রিলিজের পর কেটেছে মাত্র ৭ দিন। এর মধ্যেই ৬৫০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘জওয়ান’। শুধু ভারত নয়, কিং খানের জাদুতে মজে গোটা বিশ্ব। বরাবররের মতো ভাইরাল হয়েছে ‘জওয়ান’ সিনেমার কিছু ডায়লগও। কিন্তু এর মধ্যে যে ডায়লগটির জনপ্রিয়তা তুঙ্গে, সেটি নাকি সিনেমার স্ক্রিপ্টেই ছিল না। কোন সংপালের কথা বলছি? আসুন শুনে নিই।
সাধারণত শুটিং শুরুর আগে সিনেমার সংলাপ লেখা হয়। সেই সংলাপ মুখস্থ করেই ক্যামেরার সামনে আসেন অভিনেতারা। তবে প্রয়োজনে শুটিং চলাকালীন সেইসব সংলাপে বদল আনেন পরিচালক। বেশ কিছু বিখ্যাত সিনেমাতেও এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’-এর নামও। সিনেমার একাধিক ডায়লগ ইতিমধ্যেই সকলের মুখে মুখে ঘুরছে। তার মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে
‘বেটে কো হাত লাগানে সে পেহেলে, বাপ সে বাত কর’। কিন্তু সিনেমার স্ক্রিপ্টে নাকি এই বিখ্যাত ডায়লগটা ছিলই না।
আরও শুনুন: Ram Janmabhoomi: অযোধ্যার রামজন্মভূমিতে এবার মিলল প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ, ঘোষণা ট্রাস্টের
শুধু সিনেমা নয়, ট্রেলার লঞ্চের পর থেকেই এই সংলাপের জেরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল ‘জওয়ান’। গল্পকে ছাপিয়ে অনেকেই এর সঙ্গে ব্যক্তি শাহরুখকে জুড়েছিলেন। শাহরুখ যখন বলছেন,’বেটে কো হাত লাগানে সে পেহেলে, বাপ সে বাত কর’, তা শুনে অনেকেই মনে করছেন কিং খান বাস্তবেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিশেষ কারও উদ্দেশে। আসলে, ২০২১ সালে অক্টোবরে মাদক সেবনের অভিযোগ গ্রেপ্তার করা হয় শাহরুখ পুত্র আরিয়ান খান-কে। ঘটনায় দেশ জুড়ে বিতর্কের ঝড় বয়েছিল। কিং খানের বিরুদ্ধেও নিন্দায় সরব হয়েছিলেন অনেকেই। যদিও সেই ঘটনার জল গড়ায় বহুদূর। দীর্ঘ টালমাটালের পর মুক্ত হন আরিয়ান। সেই ঘটনার রেশ ধরেই অনেকে মনে করছেন, পুত্র আরিয়ানের হয়েই যেন কথা বললেন পর্দার বিক্রম রাঠোর। সিনেমার ট্রেলারে এই ডায়লগ শোনার পর থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তাদের সেই ধারণাই এবার যেন আরও স্পষ্ট হল। শোনা যাচ্ছে, সিনেমার স্ক্রিপ্ট লেখার সময় এই সংলাপ লেখাই হয়নি। পরে শুটিং-এর সময় সংলাপটি যোগ করা হয়।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এমনটা কি শাহরুখ নিজেই করেছিলেন?
আরও শুনুন: নয়া সংসদ ভবনে প্রথম জাতীয় পতাকা উড়বে মোদির জন্মদিনেই
একেবারেই না। সম্প্রতি সিনেমার ডায়লগ নির্মাতা সুমিত আরোরা নিজেই ফাঁস করেছেন সেই গল্প। আসলে স্ক্রিপ্টে ওই বিশেষ দৃশ্যে কোনও সংলাপই ছিল না। সুমিত মনে করেছিলেন, ওই বিশেষ অংশে স্রেফ শাহরুখের এক্সপ্রেশনই যথেষ্ট হবে। আলাদা করে কোনও সংলাপের প্রয়োজন নেই। কিন্তু শুটিং-এর সময় দেখা যায় ব্যাপারটা যেমন ভাবা হয়েছিল তেমন হচ্ছে না। অর্থাৎ একেবারেই যদি সংলাপ না থাকে তাহলে দৃশ্যটা ঠিকমতো দাঁড়াচ্ছিল না, এমনটাই জানান সুমিত। সেই সময় তিনি নিজেও শুটিং ফ্লোরে উপস্থিত ছিলেন। বারবার টেক নেওয়ার পরও যখন ওই দৃশ্য কারও মনে ধরছিল না, তখন সুমিত নিজের থেকেই এই ডায়লগ বলে ওঠেন। প্রথমবার শুনেই যা পছন্দ হয়ে যায় পরিচালক অ্যাটলি ও শাহরুখ দুজনেরই। সেইমতো ওই সংলাপেই শ্যুট হয় সিনেমার বিশেষ দৃশ্য। যদিও তখন কেউ ভাবেননি এই ডায়লগ এতটা জনপ্রিয় হবে। এমনকি ডায়লগের সঙ্গে যে ব্যক্তি শাহরুখকে এইভাবে জুড়ে দেওয়া হবে, প্রথমে তা ভাবেননি নির্মাতারাও। কিন্তু এই মুহূর্তে সিনেমার এই বিশেষ ডায়লগটাই চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য।