তরুণ প্রজন্মের একাংশকে বইমুখো করেছিলেন তিনি। চেতন ভগত মানেই এক টানে শেষ করে ফেলা কোনও নতুন কাহিনি। সেই চেতনই এবার মোক্ষম খোঁচা দিলেন তরুণদের। আর সেখানে অবধারিত উঠে এলেন ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ। কোন প্রসঙ্গে উরফির উদাহরণ টানলেন চেতন? আসুন শুনে নিই।
স্মার্ট ফোন আর সোশ্যাল মিডিয়ার জমানায় বদলে গিয়েছে অনেক কিছুই। মাঠ-ময়দান, খেলাধূলার বিকেল, আড্ডা-হইচই থেকে বই পড়া- পুরনো অভ্যেসে যেন মরচে পড়ছে ক্রমশ। আর তার বদলে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় সোশ্যাল মিডিয়ার ওয়ালে-ওয়ালে, রিলস ভিডিও’র চমকদার উপস্থাপনায়। খুব কি কাজের কিছু সেগুলো? সে প্রশ্ন উঠতেই পারে। তবে সময়ের ভিতরঘরে যে বদল এসেছে তা অনস্বীকার্য। তার প্রভাব পড়ছে তরুণদের উপরেও। আর তা নিয়েই সমালোচনা করতে গিয়ে উরভি জাভেদের নাম টেনে আনলেন প্রখ্যাত লেখক চেতন ভগত। তাতে খানিক বিতর্কও বাধল।
আরও শুনুন: সঙ্গিনীর সঙ্গে সঙ্গমের উত্তেজনায় মৃত্যু বৃদ্ধের, দেহ লোপাটে সহায়তা খোদ মহিলার স্বামীর
এই সময়ের যুবসমাজ বা যুবকদের অভ্যাস নিয়েই একটি সাক্ষৎকারে নিজের মতামত জানাচ্ছিলেন চেতন। প্রাসঙ্গিক ভাবেই উঠে আসে, সোশ্যাল মিডিয়ায় আসক্তির প্রসঙ্গ। এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়েই উরফির উদাহরণ টানেন লেখক। এই সময়ে অন্যতম ইন্টারনেট সেনসেশন উরফি। তাঁর বিতর্কিত পোশাক নিয়ে প্রায় সবসময় সরগরম থাকে নেটদুনিয়ায়। তাঁর পোশাক নিয়ে কেউ প্রশ্ন করে, পালটা জবাব দেন উরফি। আর তাই নিয়েই নেটদুনিয়ায় সবসময় আলোচনায় থাকেন তিনি। চেতন অবশ্য এ নিয়ে উরফিকে দোষারোপ করেননি। তাঁর সমালোচনার লক্ষ্য ছিলেন তরুণরা। তাঁদের উদ্দেশেই তাঁকে বলতে শোনা যায় যে, সকলেই তো উরফিকে জাভেদকে চেনেন। চেতনের মতে, তরুণদের দিকভ্রষ্ট করতে ওস্তাদ হচ্ছে স্মার্টফোন। বিশেষত ছেলেরা যেভাবে ঘণ্টার পর ঘণ্টা ইন্সটাগ্রাম রিলস দেখে সময় কাটাচ্ছে তা নিয়ে একেবারেই অখুশি চেতন। তাঁর প্রশ্ন, এই সব রিলসে যে কন্টেন্ট পাওয়া যায়, তা না কাজে লাগে পড়াশোনায়, না প্রয়োজন চাকরির ইন্টারভিউতে। তাহলে এগুলির এত কদর কেন? এই ধরনের অভ্যাস যে আদতে যুবকদের সময় নষ্ট করছে তাই-ই বলার চেষ্টা করছিলেন তিনি। আর সেই প্রসঙ্গেই বারবার তাঁর কথায় উঠে আসে উরফি জাভেদের নাম। চেতনকে বলতে শোনা যায়, একদিকে ভারতের জওয়ানরা সীমান্ত রক্ষা করছে, অন্যদিকে এখনকার যুবকরা বিছানায় বসে উরফির জাভেদের ছবি দেখছে। ক্ষোভ প্রকাশ করে চেতন বলেন, মহিলাদের ছবিতে এন্তার লাইক দিয়ে চলেছে বর্তমানের তরুণরা। এই অভ্যাসের উদাহরণ হিসাবেও সামনে টেনে আনেন সেই উরফিকে, বলেন, উরফির ছবিতে কোটি কোটি লাইক পড়ে। কমেন্ট করেন যুবকরা।
আরও শুনুন: লটারিতে স্বামী জিতেছেন ১.৩ কোটি, টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চললেন স্ত্রী
মূলত সোশ্যাল মিডিয়া বা অতিরিক্ত স্মার্ট ফোনের আসক্তি নিয়েই সমালোচনা করার লক্ষ্য ছিল লেখকের। উরফির কেরিয়ার নিয়ে তিনি যে প্রশ্ন তুলছেন না, তা খোলসাও করে দেন। তবু বিতর্ক পিছু ছাড়ে না। সোশ্যাল মিডিয়ায় আসক্তির ভালো-মন্দ ব্যাখ্যা করতে কেন বারবার টেনে আনা হল উরফির নাম? চেতনের মন্তব্যের পর নেটদুনিয়ায় উঠেছে এ প্রশ্নও।