‘পাঠান’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের পরনে গেরুয়া রং-এর বিকিনি দেখেই বিস্তর হইচই পড়েছিল নেটদুনিয়ায়। তখনও ছবিটি মুক্তি পায়নি। সেই বিতর্ক পেরিয়ে শাহরুখের ‘পাঠান’ তো ইতিহাস গড়েছে। তবে গেরুয়া রং আর ভাবাবেগের আঘাতের কিসসাটি একেবারে বন্ধ হয়নি। আবার তা ফিরেছে নেটপাড়ায়, তবে এবার বিতর্কের কেন্দ্রে আর দীপিকা নন, স্বয়ং স্মৃতি ইরানি। ঠিক কী অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে? আসুন শুনে নিই।
অভিনেত্রী থেকে সফল রাজনীতিবিদ- স্মৃতি ইরানির কেরিয়ারের যাত্রাপথ যে বেশ রঙিন তা বলার অপেক্ষা রাখে না। তবে এবার একটি রং নিয়েই প্রশ্নের মুখে পড়তে হল তাঁকে। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় যখন তিনি অংশ নিয়েছিলেন, তখন গেরুয়া টপ আর স্কার্টে র্যাম্পে হেঁটেছিলেন স্মৃতি। সেই পুরনো ভিডিও ঘিরেই নতুন করে হইচই পড়ল নেটপাড়ায়। ‘বেসরম রং’ নিয়ে কিছুদিন আগে যে বিতর্ক ঘনিয়ে উঠেছিল, সেই প্রসঙ্গ টেনেই স্মৃতির দিকে প্রশ্ন ছুড়ে দিলেন নেটিজেনরা।
আরও শুনুন: শাহরুখকে ভালবাসা ‘অপরাধ’! পাকিস্তানের অভিনেত্রীর চরিত্র নিয়েই তোপ নেতার
গেরুয়া বিকিনি নিয়ে বিতর্কের স্মৃতিটা আসলে এখনও টাটকা। শাহরুখের ‘পাঠান’ সিনেমার ‘বেসরম রং’ গানটি তখন সদ্য মুক্তি পেয়েছে। সেই গানের দৃশ্যে দেখা গেল, গেরুয়া বিকিনি পরে আছেন অভিনেত্রী। তাঁর মোহময়ী ইশারায় সাড়া দিচ্ছেন ছবির নায়ক কিং খান। আর সেই সঙ্গে গানের কথায় ফিরে ফিরে আসছে ‘বেসরম রং’ শব্দবন্ধ। এই দুয়ের যোগেই ছড়িয়ে পড়ল বিতর্কের আগুন। শুধু নেটদুনিয়ায় নয়, দেশের বহু মানুষ অভিযোগ ঠুকে জানালেন, গেরুয়ার সঙ্গে ‘বেসরম রং’ শব্দ জুড়ে আসলে গেরুয়া রং-কেই অপমান করা হচ্ছে। গেরুয়া রং সনাতন ভারতের ঐতিহ্যে বিশেষ গুরুত্বের দাবি রাখে। সেই রং নিয়ে এমন বিনোদনী চটক মোটেও কাম্য নয়। বিতর্কের জল গড়িয়েছিল রাজনৈতিক ক্ষেত্রেও। অনেক চাপানউতোরের পর শেষমেশ সেন্সরের ছাড়পত্র পেয়ে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। সেই স্মৃতিকেই নেটিজেনরা ফিরিয়ে আনলেন স্মৃতি ইরানির গেরুয়া মিনি স্কার্ট দেখে।
আরও শুনুন: শুটিং শেষে আবেগে আপ্লুত, কলাকুশলীদের সোনার কয়েন উপহার দক্ষিণী অভিনেত্রীর
এই ভিডিও অবশ্য প্রায় আড়াই-দশকের পুরনো। তখন স্মৃতি জানিয়েছিলেন যে, তিনি রাজনীতিতে খুবই উৎসাহী। তবে গেরুয়া শিবিরের সঙ্গে তখন তাঁর সরাসরি যোগ ছিল না। একসময় ‘কিঁউ কি সাস ভি কভু বহু থি’ সিরিয়ালের দৌলতে মুখে মুখে ছড়িয়ে পড়েছিল স্মৃতির অভিনীত চরিত্র তুলসীর নাম। বছর কয়েক আগে একতা কাপুরই এই ভিডিও শেয়ার করেছিলেন। তখন অবশ্য এই ভিডিওতে কেউ বিতর্কের গন্ধ খুঁজে পাননি। তবে এর মধ্যেই পেরিয়ে গিয়েছে ‘বেসরম রং’ বিতর্কের অধ্যায়। তাই নতুন করে এই ভিডিও নিয়ে চর্চা শুরু হয়েছে। জনৈক নেটিজেন প্রশ্ন তুলেছেন, স্মৃতিও তো গেরুয়া মিনি স্কার্ট পরে র্যাম্পে হেঁটেছিলেন। এটা কি তাহলে গেরুয়ার অপমান নয়! শ্লেষাত্মক ভঙ্গিতে তিনি লেখেন, স্মৃতি ইরানি এরকম কী করে করতে পারেন? জবাব আর এক নেটিজেন পালটা রসিকতা করে বলেছিলেন, তখন বোধহয়য় গেরুয়া এখনকার মতো পবিত্র রং হিসাবে গণ্য হত না। পাঠান সিনেমা নিয়ে বিতর্ক না হলে বছর পঁচিশেক পুরনো এই ভিডিও নিয়ে যে নতুন করে আলোচনা শুরু হত না, তা বলাই যায়। তবে যেহেতু পাঠান-বিতর্ক সদ্যই ঘটেছে, তাই পুরনো ভিডিও টেনে এনেও স্মৃতির দিকে শ্লেষের তির ছুড়তে দ্বিধা করলেন না নেটিজেনরা।
View this post on Instagram