যৌনতার ক্ষেত্রে নারী ও পুরুষের যৌন অঙ্গের ভূমিকা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু যৌনতায় পরিপূর্ণ তৃপ্তি পাওয়ার ক্ষেত্রে পুরুষাঙ্গের দৈর্ঘ্যকে অত্যন্ত গুরুত্ব দেন পুরুষ এবং নারীরাও। এমনকি সঙ্গিনীকে মোহিত করতে অনেক পুরুষ নাকি পুরুষাঙ্গের দৈর্ঘ্য একটু বাড়িয়েও বলে থাকেন। কিন্তু আসলে কি পুরুষাঙ্গের দৈর্ঘ্যের হেরফেরে সত্যিই বড় প্রভাব পড়ে যৌনতায়? কী বলছেন বিশেষজ্ঞরা? আসুন, শুনে নেওয়া যাক।
নারীশরীর নিয়ে পুরুষের যেমন নানা ভুল ধারণা থাকে, একই জিনিস প্রযোজ্য পুরুষদের ক্ষেত্রেও। অর্থাৎ, পুরুষের শরীর নিয়েও নানা ভুল ধারণা ছড়িয়ে রয়েছে। যেমন, পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য কত হওয়া উচিত, এই নিয়ে নানা মুনির নানা মত। যৌনতায় সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য পুরুষাঙ্গের আকার, আকৃতি ঠিক কেমন হওয়া দরকার, এ নিয়ে রীতিমতো মাথা ঘামান অনেক পুরুষই। গড়পড়তা পুরুষদের ধারণা যে, পুরুষাঙ্গ আকারে ছোট হলে কমে যায় যৌনসুখ। আবার পুরুষাঙ্গের দৈর্ঘ্য বেশি হলে অন্তত যৌনতার ক্ষেত্রে নারীদের মন জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর এই ধারণা থেকেই অধিকাংশ পুরুষ তাঁদের পুরুষাঙ্গের দৈর্ঘ্য খানিকটা বাড়িয়েই বলে থাকেন। সমীক্ষা বলছে, এক্ষেত্রে অন্তত ২১ শতাংশ দৈর্ঘ্য বৃদ্ধি করে বলার প্রবণতা দেখা যায় পুরুষদের মধ্যে।
আরও শুনুন: পুরুষরা জানেন তো! তৃপ্তির খোঁজে ঠিক কতক্ষণ যৌনতা চান মহিলারা?
কিন্তু পুরুষাঙ্গের দৈর্ঘ্য নিয়ে যেখানে এতটাই ভাবনাচিন্তা করেন একেকজন পুরুষ, সেখানে সমস্ত বিষয়টিকেই কি হেসে উড়িয়ে দেওয়া চলে? গবেষকদের মতে, তেমনটা একেবারেই করা উচিত নয়। বরং জেনে নেওয়া উচিত আসল সত্যিটা। যৌনজীবনের ক্ষেত্রে সত্যিই কি খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি? কী বলছেন তাঁরা?
বিজ্ঞানীদের দাবি, যৌনাঙ্গের আকারের উপর যৌনসুখ নির্ভর করে না। তাঁরা জানিয়েছেন, নারীর যোনিদ্বারের চার সেন্টিমিটার অংশে সংজ্ঞাবহ স্নায়ু রয়েছে। যা মোট যোনিপথের এক-তৃতীয়াংশ। ওই অংশটুকুই উত্তেজনা অনুভব করে। যার ফলে যৌনতৃপ্তি ঘটে কোনও নারীর। এর থেকে স্পষ্ট যে, যোনিপথের বাকি দুই-তৃতীয়াংশ কোনও সংজ্ঞা অনুভব করে না। সুতরাং বলা যেতেই পারে, পুরুষাঙ্গের দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলেই তা যথেষ্ট কার্যকরী। অন্তত তেমনটাই জানাচ্ছেন গবেষকরা।
আরও শুনুন: স্তন ছোট বলে চিন্তা! জীবনে দ্বিতীয়বার বাড়ে স্তনের আকার, কত বয়স পর্যন্ত?
যৌনতা নিয়ে বিভিন্ন মিথ ছড়িয়ে রয়েছে চারিদিকে। তা যেমন নারীদের ক্ষেত্রে প্রযোজ্য, পুরুষদের ক্ষেত্রেও অবস্থাটা একইরকম। মোদ্দা কথা, এমন অনেক ধারণা নিয়ে আমরা বড় হই, যা হয়তো পুরোপুরি ঠিক নয়। আর এই ভুল ধারণা থেকে অনেক সময় জন্ম নেয় হীনম্মন্যতা ও ডিপ্রেশন। তাই যৌনতা নিয়ে আগ্রহ থাকলে, তার জন্য সঠিক ধারণা থাকা উচিত। আর সেই কথাটিই বারবার মনে করিয়ে দিয়েছেন এই গবেষকরা।