অক্ষয় কুমার মানেই দেশপ্রেম আর অ্যাকশনের যুগলবন্দি। সাম্প্রতিক অতীতে এই সমীকরণ বেশ জোরদার ভাবেই প্রতিষ্ঠা করে ফেলেছেন অক্ষয় কুমার। এবার তাঁকে দেখা যাবে গোর্খা রেজিমেন্টের অফিসার হিসেবে। সম্প্রতি সে ছবির পোস্টারও এসেছে প্রকাশ্যে। আর সেখানেই একটা ভুল করে ফেললেন বলিউডের খিলাড়ি। কী ভুল তিনি করেছেন জানেন? আসুন শুনে নিই।
কখনও তিনি RAW অফিসার, কখনও আবার ভারতীয় সেনা। অক্ষয় কুমার মানেই পর্দায় নতুন কিছু। দেশপ্রেমের অজানা কোনও কাহিনির সামনে আসা। বেশ কয়েক বছর ধরে বলিপাড়ার খিলাড়িকে আমরা এভাবেই দেখতে অভ্যস্ত। এককালে রোম্যান্টিক হিরো বা কমেডিতে যিনি মাতিয়ে রাখতেন, বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে আমূল বদলে ফেলেছেন তিনি। আর তাই এখন অক্ষয়ের ছবি মানেই নিটোল একটি বিষয়ের উপস্থাপনা। সেই ঘরানা মেনেই এবার ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্টের অফিসার হিসেবে দেখা যাবে অক্ষয়কে। সঞ্জয় পূরণ সিং-এর পরিচালনায় এ ছবির নামও ‘গোর্খা’। উৎসবের মরশুমেই প্রকাশিত হয়েছে ছবির পোস্টার।
আরও শুনুন: মহাকাশে পর্ন ছবির শুটিং করবেন এই অভিনেত্রী, জানেন আগে কোন পেশায় যুক্ত ছিলেন তিনি?
আর ঠিক তারপরেই চোখে পড়ল একটা ভুল। ভুল করে ফেলেছেন স্বয়ং অক্ষয় কুমার। সেই ভুল আবার ধরিয়ে দিলেন গোর্খা রেজিমেন্টেরই এক প্রাক্তন অফিসার। প্রাক্তন ওই অফিসার, মৈনাক এম জলি প্রথমেই অবশ্য অক্ষয়কে ধন্যবাদ জানিয়েছেন। গোর্খা রেজিমেন্টের কিংবদন্তি অফিসারকে নিয়ে যে ছবি বানানো হয়েছে, এর জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে চিহ্নিত করেছেন একটি ভুল। তা, কী ভুল করে ফেলেছিলেন অভিনেতা? পোস্টারের ছবিতে অক্ষয়কে দেখা যাচ্ছে একটি খুকরি হাতে। অক্ষয় খুকরিটা ধরেছেন অনেকটা তরবারির মতো করে। যা আদপে ঠিক নয়। প্রাক্তন ওই অফিসার তার কারণও বুঝিয়ে দিয়েছেন। জানিয়েছেন, খুকরির ধারাল দিকটা হল ভিতরের দিক। সেদিক থেকেই আক্রমণ শানাতে হয়। ফলে, খুকরিকে তরবারির মতো ধরলে আদতে ভুল করা হবে। এই কথা বলে তিনি একটি খুকরির নমুনা ছবি পোস্ট করে তাঁর বক্তব্য বুঝিয়েও দিয়েছেন।
আরও শুনুন: ‘খোলামেলা পোশাক নায়িকারা কি শুধু অনস্ক্রিনেই পরবে?’, প্রশ্ন তুললেন বিপাশা
এই সমালোচনা অবশ্য খুব সহজভাবেই নিয়েছেন অক্ষয়। ভুল ধরিয়ে দেওয়ার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন প্রাক্তন অফিসারকে। এবং সেইসঙ্গে জানিয়েছেন, শুটিং-এর সময় এ বিষয়ে তিনি আরও সতর্ক থাকবেন। যেহেতু এটা তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ছবি, তাই যে কোনও সমালোচনা ও পরামর্শকেও স্বাগত জানিয়েছেন তিনি।
বাকি অংশ শুনে নিন।