বিনোদুনিয়ায় শরীরী হিল্লোলের সুবাদে নাম কিনেছেন মল্লিকা শেরাওয়াত। কিন্তু রাজনীতির দুনিয়ায় তাঁকে সেভাবে দেখা যায়নি। অথচ সেই মল্লিকাই নাকি ভবিষ্যদ্বাণী করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। শুনে নেওয়া যাক।
বলিউডের সঙ্গে রাজনীতির সম্পর্ক নতুন নয়। বিনোদুনিয়ার কেরিয়ার অস্তাচলে গেলে অনেক তারকাই পা রাখেন রাজনীতির জমিতে। আবার অভিনয় করতে করতেই অনেকে রাজনীতির হাত ধরে পায়ের তলার মাটি আরও একটু শক্ত করে নেন। তবে মল্লিকা শেরাওয়াত এর কোনও দলেই পড়েন না। অভিনেত্রী হিসেবে তিনি তেমন জায়গা নাই পেতে পারেন, তবে শরীরী হিল্লোলেই তিনি বলিউডে জায়গা পাকা করেছেন। আইটেম ডান্সে খোলামেলা মল্লিকাকে দেখা গিয়েছে বারেবারেই। তবে রাজনীতির দুনিয়ায় তাঁকে সেভাবে দেখা যায়নি কখনোই। এমনকি রাজনৈতিক বিষয়ে তাঁকে বিশেষ মতামত রাখতেও শোনা যায়নি। অথচ সেই মল্লিকাই নাকি রাজনীতি নিয়ে এত বড় কথা বলেছিলেন! তাও আবার ভারতও নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। বলেছিলেন কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার কথা। এবার বাইডেনের বদলে কমলা প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সম্ভাব্য পদপ্রার্থী হতেই ফের চর্চায় মল্লিকার সেই বক্তব্য।
:আরও শুনুন:
রাজনীতিকদের কোন পথে চলা উচিত? রাহুলকে বুঝিয়েছিলেন শাহরুখ
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের দৌড় থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করার পরেই এগিয়ে দেন কমলাকে। ডেমোক্র্যাট পার্টির অন্দরে তাঁর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কমলাই। সেক্ষেত্রে প্রথমবারের জন্য কোনও অশ্বেতাঙ্গ নারী লড়বেন আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্য। এমনকি, এখনও আনুষ্ঠানিক ভাবে দল তাঁর নাম ঘোষণা না করলেও, জনপ্রিয়তার বিচারে ইতিমধ্যেই রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকে গিয়েছেন কমলা হ্যারিস। জনমত সমীক্ষা বলছে, আমেরিকার ৪৪ শতাংশ ভোটদাতা প্রেসিডেন্ট হিসেবে চাইছেন কমলাকেই। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। আগামী ৫ নভেম্বর নির্বাচনে জয়ী হলে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ারও নজির তৈরি করবেন তিনি।
:আরও শুনুন:
‘পঞ্চায়েতে’ জামাই আদরের ঢল, অথচ সেফ-করিনার পার্টিতে বাসন মাজতে হয় ‘দামাদজি’কে
দেখা যাচ্ছে, ১৫ বছর আগে প্রায় একই কথা বলেছিলেন মল্লিকা শেরাওয়াত। ২০০৯ সালে এক টুইটে কমলার সঙ্গে এক অনুষ্ঠানে দেখা হওয়ার ছবি ভাগ করে নিয়েছিলেন মল্লিকা। সেখানেই তিনি লেখেন, এমন এক মহিলার সঙ্গে আনন্দ করলাম, লোকে বলে যিনি মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন। এরপরেই নারীশক্তির জয়গান গাইতেও ছাড়েননি তারকা। আর এবার বাস্তবে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে কমলার নাম উঠে আসতেই সেই পুরনো কথা ফের মনে করিয়ে দিলেন মল্লিকা শেরাওয়াত।