ট্রোলারদের একহাত নিয়েছেন অভিনেত্রী তাপসী পন্নু। অ্যাথলিটের ভূমিকায় অভিনয় করতে হবে বলে নিজেকে সেভাবেই তৈরি করেছিলেন। তাঁর সেই ছবি দেখে অনলাইনে অনেকেই বলতে শুরু করেছিলেন, এ কেমন পুরুষালি চেহারা! এবার বেশ নরম করেই সেই অভিযোগের গরম জবাব দিলেন অভিনেত্রী। আর সেই সঙ্গে তুলে দিলেন বেশ কিছু প্রশ্নও।
একজন অ্যাথলিটের নিজস্ব ব্যাকরণ আছে। বিরাট কোহলি, স্মৃতি মন্দানার রুটিন, গড়পড়তা আর পাঁচজনের রুটিনের সঙ্গে এক হতে পারে না। শারিরিক সক্ষমতার শীর্ষে থাকতে তাঁদের ঘাম ঝরাতে হয় বিস্তর। সেই মেহনতই আসলে ফিরে আসে সাফল্য হয়ে। এ কথা কে না জানে! কিন্তু সবকিছু জানা সত্ত্বেও, যে কোনও কিছু নিয়ে খোঁটা দিতে নেটদুনিয়ার জুড়ি মেলা ভার। বারবার নানা ঘটনাতেই তা দেখা গিয়েছে। ফের তা ঘটল অভিনেত্রী তাপসী পন্নুর ক্ষেত্রে।
আরও শুনুন: লিঙ্গসাম্যের বার্তা দিয়ে বিজ্ঞাপন তো বদলায়, সমাজের মন কি পালটায়?
কী করেছিলেন অভিনেত্রী? একজন অভিনেত্রী হিসেবে যা তাঁর কাজ সেটুকুই করেছিলেন তিনি। অ্যাথলিটের ভূমিকায় অভিনয় করার জন্য বহু পরিশ্রমে তৈরি করেছেন নিজের চেহারা। যেখানে নারী মোটেও তথাকথিত ললিতলবঙ্গলতা নয়। বরং সাফল্যের খিদে জেগে উঠেছে সে নারীর প্রতি পেশিতে। নিজের পরিশ্রমের সেই ছবিখানা অনলাইনে পোস্ট করতেই বিপত্তি। একের পর এক কমেন্টে তাঁকে খোঁটা দিয়ে অনেকেই বলতে থাকলেন, এ কী পুরুষালি চেহারা হয়েছে। বোঝো কাণ্ড! শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি, কেউ কেউ তো তাঁকে লিঙ্গ পরিবর্তনের নির্দেশ পর্যন্ত দিয়ে ফেলেছেন। এই ধরনের মন্তব্য যখন শুরু হয় তখন তাঁর স্রোত যেন থামতেই চায় না। এক তোরে তাই চলছিল নানারকমের কথাবার্তা।
আরও শুনুন: ‘খোলামেলা পোশাক নায়িকারা কি শুধু অনস্ক্রিনেই পরবে?’, প্রশ্ন তুললেন বিপাশা
চুপ করে থাকার পাত্রী নন তাপসী নিজেও। এই ট্রোলারদের জবাব দিয়ে তিনি বলেছেন, এই খোঁটা আসলে তিনি কমপ্লিমেন্ট হিসেবেই নিচ্ছেন। পর্দায় একজন অ্যাথলিট হয়ে উঠতে তিনি যে কঠিন পরিশ্রম করেছেন, এ আসলে তারই স্বীকৃতি। কিন্তু এ কথা বলেই থেমে যাননি তাপসী। বলেছেন, বাস্তবে বহু নারী আছেন যাঁদের প্রত্যেকদিন এই খোঁটা শুনতে হয়। অথচ তাঁদের কোনও দোষই নেই। মহিলা অ্যাথলিটরা তাঁদের ঘাম-রক্তের বিনিময়ে ছিনিয়ে আনেন সাফল্য। সেই সাফল্য দেশেরই মুখ উজ্জ্বল করে। তবু, তাঁদেরকে নিত্যদিন এই খোঁটা শুনতে হয়।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।