এক ভারতীয় প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন পাক অভিনেত্রী মেহরিন শাহ। হোটেলের ঘরে আটকে রেখে রীতিমতো হেনস্তা করা হয়েছে বলে তাঁর অভিযোগ। আর এই কাজে পাকিস্তানের এক পরিচালকের দোসর হিসাবে তিনি কাঠগড়ায় তুলেছেন ভারতীয় প্রযোজককেও। কী ঘটেছে ঘটনাটি? শুনে নিই।
বিনোদুনিয়ার অন্দর থেকে নানা অস্বস্তিকর খবর প্রকাশ্যে আসে। বেশিরভাগ সময়ই অবশ্য তা গ্ল্যামারের আলোর নিচে চাপা পড়ে যায়। তবে কেউ কেউ যে এ নিয়ে মুখ খোলেন না তা নয়। সম্প্রতি সেই কাজটিই করেছেন পাক অভিনেত্রী মেহরিন শাহ। হেনস্তার অভিযোগে তিনি কাঠগড়ায় তুলেছেন একযোগে ভারতীয় প্রযোজক ও পাকিস্তানি পরিচালককে।
আরও শুনুন: বেজায় অ্যালার্জি, তাই পোশাক পরা দায়! খোলামেলা থাকার সাফাই উরফির
ঘটনাটির কথা সবিস্তারে তুলে ধরে তিনি সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছে ইনস্টাগ্রামে। অভিনেত্রী জানিয়েছেন, ভিনদেশের মাটিতে একটি ছবির শ্যুটিং চলাকালীন তাঁর এই ভয়াবহ অভিজ্ঞতা হয়। পাক পরিচালক সৈয়দ আহসান আলি জাইদির সঙ্গে প্রথমবার কাজ করছিলেন তিনি। যে ছবির শ্যুটিং-এ ঘটনাটি ঘটে, তাঁর দাবি, সেই প্রজেক্টের সঙ্গে জড়িয়ে ছিলেন একজন ভারতীয় প্রযোজকও। বিদেশে শ্যুটিং-এর সময় আপত্তিকর দাবি আসে পরিচালক এবং প্রযোজকের তরফে। যে দাবি নস্যাৎ করেন অভিনেত্রী। আর তারপরই তাঁকে হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ। দাবি না মানার শাস্তি হিসাবে হোটেলের ঘরে তাঁকে অভুক্ত অবস্থায় রাখা হত বলেও জানিয়েছেন তিনি। তাঁর বিস্ফোরক দাবি, হোটেলের ঘরে নিয়মিত ডাকা হত যৌনকর্মীদের। সেই কাজকর্মে সঙ্গ দিতে বলা হয়েছিল তাঁকেও। যা না করার জন্যই তাঁকে হেনস্তার মুখে পড়তে হয়।
আরও শুনুন: বছরভর স্নানের থেকে সঙ্গম বেশি! মডেলের স্বীকারোক্তিতে অবাক নেটিজনরা
অভিনেত্রী আরও জানিয়েছেন, গোড়ায় তিনি ঘটনাটি নিয়ে মুখ না খোলারই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরে ঠিক করেন, এই ধরনের ঘটনা সকলের জানা উচিত। যাতে অন্য অভিনেত্রীরা এ বিষয়ে সাবধান হতে পারেন। আর তাই পুরো ঘটনা ভিডিওয় জানিয়ে তিনি নেটদুনিয়ায় তা প্রকাশ্যে এনেছেন। তাঁর ভিডিও নিয়ে ইতিমধ্যেই হইচই পড়েছে। যদিও এই অভিযোগের পালটা কোনও উত্তর এখনও দেওয়া হয়নি।