বিমানবন্দরে চেকিং-এর নামে পোশাক খুলতে বাধ্য করা হয়েছে তাঁকে, এমনই বিস্ফোরক অভিযোগে সরব হলেন এক রূপান্তরকামী মডেল। এর আগেও কোনও কোনও যাত্রী জানিয়েছেন, নিরাপত্তার বাড়াবাড়িতে অনেকসময়ই অস্বস্তিতে পড়তে হয়েছে তাঁদের। কিন্তু নিরাপত্তার কারণে নয়, তাঁর যৌন পরিচয়ের কারণেই তাঁকে এভাবে হেনস্তা করা হয়েছে বলে দাবি ওই মডেলের। কী ঘটেছে ঠিক? শুনে নেওয়া যাক।
নিরাপত্তার আঁটসাট ঘেরাটোপ না পেরোলে বিমানযাত্রা সম্ভব নয়। আর এই নিরাপত্তার খাতিরেই যে চেকিং, তা নিয়ে বিভিন্ন সময় অভিযোগ তুলেছেন যাত্রীরা। ওই চেকিং-এর প্রক্রিয়া যে কখনও সখনও রীতিমতো অস্বস্তিকরও হয়ে দাঁড়ায়, সে কথা বলেছেন অনেকেই। এবার একই অভিযোগ তুলে সরব হলেন এক রূপান্তরকামী মডেল। অভিযোগ, বিমানবন্দরে শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য পোশাক খুলতে বাধ্য করা হয়েছে তাঁকে। নিরাপত্তার কারণে নয়, রূপান্তরকামীদের প্রতি বিদ্বেষের কারণেই তাঁর সঙ্গে এমনটা করা হয়েছে বলে তোপ দেগেছেন ওই মডেল।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: খোলামেলা ছবিতেই কোটি টাকা রোজগার! শরীরকে পুঁজি করেই গরিবদের সাহায্য করতে চান এই মডেল
নিন কালা নামের ওই মডেল জন্মসূত্রে ভারতের নাগরিক। তবে দেশের কোনও বিমানবন্দরে এমনটা ঘটেনি তাঁর সঙ্গে। ওমানের মাসকট বিমানবন্দরে এই বিশ্রী অভিজ্ঞতার মুখে পড়েন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়েছেন ওই মডেল। তিনি জানান, মাসকটের আন্তর্জাতিক বিমানবন্দরে যখন চেকিং চলছিল, তখন তাঁর বাকি সঙ্গীদের ছেড়ে দেওয়া হলেও তাঁকে আটকে দেন নিরাপত্তা আধিকারিকেরা। দুই আধিকারিক তাঁকে একটি ঘরে নিয়ে যান, এবং সেখানে গিয়ে তাঁকে ঊর্ধ্বাঙ্গের শার্ট খুলে ফেলতে বলা হয়। ওই মডেলের শারীরিক পরীক্ষানিরীক্ষা করার পরেও সন্তুষ্ট হতে পারেননি ওই কর্মীরা। ফের আরও এক ঊর্ধ্বতন আধিকারিক এসে তাঁকে আবার শার্ট খুলে ফেলার নির্দেশ দেন। শুধু তাই নয়, তাঁর শরীরে কার্যত খোঁচা দিয়ে ওই আধিকারিক জানতে চান, কেন তাঁর ত্বক এত নরম। পুরুষদের মতো তাঁর শরীরে রোম নেই কেন, সে প্রশ্ন করেও ওই মডেলকে বিব্রত করেন তাঁরা। আর এই সমস্ত সময়টাতেই বাকি আধিকারিকেরা তাঁকে নিয়ে রীতিমতো হাসাহাসি করেছেন। আর এত কিছুর পরেও তাঁকে সে দেশে ঢুকতে দিতে নারাজ ছিলেন বিমানবন্দরের আধিকারিকেরা। ওই মডেল জানিয়েছেন, তাঁর কাছে বৈধ টুরিস্ট ভিসা ছিল। কিন্তু তাঁকে ফের ইমিগ্রেশনে ফেরত পাঠিয়ে দেন বিমানবন্দরের কর্মীরা। তাঁর পাসপোর্টও নিয়ে নেওয়া হয়। যত দ্রুত সম্ভব টিকিট কেটে তাঁকে ফিরে যাওয়ার নির্দেশ দেন ওই আধিকারিকেরা। পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য তেমনটাই করতে বাধ্য হয়েছেন ওই মডেল।
আরও শুনুন: কী কাণ্ড! মাছ খেতে গিয়ে বিপত্তি, কাঁটাচামচ কামড়ে ধরল ‘জ্যান্ত মাছ’
মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অপর যৌনতা নিয়ে ছুঁতমার্গ রয়েইছে। তবে মাসকটের মতো আধুনিক শহরগুলিতে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন করা হয়, আর সে কারণেই গোটা বিশ্ব থেকে বিপুলসংখ্যক মানুষ আসেন সেখানে। তাই সেই শহরে এমন ঘটনা ঘটতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। গোটা ঘটনায় ওই মডেলকেই সমর্থন জানিয়েছেন নেটিজেনরা।