অলকা ইয়াগনিকের গান শুনতে ভালোবাসত ওসামা বিন লাদেন! এই প্রসঙ্গ ধরেই গায়িকা অলকাকে বলা হল, ‘লাদেন আপনার এক নম্বর ফ্যান!’ শুনে অবশ্য ঘাবড়ে যাননি গায়িকা। বরং লাদেন সম্পর্কে একেবারে অন্যরকম কথা বলেছিলেন। আসুন শুনে নেওয়া যাক।
কুখ্যাত জঙ্গি। বিশ্বের ত্রাস। গুলি-বারুদ-বোমা নিয়ে কাজকর্ম, সে কিনা ভালোবাসে অলকা ইয়াকনিগের গান! নিয়মিত হিন্দি গান শুনতেন। একথা বাইরে আসতেই বেশ হইচই পড়ে গেল। গায়িকাও জানতে পারলেন, তাঁর এমন ফ্যানের কথা। তাতে অবশ্য বিরূপ প্রতিক্রিয়া দেননি। বরং একজন শিল্পী হিসেবে নিজের অনুরাগীর যথাযোগ্য সম্মান দেওয়ারই চেষ্টা করেছিলেন অলকা।
লাদেন যে অলকা ইয়াগনিকের ভক্ত, সে কথা জানা গিয়েছিল তাঁর মৃত্যুর পর। দুর্ধর্ষ অভিযানে তাকে কাবু করেছিল মার্কিন সেনা। তাও আবার পাকিস্তানে ঢুকে। তাই আল কায়দা প্রধানকে সময়ের মধ্যে গুম করাই তাঁদের একমাত্র লক্ষ ছিল না, পাকিস্তানি আর্মি পৌঁছনোর আগে সেখানে পাওয়া প্রতিটি জিনিস সহ চিহ্নহীন ভাবে তাদের পাততাড়ি গোটাতে হত। সফল্ভাবে সেই কাজ করে ফেলেন তাঁরা। এইসময় ওসামার বাড়িতে মেলে দশটা কম্পিউটার হার্ড ডিস্ক, প্রচুর ডিভিডি, শ খানেক থাম্ব ড্রাইভ, ডজনখানেক সেল ফোন, তিনটি কালাশনিকভ রাইফেল, দুটো পিস্তল এবং একটি হাতে লেখা ডায়েরি। এই ডিভিডির মধ্যেই কুমার শানু, অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের গানের ক্যাসেট। বোঝাই গিয়েছিল, বলিউড গানের চরম ভক্ত ছিলেন লাদেন। প্রথমে অবশ্য একথা বাইরের কাউকে জানতে দেওয়া হয়নি। ধীরে ধীরে এইসব খুঁটিনাটি তথ্য, সামনে আসে। লাদেনে হিন্দি গানের প্রতি ভালোবাসার কথাটি, বিশেষভাবে চাউড় হয়। তবে যাঁদের গান লাদেন শুনত, সেই শিল্পীরা সেকথা হয়তো জানতেন না।
এইসময় কোনও এক টিভির অনুষ্ঠানে অলকা ইয়াগনিককে সঞ্চালক সরাসরি বলে বসেন, ‘লাদেন তো আপনার এক নম্বর ফ্যান!’ যে পরিস্থিতিতে এই আলোচনা হচ্ছে, তখন লাদেন সম্পর্কে এই ধরনের কথা শুনলে যে কেউ ঘাবড়ে যেতেন। তবে গায়িকার প্রতিক্রিয়া ছিল একেবারে অন্যরকম। প্রথমেই সহজ ভাবে উত্তর দেন, যে কেউ তাঁর গানের ভক্ত হতে পারে। প্রশ্ন করেন, তাতে তাঁর দোষ কোথায়! তিনি মনে করতেন, লাদেনের মধ্যেও শিল্পসত্ত্বা রয়েছে। তাঁর গান কেউ শুনছে, তাতে কোনও ভুল নেই, এমনটাও দাবি করেন অলকা। আসলে, ভক্ত বা অনুরাগী কেমন হবেন, সেকথা ভেবে শিল্পচর্চা করা সম্ভব নয়। কিংবা শুধুমাত্র বিশেষ কয়েকজন গান শুনবেন, একথা মাথায় রেখেও গান গাইতে পারেন না কোনও শিল্পী। অলকা কিংবা কুমার শানুর মতো শিল্পীরা একসময় গোটা দুনিয়া মাত করেছিলেন তাঁদের কন্ঠের জাদুতে। সেই সুর বিশ্বের প্রতিটা প্রান্তে পৌঁছে যেতেই পারে। এমনকি লাদেনের ঘরেও। একথাই সপাট জবাবে মনে করিয়ে দিয়েছিলেন অলকা ইয়াগনিক।