মাঝরাতে বস্তির এক বাড়িতে শাহরুখ খান। টিভি বা মোবাইলে নয়, একেবারে সশরীরে উপস্থিত কিং খান। এত রাতে মন্নতের মতো প্রাসাদ ছেড়ে বস্তি বাড়িতে কী করছিলেন শাহরুখ? আসুন শুনে নেওয়া যাক।
পর্দায় তাঁকে দেখার জন্য ভক্তরা উদগ্রীব হয়ে থাকেন। সেই তারকা পর্দার বাইরে বেরিয়ে এসে কি ভক্তদের জন্যও একই রকম কাজ করতে পারেন? তারকার নাম যদি শাহরুখ খান হয়, তবে বলতেই হয়, নিশ্চয়ই পারেন। আর স্রেফ ভক্তদের জন্য নয়, নিজের কর্মচারীদের কথাও সবসময় ভাবেন শাহরুখ। তাঁর একাধিক উদাহরণ রয়েছে।
আরও শুনুন: ‘চড় মারার বদলে আইনের প্যাঁচে মারুন’, পরোক্ষে দেশের বাকস্বাধীনতা নিয়ে কটাক্ষ বীর দাসের
বলিউড সম্পর্কে বলতে গেলে শাহরুখের নাম না নিলেই নয়। অভিনেতা হিসেবে আলাদা করে তাঁর পরিচয় দেওয়ার দরকার পড়ে না। স্রেফ বলতে হয়, নাম তো শুনাহি হোগা! শুধু অভিনয় নয়, ব্যক্তি শাহরুখও কিংবদন্তিই বটে। জীবন সম্পর্কে তাঁর চিন্তাভাবনা প্রায়শই মুগ্ধ করে। একইসঙ্গে সাধারণ মানুষের সঙ্গে তাঁর ব্যবহারও মুগ্ধ করে অনেককে। শাহরুখ মানুষ হিসেবেই এমন। অন্যান্য তারকাদের থেকে আচরণের দিক দিয়ে অনেকটাই আলাদা কিং খান। সিনেমার প্রচার সারতে একেবারে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতেও দুবার ভাবেন না শাহরুখ। কেউ জড়িয়ে ধরতে চাইলেও নির্দ্বিধায় দু হাত বাড়িয়ে দেন। ফ্যানরা শাহরুখকে যেমন ভালবাসেন, তেমন তাঁদেরও অন্তর থেকেই ভালবাসেন কিং খান। বহুবার সে প্রমাণ মিলেছে। সম্প্রতি শাহরুখের মহানুভবতার আরও এক উদাহরণ চর্চায়। জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল, শাহরুখ সম্পর্কে সেই তথ্য ফাঁস করেছেন।
আরও শুনুন: নকল করেন মোদিকে, প্রার্থী হতে চান তাঁর বিরুদ্ধেই! মনোনয়নে বাধা পেলেন কমেডিয়ান
আসলে, তারকা মানেই উঁচু তলার মানুষ। এই ধারণা অনেকের। রক্তমাংসের মানুষ হলেও তাঁদের ছোঁয়া যায় না সহজে। দেখা করার জন্য আলাদা অনুমতির প্রয়োজন। শাহরুখ সেই অর্থে অবশ্যই একজন নামকরা তারকা। কিন্তু তাঁর সম্পর্কে এই ধরনের মন্তব্য খাটে না। কারণ শাহরুখ ভক্তদের মাঝে মিলেমিশে থাকতেই পছন্দ করেন। তবে নিরাপত্তার খাতিরে তাঁকেও বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়। হঠাৎ করা জনসমক্ষে হাজির হলে শাহরুখকে দেখার জন্য অনেকেই হুড়োহুড়ি শুরু করে দেবেন। সেই ভয়ে ইচ্ছা থাকলেও যখন তখন রাস্তায় বেরোতে পারেন না শাহরুখ। কিন্তু রাতের বেলা সমস্যা নেই! তাই মাঝরাতে সাধারণ মানুষের মতো রাস্তায় বেরোতেন শাহরুখ। অবশ্যই বিশেষ উদ্দেশ্য নিয়ে। আর সেই উদ্দেশ্য অন্য কিচু নয়, বরং তাঁর এক কর্মচারীর সঙ্গে দেখা করতে যাওয়া। শাহরুখের কাছে বয় হিসেবে কাজ করা এক কর্মীর বাড়িতেই মাঝেমধ্যে হাজির হতেন শাহরুখ। সেই কর্মী থাকত এক বস্তিতে। কিন্তু তাতে কি! হৃদয়ের রাজা সবার অলক্ষে সেখানেই হাজির হতেন। প্রাসাদপম মন্নত ছেড়ে রাতের অন্ধকারে ঘুপচি ঘরে পৌছে যেতেন কিং খান। অংশ নিতেন সেই কর্মচারীর বাড়ির অনুষ্ঠানে। একসময় সেই বস্তিতেই থাকতেন সুনীল। তখনই শাহরুখের এই অভ্যাসের কথা তিনি জেনেছেন। অবশ্যই অবাক করার মতো বিষয়। এখনকার মতো নাম না হলেও, শাহরুখের পরিচিতি কম দিনের নয়। সুতরাং তখনও তাঁর মতো স্টারের বস্তিতে বাড়িতে পা রাখা বেশ চমকপ্রদ। শুধু তাই নয়, শাহরুখ সম্পর্কে আরও নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন সুনীল।