করোনাকালে বদলে গেছে প্রেমের ধরন-ধারনও। নানা বিধিনিষেধে এখন বাঁধা জীবন আমাদের। প্রেমই বা একরকম থাকে কী করে! কাপলের মাঝখানে তাই যেন অলক্ষ্যেই দাঁড়িয়ে আছে করোনা আর তার ভ্যাকসিন।
সে এক কাল ছিল বটে! প্রেমের জোয়ারে ভেসে যেতে দুজনের মনের সম্মতি ছাড়া আর কোনওকিছুরই দরকার ছিল না। ডেটিং অ্যাপের নিভৃত একান্ত পরিসরেই আজকাল আলাপ জময়ে নেন কপোত-কপোতীরা। তারপর প্ল্যান প্রোগ্রাম করে একেবারে দু-দণ্ড মুখোমুখি বসিবার সময় খুঁজে নেওয়া। যাকে কিনা বলে, ডেটিং। কিন্তু আমাদের গেছে যে দিন, সে নাকি একেবারেই গেছে। করোনা এসে বদলে দিয়েছে প্রায় সবকিছু। এমনকী প্রেমের ধরণধারনও। আর তাই সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যাচ্ছে, ডেটিং-এ ইচ্ছুকরা আগে দেখে নিচ্ছেন ভ্যাক্সিনেশনের স্ট্যাটাস। ওটি যদি ঠিক থাকে, তাহলে কোনও ব্যাপার নয়। ইচ্ছেমতো বেরিয়ে পড়াই যায়। নইলে বেঁকে বসছেন অনেকেই। মনে প্রেম আছে। কিন্তু পথে বাধা হয়ে এসে দাঁড়াচ্ছে করোনা আর তার ভ্যাকসিন।
আরও শুনুন: Aphrodisiac: টানটান যৌনতার জন্য যে সব খাবারের জুড়ি মেলা ভার
সময়সচেতন হিসেবেই এই সিদ্ধান্ত নিচ্ছেন তরুণ-তরুণীরা। একটি ডেটিং অ্যাপের তরফে করা সমীক্ষায় জানা যাচ্ছে, সেই অ্যাপ ব্যবহারকারীরা তাঁদের ‘বায়ো’তে অন্যান্য তথ্যের সঙ্গে অবশ্য যোগ করছেন ভ্যাকসিন সংক্রান্ত তথ্য। দেখা যাচ্ছে, যাঁড়া ভ্যাকসিনের ডোজ নিয়েছেন, তাঁদের মধ্যেই ডেটিং-এ যাওয়ার প্রবণতা তুলনায় বেশি। অন্যথায় অনলাইনে কথাবার্তা চালানোই নিরাপদ ভাবছেন তাঁরা। অর্থাৎ প্রেমের প্রাথমিক পর্বটা ভারচুয়ালি সারতেই আগ্রহী বেশিরভাগ তরুণ-তরুণী।
সমীক্ষা যাঁদের মধ্যে করা হয়েছে তাঁদের অন্তত ৭২ শতাংশ ব্যবহারকারী বলছেন, যে এই অতিমারীর কারণেই অনলাইন ডেটিং-এ অভ্যস্ত হওয়ার প্রবণতা বেড়েছে। আর, ৫৪ শতাংশ ব্যবহারকারী মনে করছেন, বর্তমানে দেশে অনলাইন ডেটিং-এর ব্যাপারস্যাপার বেশ ভালোই হয়েছে। হয়তো, অতিমারীর বাধা এসেই খুলে দিয়েছে এই পথ। ৪৫ শতাংশ ব্যবহারকারী আবার বলছেন, ভারচুয়াল ডেটিং-এ তো সময় আর টাকাপয়সা দুই-ই বাঁচছে। অতএব এটিই শ্রেয়। ৪৮ শতাংশ ব্যবহারকারী আবার আর একটি গুরুত্বপূর্ণ দিকে নজর টেনেছেন সকলের। তাঁরা বলছেন, অনলাইন ডেটিং-এর ফলে কারও বাহ্যিক রূপ বা লুকসের দিকে এখন বেশি নজর যাচ্ছে না। বরং এক একজনের ব্যক্তিত্বই আর একজনের কাছে আকর্ষক হয়ে উঠছে। ফলে, খুলে যাচ্ছে সৌন্দর্যের এক অন্য সংজ্ঞা। যার গুরুত্ব নেহাত কম নয়।
আরও শুনুন: কোন Vaccine নেবেন? কোনটি সবথেকে বেশি কার্যকরী জানেন?
করোনার প্রকোপের গোড়ার দিকেও এতটা হয়তো সচেতনতা ছিল না। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের পরে প্রেম ও সম্পর্ক তৈরির ক্ষেত্রে এই সচেতনতা যে বেশ ভালোমাত্রাতেই বেড়েছে, এমনটা মনে করেন ৩৫ শতাংশ ব্যবহারকারী। ভ্যাকসিনেশন না হলে কি দেখা করা বা সঙ্গমের ক্ষেত্রে আপত্তি থাকবে? ৩৮ শতাংশ ব্যবহারকারী বলছেন, আলবাত থাকবে। আর, ৪৮ শতাংশ ব্যবহারকারী বলছেন, এই সময়ে প্রথমবার দেখা করার ক্ষেত্রে ভারচুয়াল ডেটিং-ই সবথেকে নিরাপদ।
অতএব বোঝাই যাচ্ছে, করোনা এসে কীভাবে বদলে দিয়েছে আমাদের প্রেমের ধরন। আর তা যথাযথও বটে। সচেতনতার অভাবে প্রেমের লম্বা ইনিংশ শেষ হয়ে যাক, এমনটা নিশ্চয়ই চাইবে না কেউ। তাই ভ্যাকসিনেশন জরুরি। আপনার স্বাস্থ্যের জন্য যেমন জরুরি, তেমনই আপনার প্রেমের স্বাস্থ্যরক্ষার জন্যেও।