সব সময় ঝলমলানো আলোর নিচে থাকেন তাঁরা। সেই গ্ল্যামার আর চাকচিক্যময় জীবনের আড়ালে বলিউড তারকাদের যে ব্যক্তিগত জীবন, সেখানে অনেক কিছুই ঘটতে থাকে, যার আঁচ পাই না আমরা। এই সব বলিউড তারকাদের ভক্তের সংখ্যা অগণিত। কিন্তু তাঁরা কাদের ভক্ত। কাদের উপাসনা করেন এসব তাবড় তারকারা? আসুন, শুনে নিই, সে কথাই।
ফ্ল্যাশলাইটের ঝলসানি ও অগণিত ভক্তদের প্রত্যাশা। এ সবের মাঝখানেঅনেক সময়ই ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ, হতাশা, ঝঞ্ঝাট চাপা পড়ে যায় সেই গ্ল্যামার দুনিয়ার তলায়। অনেক সময়ই নিজেদের ব্যক্তিগত জীবনের লড়াইয়ের সঙ্গে যুঝতে আধ্যাত্মিকতার আশ্রয় নেন তারকারা। এমনিতেই তারকাদের বহু অনুষ্ঠানেই মুখ দেখাতে হয়। তা প্রচারের জন্য হোক বা কারওর আমন্ত্রণে। মাঝেমধ্যে বিভিন্ন পুজোতেও দেখা যায় তাঁদের। বিশেষত মুম্বইয়ের গণেশ পুজোয় তো উপচে পড়ে তারকাদের ভিড়। বি-টাউনের বেশ কয়েকটি বড়বড় দুর্গোপুজোর উদ্যোক্তাও কিন্তু এই তারকারাই। তবে ব্যক্তিগত জীবনে কোন কোন দেবতার ভক্ত বলিউড তারকারা।
কথায় বলে, ভক্তিতেই শক্তি। আর দেখতে গেলে বলিউডের বড় একটা অংশই কিন্তু সেই শক্তিতে বিশ্বাস করেন। এ কথা প্রায় সকলেই জানেন, বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন গণপতি বাপ্পার বড় ভক্ত। শুধু বিগ-বিই নয়, বলিউডে বিনায়ক ভক্তদের তালিকাটা কিন্তু বেশ লম্বা। জিতেন্দ্র থেকে শুরু করে গোবিন্দা, বিবেক ওবেরয় থেকে নানা পটকর অনেকেই গণেশভক্ত। তালিকায় রয়েছেন জ্যাকি স্রফ, রবিনা ট্যান্ডন, শিল্পা শেট্টি, রিতেশ দেশমুখ, দিয়া মির্জা, সোনু সুদ অনেকেই। নিজেদের বাড়িতে ধুমধাম করে গণেশ পুজোর আয়োজনও করেন তাঁদের অনেকেই। বলিউডের সুলতান সলমন খান নিজেও বড়সড় গণেশভক্ত। কম যান না শাহরুখও। প্রতিবছরই নিজের বাড়িতে গণেশ বন্দনায় মেতে ওঠেন কিং খান।
আরও শুনুন: কেউ ভয় পান টোমাটোতে তো কেউ সিলিং ফ্যানে, তারকাদের অবাক করা ফোবিয়া
বিনায়কভক্তদের পাশাপাশি মহাদেব ভক্তদের তালিকাটাও কিন্তু কম লম্বা নয় বলিউডে। প্রায়শই তাঁদের বিভিন্ন মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে দেখা যায়। মাঝে মাঝেই সেসব ছবি তুলতে দেখা যায় পাপরাৎজীদের। কে কে রয়েছে সেই তালিকায়? রয়েছেন বলিউডের অন্যতম সুদর্শন নায়ক হৃত্বিক রোশন, রয়েছেন অজয় দেবগন থেকে শুরু করে বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রর মতো আরও অনেকেই। বাবা গণেশভক্ত হলে কী হবে, জ্যাকি স্রফের ছেলে টাইগর স্রফও। সঞ্জয় দত্তও নাকি বড়সড় শিবভক্ত। দক্ষিণী ছবির নায়ক প্রভাস, তিনিও শিবের উপাসক। এমনকি সঙ্গীতশিল্পী আশা ভোসলের শিবভক্তির কথা সর্বজনবিদিত। ছোটপর্দার পরিচিত মুখ মৌনি রায়ও নাকি মারাত্মক শিবভক্ত।
বলিউডের এই প্রজন্মের অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল অবশ্য হনুমানের ভক্ত। ইতিমধ্যেই বিশ্বের সেরা মার্শাল আর্ট শিল্পীর তালিকায় নাম তুলেছেন বিদ্যুৎ। বলিউডের পরিচিত মুখ শ্রদ্ধা কাপূর আবার কৃষ্ণের ভক্ত। প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরও নাকি ছিলেন কৃষ্ণের উপাসক।
তবে অবাক হবেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনের ভক্তির কথা শুনলে। তিনি নাকি শনিদেবতার খুব ভক্ত। বাড়ির পাশের শনিমন্দিরে নিয়মিত পুজো দেন বচ্চন-কুলবধূ।
আরও শুনুন: পিতৃদত্ত নাম বদলেই বাজিমাত, চেনা তারকাদের আসল নাম তাহলে কী?
কাজল থেকে রানী মুখার্জি অনেকেই কিন্তু বলিউডে মা দুর্গার ভক্ত বলে পরিচিত । প্রতিবছর ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয় তাঁদের বাড়িতে। আমন্ত্রণ পায় গোটা বলিউড। গায়ক অভিজিতের বাড়ির পুজোও মুম্বইয়ে বেশ বিখ্যাত। প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুজোতেও প্রতিবছর হাজির হন বহু তারকা।
সব মিলিয়ে গোটা বি-টাউন জুড়ে সারা বছরই এমন নানা পুজো-পার্বণে চলতে থাকে। সেখানে শামিল হন সমস্ত তারকারা। কে কোন ধর্মের মানুষ, কে কোন ঠাকুরেরই বা ভক্ত, সেসব হিসেব সেখানে নগন্য হয়ে যায়। আর সেই উৎসবের মেজাজটাই বোধহয় এক করে রেখেছে বলিউডকে।