তিনি রোম্যান্সের ঈশ্বর। তাঁকে এক ঝলক দেখার জন্য অধীর অপেক্ষায় থাকেন দর্শক। তিনি মূল চরিত্রে থাকলে তো কথাই নেই। অতিথিশিল্পী হিসেবে তাঁকে একটি দেখা গেলেও, উপচে পড়ে সিনেমাহল। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলছি? ঠিক ধরেছেন কথা বলছি বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানকে নিয়েই। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘লাল সিং চড্ডা’-য় একটি ছোট্ট চরিত্রে দেখা গিয়েছে শাহরুখকে। এমনকী ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও ছোট্ট একটি চরিত্রে দেখা মিলতে পারে এসআরকে-র। আর সেই আশাতেই বুক পেতেছে ভক্তকূল। আর কোন কোন ছবিতে এমন অতিথি চরিত্রে দেখা গিয়েছে শাহরুখকে? আসুন, শুনে নেওয়া যাক।
‘লাল সিংহ চড্ডা’-য় একঝলক দেখা গিয়েছে শাহরুখ খানকে। ছোট্ট একটি চরিত্র। বলতে গেলে কয়েকটা মুহূর্তই। তা নিয়েও উত্তেজনার শেষ নেই ভক্তদের। হবে না-ই বা কেন? তিনি কিং খান বলে কথা। আজও রোম্যান্সের শেষ কথা তিনিই। অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটির শেষেও নাকি এমনই একটি ছোট্ট চরিত্রে দেখা যেতে পারে এসআরকে-কে। সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। মুক্তির অপেক্ষায় রয়েছে সেই ছবিটি। শুধু ‘লাল সিং চড্ডা’ বা ‘ব্রহ্মাস্ত্র’ নয়। নিজের তিন দশকের বেশি কেরিয়ারে এমন অনেক ছবিতেই অতিথিশিল্পী হিসেবে দেখা দিয়েছেন শাহরুখ।
আরও শুনুন: সিনেমা বয়কট এখন বলিউডের নয়া ট্রেন্ড, মুখ খুললেন অনুরাগ কাশ্যপ
সেই তালিকায় প্রথমেই রাখতে হবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। সেখানে ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছিল এসআরকে-কে। আর সেই একটি দৃশ্যেই দর্শককে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিলেন কিং খান। সেই বিখ্যাত ‘সাথিয়া’ সিনেমাটির কথাও নিশ্চয়ই ভোলেননি দর্শক। সেখানে একটি ছোট্ট দৃশ্যে দেখা গিয়েছিল শাহরুখকে। অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত ‘হে বেবি’ সিনেমার একটি গানেও এক ঝলক মুখ দেখিয়েছিলেন শাহরুখ।
ইরফান খান ও লারা দত্ত পরিচালিত ‘বিল্লু’ সিনেমার একটি গানেও দেখা গিয়েছিল কিং খানকে। তখন পর্যন্ত আইটেম সং মানেই ধরে নেওয়া হত সেখানে দেখা যাবে জনপ্রিয় কোনও নায়িকাকে। তবে সেই ধরাবাঁধা ছকও ভেঙেছিলেন শাহরুখ। ‘কাল’ সিনেমাতে মলাইকা অরোরার সঙ্গে জুটি বেঁধে একটি গানে অভিনয় করতে দেখা গিয়েছিল কিং খানকে। যা কার্যত দর্শকদের মনে করিয়ে দিয়েছিল ‘দিল সে’ সিনেমার সেই বিখ্যাত ‘ছাইয়া ছাইয়া’ গানটির কথা। সেখানেও দেখা গিয়েছিল এই জুটিকে। ট্রেনের উপরে দাঁড়িয়ে সেই দুর্দান্ত নাচ আজও কিংবদন্তি।
আরও শুনুন: পর্দার বাইরেও সিনেমার কায়দাতেই প্রোপোজ করেছেন এই বলি তারকারা
‘লাক বাই চান্স’ ছবিতেও একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। সেখানে তারকার ভূমিকাতেই দেখা গিয়েছিল অভিনেতা। তালিকায় রয়েছে সলমন খান অভিনীত ‘টিউবলাইট’ ছবিটিও। সেখানে শাহরুখ ছিলেন এক জাদুকরের ভূমিকায়। ‘ভূতনাথ’ ও ‘ভূতনাথ রিটার্ন’ ছবিতেও দেখা গিয়েছিল শাহরুখকে। সেখানে তিনি অভিনয় করেছেন খুদে বঙ্কুর বাবার ভূমিকায়। যিনি পেশায় ছিলেন বায়ুসেনার আধিকারিক। করণ জোহর, দিবাকর ব্যানার্জি, ফারহান আখতার ও অনুরাগ কাশ্যপ, এই চার পরিচালক মিলে ‘বম্বে টকিজ’ নামে একটি ছবি তৈরি করেছিলেন। সেখানেও একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। ‘ক্রেজি-ফোর’ নামে একটি সিনেমাতেও দেখা গিয়েছিল কিং খানকে।
এখানেই তালিকার শেষ নয়। ‘পহেলা নশা’, ‘দুশমন দুনিয়া কা’, ‘গুদগুদি’, ‘অচনক’, ‘হর দিল যো পেয়ার করেগা’, ‘গজ গামিনী’, ‘কুচ মিঠা হো যায়ে’, ‘দুলহা মিল গ্যায়া’, ‘অলওয়েজ কভি কভি’-সহ অসংখ্য সিনেমাতে এমনই ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে রোম্যান্সের বাদশাকে। সে সব সিনেমা দর্শকরা ভুলে গেলেও শাহরুখের উপস্থিতি কিন্তু আজও মনে গেঁথে রয়েছে ভক্তদের।