পুরস্কার জিতেছেন আন্তর্জাতিক মঞ্চে। তারপরেও যে মাটিতেই পা রয়েছে তাঁর, একটি ছবি দিয়েই তা স্পষ্ট করে দিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাস। কোনও ঝাঁ চকচকে শোকেসে নয়, বাসন মাজার স্ট্যান্ডের সামনে পুরস্কার হাতে ছবি দিলেন তারকা। কিন্তু কেন? আসুন, শুনে নেওয়া যাক।
খ্যাতি মানুষকে উড়তে শেখায়। কিন্তু তারপরেও শিকড়কে যে ভুলে যেতে নেই, সে কথাই যেন পরোক্ষে মনে করিয়ে দিল একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন খ্যাতনামা স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাস। সম্প্রতি ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড পেয়েছেন এই শিল্পী। সাধারণত এহেন পুরস্কারকে সবচেয়ে ভালো জায়গাটিতে সাজিয়ে রাখেন সকলে। নিজেদের প্রাইজ স্ট্যান্ডের ঝকঝকে ছবিও নেটদুনিয়ায় ভাগ করে নিতে ভালোবাসেন অনেকেই। কিন্তু এই শিল্পী সে পথে হাঁটেননি। কোনও বিশেষ জায়গায় নয়, হোটেলে যেখানে বাসন মাজা হয়, সেই স্ট্যান্ডের সামনেই প্রাইজ হাতে দাঁড়িয়ে একটি ছবি দিয়েছেন বীর দাস। এই ছবিটিই নাকি তাঁর প্রাইজ পাওয়ার রাতের সবচেয়ে মনে রাখার মতো ছবি, এমনটাই বক্তব্য তাঁর।
আরও শুনুন: স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা সঙ্গীতের এই পরিণতি! রহমানিয়া লৌহকপাট কি তাড়াহুড়োর ফসল?
কিন্তু কেন? সে উত্তরও নিজেই দিয়েছেন এই শিল্পী। আসলে একসময় রুজিরোজগারের জন্য এই বাসন মাজার কাজটিই করতে হত তাঁকে। সেসব দিন যদিও এখন অনেকটা পিছনে ফেলে এসেছেন তিনি। একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেশে বিদেশে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বীর দাস। কিন্তু তারপরেও যে নিজের শিকড়কে তিনি ভোলেননি, ভুলতে চানও না, সে কথাই বুঝিয়ে দিয়েছেন এই তারকা। তিনি জানিয়েছেন, সেদিন পুরস্কার জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পালা ছিল। তাই রান্নাঘরের মধ্যে দিয়ে প্রেস রুমের দিকে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়েই তাঁর ম্যানেজার বলেন, বীরের কি মনে আছে যে তিনি নিজে একসময় হোটেলে বাসন মাজতেন? সুতরাং এখানে একটা ছবি তোলা উচিত তাঁর। একবাক্যে সে কথা মেনে নিয়ে ছবিটি তুলে ফেলেন বীর দাসও।
আরও শুনুন: ‘কাশ্মীরের হিন্দুদের ক’টাকা দিলেন?’ বিবেক অগ্নিহোত্রীকে প্রশ্ন আশা পারেখের
এমনিতেও বরাবরের স্পষ্টবক্তা এই স্ট্যান্ড আপ কমেডিয়ান। কমেডির মোড়কে বারবার দেশের নানা অসংগতি নিয়ে খোঁচা দিতে ছাড়েননি বীর দাস। তার জেরে একাধিকবার শো বাতিলের মতো ঘটনার মুখোমুখিও হয়েছেন তিনি। কিন্তু এবার সেই বিতর্কিত শিল্পীর হাত ধরেই আন্তর্জাতিক মঞ্চে নয়া পালক জুড়ল দেশের মাথায়। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘বীর দাস: ল্যান্ডিং’ নামের শো-টির জন্য ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড পেলেন খ্যাতনাম এই কৌতুকশিল্পী। আর তারপরেই এই ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন শিল্পী।