পুজো মানেই প্যান্ডেল হপিং। তার জন্য নতুন জামা, জুতো, ঘড়ি এসব চাইই চাই। অনেকে আবার পুজো এলেই নতুন পারফিউম কিনতে ছোটেন। বাইরে যাওয়ার আগে গন্ধ মেখে নিতে হবে ভালো করে। কিন্তু পারফিউম ঠিকমতো ব্যবহার না করলে কী ক্ষতি হয় জানেন? আসুন শুনে নেওয়া যাক।
গন্ধের প্রেমে অনেকেই পড়েন। সবসময় যে ফুলের হতে হবে এমন কথা নেই। কৃত্রিম গন্ধের প্রতিও আকর্ষিত হন অনেকে। ঠিক ধরেছেন পারফিউমের কথাই বলছি। হালকা মিষ্টি সুবাসের গন্ধ নিমেষের মধ্যে বদলেদিতে পারে পরিবেশ। কিন্তু পারফিউম ব্যবহারের সময় কয়েকটা বিষয়ে খেয়াল রাখা অবশ্যই প্রয়োজন।
এমনিতে পারফিউম বিভিন্ন ধরনের হয়। গন্ধের বিচারে তো বটেই, ব্যবহারের পদ্ধতিতেও আলাদা হয় কৃত্রিম গন্ধ। সাধারণ সেন্ট বা আতর অল্প করে লাগিয়ে নিলেই চলে। সেখানে বডি স্প্রে সারা গায়ে ছড়িয়ে দিতে হয়। তার মধ্যে কিছু গন্ধ বেশ স্থায়ী, কিছু গন্ধ সহজেই উবে যায়। এখানেই অনেকে ভুল করে বসেন। একটু ঘামের দুর্গন্ধ পেলেই সেন্ট মাখতে শুরু করেন। খেয়াল না করেই এক জায়গায় বারবার ব্যবহার করেন পারফিউম। এমনটা দীর্ঘদিন করলে সমস্যা হতে বাধ্য। বিশেষত কেউ যদি সরাসরি চামড়ায় পারফিউম লাগান। সব ক্ষেত্রে না হলেও বেশিরভাগ পারফিউমের প্যাকেটে স্পষ্ট লেখা থাকে সরাসরি চামড়ায় না লাগানোর কথা। সেসব খেয়াল করেন না অনেকেই। তার থেকেই বিপদের সম্ভবনা আরও স্পষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে পারফিউমে থাকা অ্যালকোহল ত্বকের আদ্রতা শুষে নেয়। ত্বকের নীচে থাকা স্নায়ু ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া এক জায়গায় বারবার পারফিউম ব্যবহার করলে ঘা হতে পারে। ত্বক সংবেদনশীল হলে এই প্রবণতা আরও বাড়তে পারে। অনেক সময় দেখা যায়, এর থেকেই ক্যানসারের বীজ জন্ম নিচ্ছে। তবে একদিন পারফিউম লাগালেই এমন কিছু হওয়ার ভয় বা আশঙ্কা নেই। দীর্ঘদিন ধরে ব্যবহারে হতে পারে এই সমস্যা।
এছাড়া পারফিউমে অনেকেরই অ্যালার্জি থাকে। সেসব আগেভাগে জেনে রাখা উচিত। অন্যথায় হতে পারে সমস্যা। যে ব্যবহার করছেন তার তো বটেই, আশেপাশে থাকা বাকিদেরও হতে পারে সমস্যা। তাই পুজোয় ঘুরতে গেলেও পারফিউমের ব্যবহার নিয়ে সচেতন হওয়াই মঙ্গল। কমদামী পারফিউম ব্যবহার না করলে ক্ষতির সম্ভাবনা কমবে। তবে দামী পারফিউম হলেও তা সরাসরি ত্বকে না লাগানোই উচিত। এমনটাই মনে করেন বিশেষজ্ঞদের একাংশ।