সাম্প্রতিক ঘটনার জেরে রোজ খবরের শিরোনামে পরিমণি। সোশাল মিডিয়াতেও তর্ক-বিতর্ক, নিন্দা সমর্থনের ঝড়। বিদ্বজ্জনেরাও এখন মুখ খুলেছেন পরীমণির সমর্থনে। তসলিমা নাসরিনের পোস্টে দেখা গেল এক অন্য পরীমণিকে।
পরীমণিকে বারবার রিমান্ডে নেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তসলিমা নাসরিন। পরীমণির মতো সুন্দরী মহিলাকে জেলখানার গরাদের ওপারে কীভাবে লাঞ্ছনা করা হতে পারে সেটা আন্দাজ করেই লেখিকা পোস্ট করেছিলেন তাঁর সংশয়ের কথা। তাঁর আতঙ্কিত প্রশ্ন ছিল, “রিমান্ডে নিয়ে পরীমণিকে তো মানসিক নির্যাতন করা হচ্ছেই, শারীরিক নির্যাতন করা হচ্ছে না তো? ধর্ষণ করা হচ্ছে না তো?”
আরও শুনুন: ‘ধর্ষণ করা হচ্ছে না তো?’ পুলিশ হেফাজতে থাকা Pori Moni-কে নিয়ে বিস্ফোরক প্রশ্ন Taslima Nasrin-এর
পরীমণির সমর্থনে এবার নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে আরও একটি পোস্ট করলেন তসলিমা। ওই পোস্টের ছবিতে রয়েছে, পরীমণি তাঁর জন্মদিন পালন করছেন কিছু অনাথ, বঞ্চিত শিশুদের সঙ্গে। কচিকাচাদের সঙ্গে প্রাণখোলা আনন্দে মেতে উঠেছেন তিনি। সঙ্গে তসলিমা লিখেছেন, “বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি, যাকে দেশসুদ্ধ লোক মিথ্যে অপবাদ দিয়ে, বেশ্যা বলে গালি দিয়ে, পায়ের তলায় পিষছে তার সুনাম, তাকে শারীরিক-মানসিক নির্যাতন করে যৌনানন্দ পাচ্ছে — সে এক অনন্য নারী, হৃদয়ে তার অপার স্নেহ ভালোবাসা মায়া মমতা। পরীমণি তার জন্মদিন পালন করে, সুবিধে-বঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটে, তাদের খাইয়ে, উপহার দিয়ে। যে লোকগুলো বদনাম গাইছে তার, তাদের কারও হৃদয় তার হৃদয়ের মতো বড় নয়। মানুষ হিসেবে কেউ তার মতো মহান নয়।”
আরও শুনুন: নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন Pori Moni, তাক লাগাবে তাঁর জীবনের গল্প
তসলিমার আগের পোস্টের আশঙ্কায় হয়তো শিউরে উঠেছিলেন আরও অনেকেই। সুদূর লন্ডন থেকে বাংলাদেশের বিশিষ্ট কবি ও সাংবাদিক আবদুল গাফ্ফর চৌধুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন পরীমণিকে ‘হায়নার দলে’র হাত থেকে রক্ষা করার। পরীমণির হয়ে সরব হয়েছেন শিল্পীসমাজও। বাংলাদেশের পথে বেরিয়েছে পরীমণির সমর্থনে প্রতিবাদ মিছিল। ফেসবুকে লেখা হয়েছে স্লোগান “স্ট্যান্ড ফর পরিমণি।” নাতনিতে দেখতে আদালতে ছুটে এসেছেন তাঁর নানা শামসুল হক কাজী। কয়েকদিন আগেই অপারেশন হয়েছে তাঁর। সেই অশক্ত শরীরে ক্ষীণ গলায় বারবার বোঝাতে চেয়েছেন কীভাবে তাঁর নাতনি নিজের কথা না ভেবে বারবার আর্তদের সাহায্য করতে ছুটে গিয়েছেন। দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এইরকম একজন মানুষ কোনও অন্যায় করতে পারে না, এমনটাই মনে করেন তিনি।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।