প্রযোজনার দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী রিচা চাড্ডা। প্রযোজক হিসেবে প্রথম ছবি ‘Girls Will Be Girls’-এর ঘোষণা করেই সিনে দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন তিনি। কেন? শুনে নেওয়া যাক সে কথা।
ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন কোনও অভিনেত্রী, এমন সিনেমার উদাহরণ আজকের দিনে কম নয়। রানি মুখার্জির ‘মর্দানি’ বা ‘হিচকি’, বিদ্যা বালানের ‘কাহানি’ বা ‘দ্য ডার্টি পিকচার’, প্রিয়ঙ্কা চোপড়ার ‘মেরি কম’, আলিয়া ভাটের ‘রাজি’, কঙ্গনা রানাউতের ‘কুইন’ কিংবা ‘মণিকর্ণিকা’- একের পর এক ছবিতে নিজেদের প্রমাণ করে দিয়েছেন বলিউডের মহিলা মহল। দেখিয়ে দিয়েছেন, একটা গোটা সিনেমার ভার একার কাঁধে বয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রয়েছে তাঁদের। ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ বা ‘পিংক’-এর মতো অন্য ধারার ছবিও ইতিমধ্যে বানিয়ে ফেলেছে বলিউড, যেখানে মুখ্য ভূমিকাগুলি সবাই নারী। কিন্তু একটা সিনেমার সব ক্রু মহিলা? এমনটা আগে কখনও দেখেনি সিনে দুনিয়া। আর ঠিক সেই কাজটাই করতে চলেছেন রিচা চাড্ডা।
আরও শুনুন: বধূ নয়, শুধু মা… সাহসী পরিচয় স্বীকারেই ব্যতিক্রমের নাম Nusrat
অভিনেত্রী রিচা চাড্ডার সঙ্গে আলি ফজলের সম্পর্ক নিয়ে মায়ানগরীতে গুজব রয়েছেই। সেই রটনায় আরও হাওয়া দিয়েছে তাঁদের একসঙ্গে প্রযোজনা সংস্থা খোলার ঘোষণা। চলতি বছরের মার্চ মাসেই তাঁরা জানিয়েছিলেন, ‘পুশিং বাটনস স্টুডিও’ নাম দিয়ে একত্রে প্রোডাকশন হাউস খুলতে চলেছেন তাঁরা। আর এবার সেই প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা হিসেবে পর্দায় আসতে চলেছে ‘Girls Will Be Girls’। এই সিনেমাটিতে সমস্ত ক্রু-ই হবেন মহিলা, এমনটাই জানিয়েছেন রিচা। অর্থাৎ সিনেমায় কেবল ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার পিছনেও নিজেদের দক্ষতা দেখাতে চলেছেন মেয়েরা। ‘Girls Will Be Girls’ সিনেমাটি পরিচালনা করছেন শুচি তালাতি।
আরও শুনুন: World Breastfeeding Week: সন্তানকে প্রকাশ্যে স্তন্যদান, ছবি পোস্ট করে TABOO ভাঙার ডাক অভিনেত্রীর
রিচা মনে করেন, মেয়েদের গল্প, মেয়েদের নিজেদের স্বর বারবার উঠে আসা জরুরি। এই নিয়ে কাজ করার মধ্যে একরকমের উত্তেজনা রয়েছে। সিনেমার জগতে এই জাতীয় গল্পের একাধিক দৃষ্টান্ত রয়েছে। তবে এই কাজ আরও অভিনব হয়ে ওঠে, যখন কোনও নারীর স্বরেই নারীর গল্প বলা হয়। এই অভিমুখেই আপাতত উদ্যোগ নিতে চলেছেন তাঁরা।