বক্সঅফিসে চূড়ান্তভাবে সফল শাহরুখ অভিনীত পাঠান। সিনেমাটি ১০০০ কোটির গণ্ডিও টপকেছে বহুদিন। অথচ এই সিনেমার নাকি কোনও গল্পই নেই। গোটা সিনেমাটাই যেন একটা ভিডিও গেম। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন এক পাকিস্তানী অভিনেতা। নেটদুনিয়া কী প্রতিক্রিয়া দিল তাঁর মন্তব্যের? আসুন শুনে নিই।
পাঠান নাকি ভিডিও গেম। কোনও গল্পই নেই এই সিনেমার। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন এক পাক অভিনেতা। অথচ হিসেব বলছে, পাঠানের বর্তমান বক্সঅফিস কালেকশন ১০৫০ কোটি টাকা। তাই স্বাভাবিক ভাবেই পাক অভিনেতার ওই মন্তব্যে হাসির রোল তুলেছেন শাহরুখ ভক্তরা।
আরও শুনুন: ‘গেরুয়ার অপমান’! মিনি স্কার্টে স্মৃতি ইরানি, রং সেই গেরুয়া দেখেই ফের খোঁচা নেটিজেনদের
টানা চারবছর কার্যত লাইমলাইটের আড়ালে কাটিয়েছেন শাহরুখ। কিন্তু ‘পাঠান’-এর হাত ধরে সেইসব আলো ফের তাঁর দিকেই ফিরে এসেছে। এই সিনেমার মাধ্যমে শাহরুখ যেন সত্যিই বুঝিয়ে দিয়েছেন ‘পাঠান, জিন্দা হ্যায়’! তবু নিন্দুকের সমালোচনার রেহাই নেই। কখনও গেরুয়া পোশাক নিয়ে বিতর্ক, কখনও বয়কটের হুমকি। আর সেই সমালোচনার ঝড়েই নতুন করে যোগ হল এক পাক অভিনেতার মন্তব্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাক অভিনেতা ইয়াসির হোসেনের করা এক মন্তব্য ঘিরে বেশ শোরগোল শুরু হয়েছে। বিশ্বজোড়া খ্যাতি পেলেও, পাঠানকে ভালো সিনেমা বলতে তিনি নারাজ। তাঁর মতে, এই সিনেমা স্রেফ একটা ভিডিও গেম। তিনি সরাসরি দাবি করেছেন, যাঁরা মিশন ইমপসিবল দেখেছেন তাঁদের কাছে পাঠান কেবলই এক গল্পহীন ভিডিও গেম মাত্র। তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছে, পাঠান সিনেমার নাকি কোনও গল্পই নেই। সিনেমাটিকে একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন ইয়াসির।
আরও শুনুন: শাহরুখকে ভালবাসা ‘অপরাধ’! পাকিস্তানের অভিনেত্রীর চরিত্র নিয়েই তোপ নেতার
স্বাভাবিক ভাবেই তাঁর এই মন্তব্যের জেরে বেজায় চটেছেন শাহরুখ ভক্তরা। নেটিজেনদের মধ্যেও এই নিয়ে হাসির রোল উঠেছে। অনেকেই পাক অভিনেতাকে তাঁর এমন মন্তব্যের জন্য তাঁকে তোপ দেগেছেন। তাঁদের স্পষ্ট দাবি, পাকিস্তানে সারা বছরে যত সিনেমা রিলিজ হয়, সেগুলো সম্মিলিত ভাবেও পাঠানের বক্সঅফিস কালেকশনকে হারাতে পারবে না। অধিকাংশ শাহরুখ ভক্তই পাঠানের বক্স অফিস কালেকশনের কথা ওই অভিনেতাকে বারবার মনে করিয়ে দিয়েছেন। সব মিলিয়ে পাক অভিনেতার এই মন্তব্য ঘিরে বেশ সরগরম নেটদুনিয়া।