তিনি শুধু দেশের নয়, বলা যায়, গ্লোবাল স্টার। তিনি শাহরুখ খান। যাঁর সাম্প্রতিক সিনেমা ‘পাঠান’ ঝড় তুলেছে বিশ্ব জুড়েই। অথচ সেই শাহরুখকে নাকি চিনতেনই না তাঁর পাঠান ছবির সহনেত্রী। অবাক হচ্ছেন তো! কৌতূহল হচ্ছে নিশ্চয়ই যে, কে এই অভিনেত্রী? আসুন শুনে নিই তাঁর কথা।
ছ’দিনে বিশ্ব জুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খানের ‘পাঠান’। বলা হচ্ছে অতিমারী পর্ব পেরিয়ে প্রায় মৃতপ্রায় বলিউডের কাছে বিশল্যকরণী হয়ে উঠেছেন শাহরুখ। তাঁর পরপর বেশ কয়েকটি সিনেমা বলিউডে মুখ থুবড়ে পড়েছিল। ভক্তরাও যেন একটু হতাশ হয়ে পড়েছিলেন। তবে সেই গ্রহণকাল কেটেছে। বাদশা হয়েই ফিরেছেন বলিউডের বাদশা। আর নতুন করে অক্সিজেন পেয়েছে হিন্দি সিনেমার দুনিয়া।
আরও শুনুন: ‘দ্বেষের দেশ’ ভোলাল ‘পাঠান’, বয়কট-ড্রাগ পেরিয়ে পর্দায় যেন ভারত-জোড়ো শাহরুখের
কিন্তু এই শাহরুখ খানকে নাকি চিনতেনই না তাঁর সহ-অভিনেত্রী। ‘পাঠান’ ছবিতে তাঁকে দেখাও গিয়েছে, অথচ শাহরুখ সম্পর্কে বিন্দুমাত্র ধ্যানধারণা ছিল তাঁর। যাঁরা পাঠান ছবিটি দেখেছেন, তাঁরা এই অভিনেত্রীকে মনে করতে পারবেন। রাশিয়ান স্পাই অ্যালিসের চরিত্রে অভিনয় করেছেন। আমেরিকান এই অভিনেত্রীর নাম র্যাচেল অ্যান মুলিন্স। পাঠান ছবির জন্য যখন মডেল-অভিনেত্রীকে নির্বাচিত করা হয়, তখন তিনি জানতেন না শাহরুখ খানের কথা। কাজ যখন শুরু হল, তখন ছবির একজন সহকারী পরিচালকের থেকে তিনি প্রথম শাহরুখের গল্প শোনেন। যাঁর সম্পর্কে কোনও ধারণাই ছিল না, তাঁকে চিনতে শুরু করেন। শোনের তাঁর সুপার স্টারডমের কথা। হিন্দি সিনেমার তিনিই যে বেতাজ বাদশা তা অনুধাবন করেন অভিনেত্রী। যদিও একেবারে গোড়ায় ছবির নাম-ধাম বা অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে তিনি প্রায় কিছুই জানতেন না। এমনকী ছবির নামু জানতেন না। আর শাহরুখকে চেনা তো দূর অস্ত। তবে মজার বিষয় হল, ছবির কাজ করতে গিয়ে তিনি দীপিকা পাড়ুকোনের নাম দেখতে পান। আর তখনই বুঝতে পারেন, এ ছবিটা বড় কিছু। দীপিকা হলিউডেও কাজ করেছেন, সেই সুবাদে তাঁর নামের সঙ্গে পরিচিত ছিলেন অভিনেত্রী। তবে প্রথমে না চিনলেও শাহরুখের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত অভিনেত্রী। যতটুকু একসঙ্গে কাজের সুযোগ হয়েছে, সেই সময়টা তাঁরা খুব ভালো করেই কাটিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। আর ঘটনাচক্রে বলি-বাদশা জন্মদিনের সঙ্গেই মিশে গিয়েছে তাঁর জন্মদিনও। শাহরুখকে প্রথমে না চিনলেও, পরে কিং খানের সঙ্গে বেশ ভাল সম্পর্কই গড়ে উঠেছে বলে জানিয়েছেন র্যাচেল।