সেলিব্রিটি। কিন্তু সাদামাটা জীবন পছন্দের। প্লাস্টিক ব্যবহার না পসন্দ। বাড়িতে মাইক্রোওয়েভও নেই। রোজের রুটিনে সাধারণ মধ্যবিত্তের ছাপ স্পষ্ট। কিন্তু কেন? সেলিব্রিটি হয়েও এমন সাধারণ জীবনযাপন কেন পছন্দ করেন পঙ্কজ ত্রিপাটি? আসুন শুনে নেওয়া যাক।
প্লাস্টিকের কৌটো বাড়িতে থাকবে না। এমনই নির্দেশ স্বামীর। কিন্তু এমনটা করলে সংসার চলবে কীভাবে? দুজনে রীতিমতো ঝগড়া সেই নিয়ে। শুধু তাই নয়, মাইক্রোওয়েভ, এসি সহ একাধিক যন্ত্র কেনা নিয়েও এঁদের বেজায় অশান্তি হয়েছে। অথচ মহিলার স্বামী সাধারণ কেউ নন। একেবারে সেলিব্রিটি তকমা আঁটা অভিনেতা। সেই অর্থে টাকা পয়সার কমতি নেই। অথচ এই ছোট ছোট জিনিস কিনতে বেজায় আপত্তি তাঁর।
কথা বলছি, পঙ্কজ ত্রিপাটি সম্পর্কে। মির্জাপুর থেকে স্ত্রী-২, একের পর এক সিনেমা সিরিজে দর্শকদের মন জিতেছেন। অভিনয়ের জোরেই সেলিব্রিটি তকমা জুটেছে তাঁর। কিন্তু জীবনে সেই ছাপ পড়তে দেননি পঙ্কজ। তারকা হলেও সাধারণ জীবনযাপন তাঁর পছন্দের। আর সেই কারণেই বাড়িতে মাইক্রোওয়েভ রাখেননি। খাবার গরমের প্রয়োজন হলে গ্যাসেই করতে হয়। শুধু তাই নয়, বাড়িতে প্লাস্টিকের কৌটো রাখতেও বেজায় আপত্তি পঙ্কজের। নেপথ্যে কারণ একটাই, পরিবেশ সচেতনতা। এসি কিনতেও চাননি। সেই নিয়ে স্ত্রী-র সঙ্গে ঝগড়া অবধি করেছেন। পরে অবশ্য বাধ্য হয়ে বাড়িতে এসি লাগান। আসলে, জীবনে যতটুকু প্রয়োজন সেটুকুই নিয়েই সন্তুষ্ট থাকতে পছন্দ করেন পঙ্কজ। তাই অন্যান্য অনেকের মতো জীবনে প্রাচুর্য্যতার ছাপ পড়তে দেননি।
অভিনেতা সম্পর্কে এইসব তথ্য সামনে এনেছেন পঙ্কজের স্ত্রী মৃদুলা। নিজেদের কথা বলতে গিয়ে সম্পর্কের শুরুর দিকে ফিরে যান। সেইসময় পঙ্কজের হাতে তেমন কাজ থাকত না। সংসারের যাবতীয় দায়িত্ব ছিল তাঁর স্ত্রীর কাঁধে। এভাবেই দীর্ঘদিন কাটিয়েছেন পঙ্কজ। স্বাভাবিক ভাবেই সাধারণ জীবনযাপন করতেন তাঁরা। বর্তমানে অবস্থা পরিস্থিতি বদল হলেও রোজের রুটিনে তেমন বদল আনেননি পঙ্কজ। সেসব মানতে আপত্তি নেই তাঁর স্ত্রীর। কিন্তু যে ছোটখাটো বিষয় নিয়ে পঙ্কজ সমস্যা করেন তাতে আপত্তি না জানিয়ে পারেন না মৃদুলা। বিশেষ করে, প্লাস্টিকের জিনিস কিনতে পঙ্কজ যেভাবে আপত্তি তোলেন তাতে সমস্যা হয় বলেই দাবি করেন তাঁর স্ত্রী। অবশ্য তিনিই এখন পঙ্কজের ম্যানেজার। তাই সমস্যা হলেও স্বামীর সঙ্গে মানিয়ে নিতেই হয়। অবশ্য এভাবেই তাঁরা সুখে রয়েছেন। অন্যদের মতো ঝাঁ চকচকে জীবন তাঁদের নয়। তেমনই অন্যান্যদের মতো সম্পর্কে সমস্যাও তাঁদের নেই। এমনটাও জানিয়েছেন মৃদুলা।