উপলক্ষ্য হস্তমৈথুনের দৃশ্য নিয়ে অভিনেত্রীকে কটাক্ষ করা। তবে লক্ষ্য নির্বাচনী প্রচার। হ্যাঁ, ভোট প্রচারের জমানায় হস্তমৈথুনও হয়ে উঠতে পারে প্রচারের হাতিয়ার। আর সে কথাই বুঝিয়েছিল এই নির্বাচনী ক্যাম্পেন। আসুন, শুনে নেওয়া যাক।
ভোটের বাজারে ময়দানে নামতে পারে যৌনতাও। অন্তত, তেমনটা হলে চমকে যাওয়ার কিছু নেই। কারণ গদি দখলকে পাখির চোখ করে নিত্যনতুন উপায়ে জনতার নজর কাড়ার চেষ্টা চলে সব দলের মধ্যেই। তাই কখনও দেখা যায় নির্বাচনী কেন্দ্রে গিয়ে কন্ডোম বিলি করছেন কোনও প্রার্থী, কখনও আবার হস্তমৈথুনের মতো বিষয় নিয়ে চোখটানা স্লোগান হাজির করেই ভোট হাসিল করতে চায় কোনও দল। বিশেষ করে লোকসভা নির্বাচন, যেখানে গোটা দেশের সরকার নির্ধারণ করা হবে, তার আগে লড়াইয়ের আসরে দেখা যায় এমন অনেক কিছুই। সেই প্রবণতার জেরেই দেখা গিয়েছিল, বলি অভিনেত্রীর হস্তমৈথুনের দৃশ্য ঘুরিয়ে দিয়েছে নির্বাচনী প্রচার। ‘আঙুল ঠিক জায়গায় দিন’, এই স্লোগান তুলে প্ল্যাকার্ড হাত নিচ্ছেন অনেকে। তাঁদের নিশানায় ওই অভিনেত্রী। সঙ্গে ভোট প্রচারের লক্ষ্য তো আছেই। সোজা কথায়, ওই দৃশ্যে অভিনয়ের জন্য অভিনেত্রীকে আক্রমণ করার পাশাপাশি ভোটের জন্য প্রচার, এক ঢিলে দুই পাখি মারার পথেই হেঁটেছিল এই প্রচার।
কী ঘটেছিল ঠিক? তাহলে খুলেই বলা যাক।
আরও শুনুন:
আইন-কানুন নিয়ে সন্তুষ্ট যোগীরাজ্যের মুসলিমরা, ‘বিজেপিকে ভোট দেবেন?’ উত্তরে বললেন…
চব্বিশের ভোটের লড়াইয়ে ইতিমধ্যেই দেখা গিয়েছে, নির্বাচনী প্রচারে গর্ভনিরোধককেই কাজ লাগানোর অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের দুই রাজনৈতিক দলের বিরুদ্ধে। হস্তমৈথুন ইস্যুতে স্লোগান অবশ্য এবার দেখা যায়নি। তা ঘটেছিল বিগত লোকসভা ভোটের সময়ে। আর সেই আক্রমণের নিশানায় ছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। আসলে ‘ভীরে দি ওয়েডিং’ ছবিতে এক আধুনিকা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন স্বরা। পর্দায় তাঁর চরিত্রটিকে হস্তমৈথুন করতে দেখা গিয়েছিল। একে তো এই আচরণ নিয়ে অনেকেই রে রে করে উঠেছিলেন, তার উপরে বাম রাজনীতির কথাবার্তা বলে গোঁড়াদের আরও বিরাগভাজন হয়েছিলেন স্বরা। তারই ছাপ পড়েছিল ভোট প্রচারের সময়। ২০১৯ সালের নির্বাচনী প্রচারে কিছু নারী-পুরুষকে দেখা গিয়েছিল একটি বিশেষ মন্তব্যওয়ালা প্ল্যাকার্ড নিয়ে ভোটদানের পক্ষে সওয়াল করতে। ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, “এই নির্বাচনে স্বরা ভাস্করের মতো হবেন না। আপনার আঙুলকে ঠিক করে ব্যবহার করুন।” ভোট প্রচারের লক্ষ্য তো ছিলই, আর সেই ছলে বলি অভিনেত্রীকে তোপ দাগার কাজটিও কৌশলে সেরে ফেলেছিলেন ওই প্রচারকারীরা।