ভিডিও কলে মিটিং? আর অপর প্রান্তে হয়তো আছেন কোনও বিশেষ মানুষ, যার প্রতি চোরা মুগ্ধতা অনুভব করেন আপনি। কিংবা হয়তো কোনও বড় ডিল, যেখানে নিজেকে কেতাদুরস্ত মনে হওয়া দরকার। ভাবছেন, ভিডিও কলে কীভাবে নিজের সমস্ত সৌন্দর্য তুলে ধরা যায় অপর পক্ষের সামনে? আসুন, চিন্তা না করে শুনে নিন এই টিপসগুলি।
দেশ জুড়ে তথ্যপ্রযুক্তি সংস্থার বাড়বাড়ন্তে জনপ্রিয়তা বেড়েছিল অনলাইন মিটিং-এর। দেশবিদেশে ছড়িয়ে থাকা ক্লায়েন্টদের সঙ্গে কথা বলার জন্য ভিডিও কল ছাড়া উপায়ই বা কী? আর করোনা মহামারীর দৌলতে তার পসার বেড়েছে আরও। ওয়ার্ক ফ্রম হোমের কারণে ভিডিও কল এখন অনেকের জীবনেই রোজকার রুটিন। কোনও কোনও সময় ক্যামেরা অফ রেখে কথা চালু রাখা যায় বটে, কিন্তু সবসময় তা করা সম্ভব হয় না। আর তখনই বাধে গোলমাল। নিজেকে ঠিক কেমন দেখাচ্ছে, অন্য প্রান্তের মানুষটির কাছে নিজের যথাযথ অভিব্যক্তি তুলে ধরা যাচ্ছে কি না, ইন্টারভিউ বা বড় মিটিং-এর ক্ষেত্রে নিজেকে প্রেজেন্টেবল মনে হচ্ছে কি না, এমনই নানা চিন্তা এসে মাথায় ভিড় করে। আর এই সময়েই কাজে লাগতে পারে কিছু সহজ টিপস।
আরও শুনুন: কোভিডের দৌলতে ফের ওয়ার্ক ফ্রম হোমের পালা, কীভাবে গুছিয়ে নেবেন নিজেকে?
প্রথমত, আপনাকে কেমন দেখাচ্ছে, তারও আগের প্রশ্ন, আপনাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন তো ওপ্রান্তের মানুষটি? ভিডিও কলে হাজির থাকার আগে তাই আলোর কথা মাথায় রাখুন। এমন কোনও জায়গায় নিজে বসুন, এবং ক্যামেরাকে এমনভাবেই সেট করুন, যাতে আলোর উৎস থাকে আপনার সামনের দিকে, এবং মুখে আলো পড়ে। দিনের বেলা হলে কৃত্রিম আলোর বদলে প্রাকৃতিক আলো অর্থাৎ সূর্যের আলোর দিকে মুখ করে বসতে পারেন, তাতে আপনাকেও তরতাজা দেখাবে।
দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখা দরকার, তা হল নিজের সাজপোশাক কেমন হবে। বাড়িতে থাকলে স্বাভাবিকভাবেই আরামদায়ক ঘরোয়া জামাকাপড় বেছে নেন সবাই। কিন্তু ভিডিও কলে মিটিং থাকলে অফিসে যাওয়ার মতো পোশাক এবং প্রসাধনে সাজিয়ে তুলুন নিজেকে। তবে যেহেতু বাড়িতে আছেন, তাই প্রসাধন খুব চড়া না হওয়াই ভালো। পোশাকের রংও বাছুন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে, এবং উপলক্ষ্য অনুযায়ী। ফ্যাশনিস্তারা বলে থাকেন, ভিডিও কলে প্রিন্ট কিংবা প্যাটার্নের চেয়ে সলিড কালারের পোশাক বেশি উজ্জ্বল দেখায়। খেয়াল রাখতে পারেন সেদিকেও। নিজের চোখে নিজেকে ঝকঝকে লাগলে বাড়তি আত্মবিশ্বাসও আসবে এমনিতেই।
আরও শুনুন: অযথা ভয় নয়, সংকটকালে জরুরি নিজের কর্তব্য বোঝা, ঠিক কী করবেন?
তৃতীয়ত, ভিডিও কলে বসার ক্ষেত্রে ক্যামেরার থেকে এমন দূরত্ব বজায় রাখা নিয়ম, যাতে আপনার কাঁধ পর্যন্ত অংশই দেখা যায়। ক্যামেরা থাকবে চোখের সমান্তরালে। এতে ক্যামেরা অ্যাংগলের কারণে কোনও ত্রুটি হয় না। তা ছাড়া মুখ এমন দূরত্বে থাকে যাতে চোখ মুখের অভিব্যক্তি সম্পূর্ণ দেখা যায়।
এ ছাড়া বিভিন্ন রকমের ফিল্টার ব্যবহার করার সুবিধা তো আছেই। তবে কৃত্রিম উপায় ব্যবহার করার আগে কাজে লাগাতে পারেন এইসব সহজ উপায়গুলি। তাতেই হয়তো হয়ে যেতে পারে আপনার মুশকিল আসান।