বক্স অফিসে বেহাল দশা সামান্থা প্রভুর। আর তাতেই নায়িকাকে কটাক্ষ করতে ছাড়েননি পরিচালক। কিন্তু গীতার বাণী মনে করিয়েই তার পালটা জবাব দিলেন অভিনেত্রী। কী বলেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
বিপুল প্রচার তো ছিলই, কম ছিল না পরিশ্রমও। কিন্তু তারপরেও প্রত্যাশিত সাফল্য পেল না সামান্থার নতুন ছবি ‘শকুন্তলম’। বড় পর্দায় মুক্তি পাওয়ার পর দেখা গিয়েছে, দর্শকের মন জিতে নিতে কার্যত ব্যর্থ এই সিনেমা। আর বক্স অফিসের হিসেব সামনে আসতেই নায়িকাকে বেনজির কটাক্ষ দক্ষিণের পরিচালক চিট্টি বাবুর। এক সাক্ষাৎকারে সামান্থাকে বিঁধে ওই পরিচালক বলেছেন, নায়িকা হিসেবে সামান্থার কেরিয়ার শেষ। তাঁর মতে, আর কোনও দিনই স্টারডম ফিরবে না অভিনেত্রীর। তারপরেই সোশ্যাল মিডিয়ায় নাম না করে পরিচালককে উত্তর দিলেন সামান্থা।
আরও শুনুন: দুটি নয়, আছে একটিই স্তন! প্রেমিক ভেঙেছিল সম্পর্ক, মডেলিং করে বাজিমাত তরুণীর
চেনা ছক ভেঙে নতুন চেহারায় দর্শকের দরবারে হাজির হয়েছিলেন সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ, তারপরেই কঠিন অসুখ, সবকিছু এড়িয়ে কাজেই ডুব দিয়েছেন অভিনেত্রী। কিন্তু ‘শকুন্তলম’ ছবিতে রীতিমতো ধাক্কা খেয়েছে সামান্থার জয়যাত্রা। পৌরাণিক কাহিনির নিটোল গল্প বলতে গিয়ে বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে সামান্থার নতুন ছবি। তেলুগু ছবি শকুন্তলম নিয়ে সামান্থা ভক্তদের মধ্যে যথেষ্ট উত্তেজনা ছিল। জোরকদমে ছবির প্রচারও চালিয়েছেন অভিনেত্রী। কিন্তু, বক্স অফিসে শেষরক্ষা হল না। তারপরেই ওই পরিচালকের বক্তব্য, যশোদা ছবির প্রচারের সময় সামান্থা চোখের জল ফেলে ছবি হিট করার চেষ্টা করেছিলেন। শকুন্তলমের সময়ও তিনি সহানুভূতি কুড়োনোর পথেই হেঁটেছেন। কিন্তু কেবল দর্শকের আবেগকে কাজে লাগিয়ে সাফল্য মেলে না বলেই সামান্থাকে বিঁধেছেন দক্ষিণী পরিচালক। তারকা নায়িকার খেতাব হারানোর পর সামান্থা যা প্রস্তাব পাচ্ছেন তাই করছেন বলেও কটাক্ষ ওই পরিচালকের।
আরও শুনুন: তাঁর জন্যই চাকরিতে ইস্তফা! ফ্যানের চাকরির জন্য তরুণীর বসের কাছে কাতর আবেদন শাহরুখের
তবে এসব কথার উত্তরে প্রকাশ্যে কোনোরকম উত্তেজনা দেখাননি সামান্থা। কেবল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভগবদ্গীতার একটি শ্লোক তুলে ধরেছেন অভিনেত্রী। ‘কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন’ শীর্ষক ওই শ্লোকটির বাংলা মানে দাঁড়ায়, ‘কাজে তোমার অধিকার আছে, কিন্তু ফলের আশা রেখো না।’ কাজের ফলাফল যাই হোক না কেন, তা যেন ব্যক্তিকে প্রভাবিত করতে না পারে, সেই পরামর্শই দেওয়া হয়েছিল গীতার ওই শ্লোকে। আর এই পরিস্থিতিতে গীতার এই বিশেষ শ্লোকটি তুলে ধরেই বার্তা দিতে চাইলেন সামান্থা, এমনটাই মনে করছে তাঁর অনুরাগীমহল।