বিয়ের পরেও হস্তমৈথুনের অভ্যাস জারি রয়েই গিয়েছে। সঙ্গীর সঙ্গে নিয়মিত সঙ্গমে লিপ্ত হলেও নিজেকে নিজেই সুখ দেওয়ার অভ্যাসে ঘাটতি পড়ছে না। তাহলে কি যৌনতায় অধরা থাকছে তৃপ্তি? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? শুনে নেওয়া যাক।
হস্তমৈথুন নিয়ে আমাদের মনে নানা ধারণার আলো-ছায়া। অনেকেই মনে করে থাকেন, কেউ যখন একা রয়েছেন, সেই সময় একা একাই শারীরিক সুখ উপভোগ করার জন্য হস্তমৈথুনের প্রয়োজন। তবে সঙ্গী থাকলে আর তেমনটা করার তো প্রয়োজন থাকছে না। ফলে সঙ্গী থাকলেও যদি কেউ হস্তমৈথুনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে না পারেন, সে বিষয়টিকে সমস্যার বলেই মনে করেন অনেকেই। একদিকে সঙ্গীও হয়তো মনে করেন যে, তাঁর থেকে সম্পূর্ণ তৃপ্তি না পাওয়ার কারণেই এই পথে সুখ খুঁজে নিচ্ছেন অন্যজন। আবার যিনি তেমন কোনও অতৃপ্তি ছাড়াই হস্তমৈথুন করছেন, তিনিও মনে মনে একরকম সংকোচে ভুগতে পারেন। মনে করতেই পারেন যে, এমন অভ্যাস জারি রাখা আদতে উচিত নয়। ব্যাপারটা কি সত্যিই তাই? তাহলে খুলেই বলা যাক।
আরও শুনুন: রোজ হস্তমৈথুনে দিনে দিনে কমে বীর্য! নাকি উলটো? বিশেষজ্ঞরা বলছেন…
বিয়ে হোক বা না হোক, যৌনতা নিয়ে সঙ্গীর সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না অনেকেই। যৌনতার পাশাপাশি হস্তমৈথুন নিয়েও বিভিন্ন ট্যাবু রয়েইছে। শারীরিক আনন্দের জন্য এই অভ্যাসের নিষিদ্ধ হাতছানিতে সাড়া দেন অধিকাংশ মানুষই, কিন্তু তা নিয়ে অস্বস্তিতেও ভোগেন। যদিও বিশেষজ্ঞদের মত, পরিমিত হস্তমৈথুনে শরীরের উপকারই হয়, স্ট্রেস কমে। সুতরাং বিয়ের পরেও কেউ যদি মাঝে মাঝে হস্তমৈথুন করে থাকেন, আর তা যদি সঙ্গীর প্রতি যৌন আচরণে কোনও প্রভাব না ফেলে, তাহলে তাতে বিশেষ সমস্যা নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
আবার অনেক পুরুষই ভেবে থাকেন যে, হস্তমৈথুনের কারণেই বোধহয় দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয়। কিন্তু বিশেষজ্ঞরা উলটে বলছেন, বরং প্রিম্যাচিওর ইজেকুলেশনের ক্ষেত্রে সহায় হতে পারে হস্তমৈথুনের অভ্যাস। অর্গ্যাজমকে প্রলম্বিত করার অনেকরকম উপায় আছে, তার মধ্যে এটি একটি। আবার কেউ কেউ এ প্রশ্নও করেন, নিয়মিত যাঁরা হস্তমৈথুন করেন, তাঁদের বীর্যের পরিমাণ কি দিনে দিনে কমতে থাকে? বিষয়টি খতিয়ে দেখতে গবেষণা করেছিল ‘ইউরোপিয়ান সোসাইটি অফ হিউম্যান রিপ্রোডাকশন এবং এমব্রায়োলজি’ নামক এক সংস্থা। সেখানকার বিশেষজ্ঞদের মতে, এই ধারণা সঠিক নয়। যাঁরা প্রায় প্রতিদিন যৌনতায় লিপ্ত হন, বা বীর্যক্ষরণ যাঁদের নৈমিত্তিক, তাঁদের বীর্যের গুণগত মানে ক্ষতি হয় না। একইসঙ্গে, স্ট্রেস কমায় হস্তমৈথুন, যা আদতে দম্পতির সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রেও সহায়ক হতে পারে।
আরও শুনুন: অন্তঃসত্ত্বা না হয়ে যৌনতা উপভোগ! সঙ্গম শেষে মূত্রত্যাগ কি আদৌ কার্যকরী?
সুতরাং বোঝাই যাচ্ছে, রাশ টানতে জানলে এই অভ্যাস ক্ষতিকর নয়। পাশাপাশি এই অভ্যাসে সঙ্গীর খারাপ লাগছে কি না, বা দম্পতির যৌন অভ্যাসে কোনও প্রভাব পড়ছে কি না, সে দিকটিতে নজর রাখা জরুরি। আর তা মাথায় রাখলে, বিয়ের পরে পরিমিত হস্তমৈথুনেও বিপদ দেখতে নারাজ বিশেষজ্ঞরা।