মাংস খেতেন খোদ রামচন্দ্রও! একটি চরিত্রের মুখে এহেন সংলাপ থাকার জেরেই হিন্দুত্ববাদীদের কোপে পড়েছে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সাম্প্রতিক ছবি ‘অন্নপূর্ণি’। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেত্রী পার্বতী। কী বললেন তিনি? শুনে নেওয়া যাক।
ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছিল আগেই। সেই বিরূপ প্রতিক্রিয়ার জেরেই শেষমেশ কোপ পড়ল নয়নতারার ছবিতে। ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার শুরু হতে না হতেই সরিয়ে দেওয়া হল ছবিটি। এমনকি বিশ্ব হিন্দু পরিষদের কাছে ক্ষমাও চেয়েছেন কর্তৃপক্ষ। এই ঘটনায় এবার মুখ খুললেন দক্ষিণেরই আরেক অভিনেত্রী, পার্বতী থিরুবথু। ছবি সরিয়ে দেওয়ার এই পদক্ষেপকে বিপজ্জনক বলেই দাবি অভিনেত্রীর।
আরও শুনুন: রামের মঙ্গলকামনায় পুজো দেবেন মদ ও মাংস দিয়ে, গঙ্গার কাছে মানত সীতার
পরিচালক নীলেশ কৃষ্ণার ‘অন্নপূর্ণি: দ্য গডেস অফ ফুড’ ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা ও জয়। ছবিতে দেখা গিয়েছে, নয়নতারা অভিনীত চরিত্রটি এক ব্রাহ্মণ পুরোহিতের মেয়ে, যে শেফ হতে চায়। নিরামিষাশী তরুণীটি মাংস রান্নায় আপত্তি জানালে ফারহান নামের চরিত্রটি যুক্তি দেয়, এমনকি ভগবান রামও মাংস খেতেন। আর এতেই বেজায় ক্ষুব্ধ দর্শকদের একাংশ। এমনিতেই রাম ও রামায়ণ নিয়ে যথেষ্ট স্পর্শকাতর হিন্দুত্ববাদী শিবির। যদিও খোদ বাল্মীকি রামায়ণে রাম লক্ষ্মণের শিকার করার প্রসঙ্গ এসেছে, এমনকি সীতা গঙ্গা দেবীকে মাংস ও মদ দিয়ে পুজো দেওয়ার কথাও বলেছেন। কিন্তু বর্তমানের উগ্র হিন্দুত্ববাদী ধারণায়, রামচন্দ্র একান্তই নিরামিষাশী, ত্যাগী এক পুরুষ। তার দরুনই, ‘অন্নপূর্ণি’ ছবিতে কেন রামচন্দ্রকে মাংসভোজী বলে দাবি করা হয়েছে, তা নিয়ে ঘোরালো হয়েছিল বিতর্ক। এমনকি দায়ের হয়েছিল এফআইআর-ও। তার জেরেই এবার ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল ছবিটি।
আরও শুনুন: মাংস খেতেন রামচন্দ্র, দাবি নয়নতারার ছবিতে! লাভ জিহাদের পর উঠল আরও অভিযোগ
এই বিতর্কে এখনও পর্যন্ত মুখ খোলেননি নয়নতারা নিজে। তবে এবার এই ইস্যুতে সরব হলেন পার্বতী থিরুবথু। সোশ্যাল মিডিয়াতে খোলাখুলিই তিনি বলেছেন, কোনও একটি শিবির থেকে সিনেমাকে সেন্সর করার চেষ্টা করা হলেই যদি তাকে প্রশ্রয় দেওয়া হয়, তবে সে ঘটনা সিনেমার পক্ষেই বিপজ্জনক। অভিনেত্রীর সুরেই কথা বলেছেন নেটিজেনদের একাংশও। এই ঘটনায় আসলে মতপ্রকাশের স্বাধীনতাই চূড়ান্তভাবে খর্ব হল বলে মনে করছেন তাঁরা। আর এ ঘটনা দেশের গণতান্ত্রিক পরিসরের পক্ষেও আদৌ ভালো দৃষ্টান্ত নয়, এমনটাই মত নেটিজেনদের একাংশের।