রাত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে আদরের পারদ। এই বুঝি উত্তেজনার চরম মুহূর্ত ছুঁয়ে ফেললেন ঘনিষ্ঠ সঙ্গী। বোঝার উপায় কি? এই সময় কি মুখে ফুটে কিছু বলা যায়! চিন্তা নেই, উত্তেজনার জানান দেবে গন্ধ! গবেষণা বলছে সঙ্গীর উত্তেজনা বুঝিয়ে দেবে তার গায়ের গন্ধ! ঠিক কীভাবে? আসুন শুনে নেওয়া যাক।
গন্ধ দিয়ে যায় চেনা! তবে মানুষ নয়, গন্ধ চেনাবে বিশেষ মানুষের বিশেষ অবস্থা। সহজ করে বললে, শরীরের উত্তেজনা বোঝাবে গায়ের গন্ধ। এমনিতে যৌনতার ক্ষেত্রে গন্ধের ভূমিকা কম নয়। সঙ্গিনীকে আকৃষ্ট করতে অনেক প্রজাতির পুরুষ প্রাণীই শরীর থেকে বিশেষ নির্যাস বের করে। মানুষের তেমন কোনও ক্ষমতা নেই, তবে এক্ষেত্রে গায়ের গন্ধ অন্য কিছু বোঝাতে পারে।
যৌনতা নিয়ে এখনও নানারকম ট্যাবু রয়েই গিয়েছে সমাজ সংসারের আনাচেকানাচে। অথচ চিকিৎসক গবেষকরা সাফ জানিয়ে দেন, যৌনতা শুনে নাক সিঁটকানোর কোনও কারণ নেই। যৌনতার দরুন যে মন ভালো রাখার হ্যাপি হরমোন ক্ষরণ হয়, সে কথা তো জানাই। উপরন্তু, সুস্থ যৌনজীবন না থাকলে শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগ। কিন্তু সমস্যা অন্য জায়গায়, যৌনতা হলেই যে তা সুখের হবে এমন কথা নেই। সমীক্ষা বলছে, যৌনতায় তৃপ্ত হন না অনেক নারীই। অথচ সে কথা মুখ ফুটে বলতে পারেন না। উলটোদিকে এই দাবিও উঠছে, সঙ্গিনী উত্তেজনার চরম মুহূর্ত ছুঁয়েছেন কি না, তা বুঝতেই পারেন না অধিকাংশ পুরুষ। সেই সমস্যা অনায়াসে মেটাতে পারে গন্ধ। সাম্প্রতিক গবেষণা বলছে, পুরুষরা নারী শরীরের গন্ধ আলাদাভাবে বুঝতে পারেন। অন্তত যে কজনের উপর এই গবেষণা চালানো হয়েছিল, তাঁরা পেরেছেন। ঠিক কেমন হয়েছিল গবেষণা?
দু-ধরনের গন্ধ রাখা হয়েছিল কয়েকজন পুরুষের সামনে। প্রশ্ন ছিল, কোন গন্ধ বেশি আকর্ষনীয় মনে হচ্ছে? তাতে মোটের উপর প্রায় সকলেই একটি বিশেষ গন্ধকে বেছে নিয়েছেন। এর থেকেই গন্ধ নিয়ে উত্তেজনা বোঝার বিষয়টা পরিষ্কার হয়েছে গবেষকদের কাছে। আসলে, গন্ধের নমুনা হিসেবে রাখা হয়েছিল দুই মহিলার ঘাম। বিশেষ অবস্থায় তাঁদের শরীর থেকে সেই ঘাম সংগ্রহ করা হয়েছিল। একজন সাধারণ অবস্থায় ছিলেন, অন্যজন তখন কামোত্তেজনায় ফুটছিলেন। আপাতভাবে এই গন্ধ যে দুই আলাদা মহিলার তা আগে থেকে বলা হয়নি কাউকে। পরীক্ষার পর দেখা গেল, উত্তেজিত মহিলার ঘামই বেশি আকর্ষনীয় মনে হয়েছে পুরুষদের। শুধু তাই নয়, এই গন্ধ শুঁকে কেউ কেউ উত্তেজিতও হয়ে পড়ছেন। তাঁদের দাবি, এই গন্ধ নাকে আসতেই নাকি যৌন ইচ্ছা জেগেছে। সবদিক বিচার করেই গবেষকদের পর্যবেক্ষণ, সঙ্গিনী আদৌ উত্তেজিত কি না তা পুরুষ বুঝবেন তার গায়ের গন্ধ শুঁকেই। যদি সেই গন্ধ পুরুষের মনেও যৌনতার উদ্রেক ঘটায় তাহলে বুঝতে হবে, সঙ্গী উত্তেজিত, অন্যথায় নয়। আসলে, দেহের গন্ধ নির্ধারণ করে বিশেষ হরমোন। যৌনতায় সেই হরমোনের ভূমিকা কম নয়। সেই সূত্র ধরেই এমন গবেষণার ভাবনা। আর তাতেই সামনে এল নতুন এই তথ্য।