সিনেমা দেখতে গেলে টাকা লাগে, সে তো আমরা সবাই জানি। কিন্তু সিনেমা দেখে কেউ টাকা পেয়েছে, এমনটা কখনও শুনেছেন? ঠিক সেই ঘটনাই ঘটল এবার। তাও খোদ বলিউডের বাদশা, অর্থাৎ শাহরুখ খানের সঙ্গে! কী সেই ঘটনা?
কাঠগড়ায় দাঁড়ালেন শাহরুখ খান। থুড়ি, তাঁর সিনেমা। শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ফ্যান’-এর বিরুদ্ধে মামলা করেছিলেন সিনেমাটির এক দর্শক। মামলায় জিতেও গেলেন তিনি। আর তার ফলেই তাঁর পকেটে এল বেশ কিছু টাকা। কারণ, তাঁকে জরিমানা দিচ্ছে খোদ যশ রাজ ফিল্মস। এমনই নির্দেশ এসেছে সুপ্রিম কোর্টের তরফে।
ধোঁয়াশার মতো লাগছে তো? ব্যাপারটা তাহলে খুলেই বলি।
আসলে ২০১৬ সালে যশ রাজের ব্যানারে ‘ফ্যান’ নামে একটি সিনেমায় নায়কের চরিত্রে দেখা দেন শাহরুখ খান। সেই সিনেমার প্রোমোতে ব্যবহার করা হয়েছিল ‘জাবরা ফ্যান’ বলে একটি গান। সেই সময় এসআরকে ভক্তদের মুখে মুখে ছড়িয়ে পড়ে এই গান। শাহরুখকে নিয়ে তাঁদের যে উন্মাদনা, তার সঙ্গে এই গানের কথাগুলির মিল খুঁজে পেয়েছিলেন তাঁরা।
আরও শুনুন: ‘Fan’ আবার কী! কেন এই কথাটা না-পসন্দ Pankaj Tripathi-র?
আফরিন ফতিমা জাইদি-ও হয়তো তেমনই একজন ফ্যান। আর সেই কারণেই মূল সিনেমায় এই গানটির না-থাকা মেনে নিতে পারেননি তিনি। সিনেমা হলে গিয়ে তিনি যখন বড় স্ক্রিনে গানটি দেখতে পাননি, রাগের চোটে সরাসরি মামলা ঠোকেন যশ রাজ ফিল্মসের বিরুদ্ধে। তাঁর বক্তব্য ছিল, নিজেকে প্রতারিত বলে মনে করছেন তিনি। তাই যেভাবে কোনও ক্রেতা ক্ষতিপূরণের জন্য মামলা করেন, তিনিও সেই একই পথে হাঁটলেন। ডিস্ট্রিক্ট ফোরামে তাঁর অভিযোগ নাকচ হয়ে যাওয়ার পরেও হাল ছাড়েননি আফরিন। এরপর তিনি হানা দেন মহারাষ্ট্রের ‘স্টেট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন’-এ। এবার প্রযোজনা সংস্থাটির সঙ্গে সরাসরি বিরোধ বাধে তাঁর। মামলা গড়ায় ক্রেতা সুরক্ষা দপ্তরের জাতীয় স্তর পর্যন্ত। কিন্তু অবশেষে শেষ হাসি হাসলেন তিনিই। প্রযোজনা সংস্থাটিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, জাইদিকে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আর আরও পাঁচ হাজার টাকা তিনি পাবেন এই আইনি লড়াইয়ের খরচ হিসেবে।
আরও শুনুন: একটু উষ্ণতার খোঁজে… পোশাক নিয়ে অস্বস্তি, তবু নেটদুনিয়া মাতিয়ে রাখলেন নোরা
ভক্তের এহেন কার্যকলাপে শাহরুখ খান কি আদৌ খুশি হলেন? সে কথা অবশ্য তিনিই জানেন।