বিয়ে মানে সময় নষ্ট! দাবি জাভেদ আখতারের। সম্প্রতি বিয়ের প্রসঙ্গে বলতে গিয়ে, এমনটা বলেছেন তিনি। কিন্তু সিনেমায় যার লেখা প্রেমের সংলাপ দর্শকদের মনে গেঁথে যায়, সেই তিনি কেনে বিয়ে সম্পর্কে এমন মন্তব্য করলেন? নেপথ্যে কী কারণ রয়েছে? আসুন শুনে নেওয়া যাক।
প্রথমে প্রেম, তারপর বিয়ে। সহজ সমীকরণ, মিলিয়ে হাতে হাত রাখেন অনেকেই। কিন্তু চার হাত কতদিন একসঙ্গে থাকে সেই প্রশ্ন উঠতেই পারে। বিচ্ছদ হলে তার কারণ নিশ্চয়ই থাকবে। তবে ভালোবাসার মরশুমে বিচ্ছেদের রমরমায়, বিয়ের প্রতি ভরসা হারাতে বসেছে একটা গোটা প্রজন্ম। এই আবহে, জাভেদ আখতার বলে বসলেন, বিয়ে করা মানে সময় নষ্ট!
প্রেমের সংজ্ঞা লেখা যার কলমের অভ্যাস, তিনি যদি এমন কথা বলেন, তাহলে তা নিয়ে চর্চা হবেই। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তবে নেতিবাচক দিক দিয়ে এমনটা বলতে চাননি জাভেদ। বরং বোঝাতেন চেয়েছেন, বিয়ের পর একে অন্যের বন্ধু হতে পারাটাই আসল! আজ্ঞে হ্যাঁ, এই কথাই বোঝাতে চেয়েছেন জাভেদ। অভিনেত্রী শবানা আজমির সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবন কাটিয়েছেন। অনেক ঝড় ঝাপটা পেরিয়েছেন একসঙ্গে। নিজেদের প্রসঙ্গে বলতে গিয়েই জাভেদের দাবি, তাঁরা নামেই বিবাহিত, আসলে দুজন দুজনের খুব ভালো বন্ধু। বিয়ে উপলক্ষে শতাব্দী প্রাচীন কিছু নিয়ম পালন করা হয়, বর্তমান সময় দাঁড়িয়ে তার অনেক কিছুই মেনে নিতে সমস্যা হয়। এই কথা মনে করিয়েছেন জাভেদ, এবং এসব পালন করা আদতে সময় নষ্ট বলেই মনে করছেন তিনি। জাভেদ আরও বলেন, দুজন মানুষ যারা আলাদা পরিবেশে বড় হয়েছেন, কীভাবে হঠাৎ করে এক ছাদের নীচে থাকতে শুরু করবেন? সমস্যা হবে, সেটাই স্বাভাবিক! ধীরে ধীরে বোঝাপড়া তৈরি হবে। তার জন্য সময় লাগবে। সেটা দিতে হবে দুজনকেই, তবেই টিকবে সম্পর্ক।
গোটা বিষয়টাই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন জাভেদ। নিজের জীবনের খুঁটিনাটি ভাগ করে নিয়েছেন প্রশ্নকর্তা সাংবাদিকের সঙ্গে। তুলেছেন নিজের পুরনো প্রেমের প্রসঙ্গও। বিস্তারে না বললেও, সেই বিয়ে কেন টেকেনি তা জানিয়েছেন জাভেদ। তবে কোনও আক্ষেপের কথা বলতে শোনা যায়নি তাঁকে। বরং বর্তমান স্ত্রীর সঙ্গে দিব্য সংসার করছেন বলেই জানিয়েছেন। স্ত্রীকে বন্ধু বলতেই তিনি বেশি স্বাছন্দ্যবোধ করেন, এমনটাই দাবি জাভেদের। অন্যরাও সুখী দাম্পত্যের ফর্মুলা হিসেবে এমনটা মেনে চলতে পারেন, পরামর্শ বর্ষীয়ান লেখকের। আসলে, সম্পর্ক টিকিয়ে রাখতে পারে একে অন্যের প্রতি যথাযথ সম্মান। সেটা থাকলেই আর কিছুর দরকার নেই। নিজের বক্তব্যে বারবার সেকথা বোঝাতে চেয়েছেন জাভেদ। প্রসঙ্গে উঠে এসেছে বিয়ের কথা, আর তাতেই লেখকের সাফ দাবি, বিয়ে করা আদতে সময় নষ্ট!