একবার, দুবার নয়, একটা দৃশ্যের জন্য তাঁকে নগ্ন হতে হয়েছিল সাতবার। হাসিমুখে পরিচালকের সেই আবদার মেনে নিয়েছিলেন অভিনেত্রী কুবরা সইত। যাঁর ছবির জন্য তাঁকে এতটা সাহসী হতে হয়েছিল, সেই অনুরাগ কাশ্যপকেই কৃতজ্ঞতা জানিয়ে খোলা চিঠি দিলেন কুবরা।
কুবরা সইত। এই নাম শুনলেই দর্শকের অবধারিত মনে পড়ে যায় সেক্রেড গেমস-এর কথা। বলিউড অভিনেত্রী কুবরা সইত এবার শিক্ষক দিবসে কৃতজ্ঞতা জানালেন সিনে দুনিয়ার দুই তারকা, অনুরাগ কাশ্যপ এবং সইফ আলি খানকে।
আরও শুনুন: ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন সাত বার, পর্ন দেখা নিয়েও সাহসী Kubbra Sait
সেক্রেড গেমস ওয়েব সিরিজে মোহময়ী কুক্কু-র ভূমিকায় অভিনয় করেছিলেন কুবরা সইত। অনুরাগ কাশ্যপের নির্দেশনায় কাজ করতে হয়েছিল তাঁকে। আর এখানেই, ছবির প্রয়োজনে নগ্ন হতেও দ্বিধা করেননি তিনি। বারবার এনজি হওয়ার দরুন সাতবার নিতে হয় সেই শটটি। শট শুরুর আগে, এবং বারবার রিটেকের সময় তাঁকে সবরকম ভাবে সাহায্য করেছিলেন একজন। তিনি পরিচালক অনুরাগ কাশ্যপ। শট দেওয়ার আগে তাঁর সঙ্গে বন্ধুর মতো আলোচনা করেছিলেন অনুরাগ। আবার শট শেষ হওয়ার পরে যখন কুবরা মাটিতে পড়ে কাঁদছেন, তখনও অনুরাগ-ই তাঁকে মাটি থেকে তুলে জামাকাপড় এগিয়ে দিয়েছিলেন। আসলে কুবরা ও অনুরাগের সম্পর্ক যতটা না পরিচালক-অভিনেত্রীর, তার চেয়ে অনেক বেশি বন্ধুর। কুবরার খোলা চিঠিতেও সে ইঙ্গিত স্পষ্ট। তিনি লিখেছেন, অনুরাগ তাঁর অভিনয় শিক্ষার প্রথম শিক্ষক বা বলা যায় মেন্টর, এবং বরাবরই তিনি তা-ই থাকবেন। অনুরাগ তাঁকে মেসেজ পাঠাতেন ‘হাই, আমি অনুরাগ’ লিখে। কুবরা যতদিনে বুঝতে পারলেন এই অনুরাগ আসলে বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ, ততদিনে ‘স্যর’ বলে ডাকার সম্ভ্রমসূচক দূরত্ব পেরিয়ে এসেছেন তাঁরা।
আরও শুনুন: ‘Fan’ আবার কী! কেন এই কথাটা না-পসন্দ Pankaj Tripathi-র?
একই চিঠিতে আরেক বলি-তারকার কথাও মনে করেছেন অভিনেত্রী। তিনি সইফ আলি খান। ‘জওয়ানি জানেমন’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন কুবরা। কুবরা আজও অত্যন্ত বিস্ময় ও মুগ্ধতার সঙ্গে মনে রেখেছেন, সেই প্রথম বলিউডের প্রথম সারির কোনও অভিনেতা তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। ‘জওয়ানি জানেমন’ সিনেমার জন্য সইফ-ই তাঁর নাম প্রস্তাব করেন। কুবরার মতে, সইফ একজন অসামান্য অভিনেতা, যিনি নিজে যেমন আবেগ ও নিষ্ঠা নিয়ে কাজ করেন, তেমনই তাঁর সঙ্গে কাজ করলে সহ-অভিনেতারও উন্নতি না হয়ে উপায় থাকে না।
শিক্ষক দিবসে নিজের এতদিনের যাত্রাকে ফিরে দেখলেন কুবরা সইত। সেইসঙ্গে কৃতজ্ঞতা জানালেন সেই মানুষদের, যাঁদের তিনি গুরু বলে মনে করেন। এই মানুষেরা তাঁর ওপর বিশ্বাস রেখেছিলেন বলেই তিনি আজকের জায়গায় পৌঁছতে পেরেছেন বলে মনে করেন অভিনেত্রী কুবরা সইত।