তিনের পালা সাঙ্গ হতে না হতেই চারের প্রহর গোনা শুরু। পঞ্চায়েত-এর পরের সিজন নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। তা সিজন-৪ কি আসবে? জবাব ইতিমধ্যে দিয়েই দিয়েছেন পরিচালক। আসুন শুনে নেওয়া যাক।
ফুলেরার মান-মর্যাদা রক্ষা করতে সচিবজি লড়াই করতে শুরু করেছেন। এদিকে বেজায় গেরোতে পড়েছেন প্রধানজি। আর সেই সঙ্গে দর্শকও। একখানা মোক্ষম প্রশ্ন তুলে রেখেছেন পরিচালক। সেই কারণেই যেন চার নম্বর সিজনের জন্য তর সইছে না। তা সে নিয়ে কি ভাবনাচিন্তা শুরু হয়েছে? পরিচালক বলছেন, ভাবনা কী! ইতিমধ্যে কয়েকটি পর্ব লেখাও হয়ে গিয়েছে।
আরও শুনুন: বহিরাগত নায়কের বাজিমাত ‘শোলে’ থেকে ‘স্বদেশ’-এ, খেলা ঘোরাল ‘পঞ্চায়েত’
সেই সিজন ওয়ান থেকেই দর্শকদের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকেই আছে ‘পঞ্চায়েত’। সরল, সাধসিধে কাহিনি। আর তার ভিতর দিয়ে ঠিকরে পড়া কৌতুক। এই রসায়নেই বাজিমাত। বলা যায়, ওয়েব সিরিজ ঘরানায় একেবারে ফুরুফুরে বাতাস বইয়ে দিয়েছিল পঞ্চায়েত। টানা লম্বা সিরিজ মানেই যে খুন-জখম বা খুব ডার্ক হতে হবে, এমন তো কোনও মানে নেই। এককালে অনেকেই তা বলাবলি করতেন। পঞ্চায়েত এল একেবারে উপশম হয়ে। গ্রাম আর শহর এল মুখোমুখি। অনেকগুলো মানুষ সেখানে ঘুরে বেড়াতে লাগলেন, যাঁদের অচেনা মনে হয় না। চেনা চরিত্র, চেনা জীবন, চেনা চেনা দ্বন্দ্ব আর তার পরতে পরতে মেশা রাজনীতি। পঞ্চায়েত এমন এক স্বাদু প্যাকেজ নিয়ে হাজির হয়েছিল যে, এক লহমায় দর্শক তা লুফে নেন। এক শীতে মাঘ যায় না, এক সিজনে সিরিজও শেষ হয় না। অতএব এল দ্বিতীয় পর্ব। এবারও সেই একই আস্বাদ। অনেক ওয়েব সিরিজের ক্ষেত্রে দেখা যায় যে, দ্বিতীয় সিজন থেকেই যেন গল্পগাছা বেপথু হতে শুরু করে। কিন্তু কোথায় কী! দ্বিতীয় পর্ব বরং পঞ্চায়েত-এর মাধুর্য আরও বাড়িয়ে দিল। তৃতীয় পর্বের জন্য তাই প্রায় হাপিত্যেশ করেই বসেছিল দর্শক। ইতিমধ্যে সে পর্বের নানা ঘটনা ও দৃশ্য নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। তবে, মৃদু সমালোচনাও আছে। দর্শকের একাংশ বলছেন, কোথায় একটা যেন তাল কেটেছে। পুরো জিনিসটা ঠিক সুরে বাঁধা হয়নি।
তা এই আবহে কি চার নম্বর পর্ব নিয়ে ভাবছেন পরিচালক? উত্তর এল সপাট। পরের সিজন নিয়ে সংশয়ের কোনও অবকাশই নেই। পরিচালক দীপক কুমার মিশ্র বলছেন, ইতিমধ্যে লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। তাঁর বক্তব্য, দুটি পর্বের মধ্যে দর্শক বিরতি নেন। তবে তাঁরা নেন না। অতএব কাজ চলতেই থাকে। আর সেই কাজ বেশ বড় করেই ভাবছেন তাঁরা। ইঙ্গিত দিয়ে রেখেছেন যে, সিজন-৫ নিয়েও পরিকল্পনা আছে। অর্থাৎ চার নম্বর সিজনের বিন্যাস এমনটাই করা হচ্ছে, যা পাঁচ নম্বর সিজন পর্যন্ত গড়াতে পারে। ‘পঞ্চায়েত’ যাঁদের ভালো লেগেছে, আর যাঁরা তৃতীয় পর্বে তুলে রাখা প্রশ্নের উত্তর খুঁজছেন, তাঁদের জন্য সুখবরই বলতে হবে। তবে, নির্দিষ্ট কোনও দিনের উল্লেখ কি করেছেন পরিচালক? না, এখনই তা বলতে পারছেন না তিনি। তবে, গড় একটা প্যাটার্ন খেয়াল করা যায়। প্রথম সিজন এসেছিল ২০২০-র এপ্রিলে, দ্বিতীয় সিজন ২০২২-এর মে মাসে। তৃতীয় সিজন এল চব্বিশের মে মাসে। সেই হিসাবে ২০২৬ সালের মাঝামাঝিই আসতে পারে পঞ্চায়েতের সিজন-৪। ততদিন অপেক্ষা আর একটু ঘনিয়ে উঠুক। সাংসদজি, বিধায়কজির মোকাবিলা কীভাবে করবেন প্রধানজি, সচিবজি, সে উত্তর তখনই পাওয়া যাবে।