শরীরের কী ক্ষতি হচ্ছে জানেন?
তাহলে বুঝলেন তো? চোখের জলের দাম কিন্তু কম নয় মোটেই, বিশেষ করে তা যদি তরুণীর চোখের জল হয়। আমি আপনি নয়, এ কথায় যখন খোদ বিজ্ঞানীরাই সিলমোহর দিচ্ছেন, তখন ভেবে দেখা যেতেই পারে, তাই না?