ধর্মে মুসলিম, এদিকে শ্রী রাধিকার ভূমিকায় অভিনয়ের বরাত পেয়েছেন। আমিষ খাওয়াই ছেড়ে দিলেন অভিনেত্রী। সিনেমা রিলিজ না হওয়া অবধি মাছ-মাংস ছুঁয়েও দেখলেন না। কোন অভিনেত্রীর কথা বলছি? আসুন শুনে নেওয়া যাক।
পুরাণের গল্প নিয়ে সিনেমা, এ দেশে নতুন কিছু নয়। ইদানীং এমন ছবি ঘিরে বিতর্ক হয় ঠিকই, তবে এককালে বক্সঅফিসে সাড়া জাগাত এই ধরনের সিনেমা। তার নেপথ্যে অবশ্য নির্মাতাদের ভূমিকা কম ছিল না। পুরাণের গল্প নিয়ে তৈরি হওয়া সিনেমা বা সিরিয়ালে, ভীষণ রকম ধর্মীয় আবেগ কাজ করত তাঁদের মনে। তাই হয়ত রাধিকার চরিত্রে অভিনয়ের জন্য আমিষ খাওয়াই বন্ধ করেছিলেন জারিনা ওয়াহব!
ধর্মে মুসলিম, খাদ্যতালিকায় আমিষ থাকাই স্বাভাবিক, কিন্তু সিনেমার স্বার্থে সেই অভ্যাস বদলেছিলেন জারিনা। তাতে অবশ্য কোনও সমস্যা ছিল না তাঁর। জারিনা জানতেন, এ দেশের মানুষ ধর্ম নিয়ে কতটা আবেগপ্রবণ। তাঁদের বিশ্বাস, মর্যাদা অনেক কিছু জড়িয়ে আছে, বিভিন্ন পৌরাণিক চরিত্রকে ঘিরে। সেই তালিকায় শ্রীরাধিকার নাম উপরের দিকে। দেশের অধিকাংশ কৃষ্ণ মন্দিরে রাধার মূর্তি দেখতে পাওয়া যায়। নিয়মিত পুজোও হয় সেখানে, তাই এমন চরিত্রে অভিনয়ের আগে বিশেষভাবে নিজেকে গড়েছিলেন জারিনা। অপরূপ সুন্দরী, একইসঙ্গে তুখোড় অভিনেতা, সেই সুবাদে সুযোগ পেয়েছিলেন সূরজ বরজাতিয়ার ‘গোপাল-কৃষ্ণ’ ছবিতে শ্রীরাধিকার চরিত্রে অভিনয় করার। তবে ছবি শুরু আগে প্রযোজক তাঁকে অনুরোধ করেছিলেন, এই শুটিং চলাকালীন আমিষ থেকে বিরত থাকার। স্বচ্ছন্দে সেই অনুরোধ রেখেছিলেন জারিনা। সিনেমা রিলিজ না হওয়া অবধি মাছ-মাংস ছুঁয়েও দেখেননি। শোনা যায়, তাঁর অভিনীত সেই ছবি দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল।
তবে এই একটা ঘটনা জারিনাকে বোঝানোর জন্য যথেষ্ট নয়। দেব আনন্দ থেকে শুরু করে শাহরুখ খান, বলিউডের নামজাদা সব তারকাদের সঙ্গে কাজ করেছেন জারিনা। পুরস্কারও পেয়েছেন বহু। অন্যান্য অনেকের মতো প্রত্যাখ্যাতও হয়েছেন বহুবার। এই প্রসঙ্গে রাজ কাপুরের কথা বলতেই হয়! শোনা যায়, একবার রাজ কাপুর জারিনাকে দেখে ‘ঝাড়ুদার’ বলে কটূক্তি করেছিলেন। সেই সময় সদ্য পুনে এফটিআইআই থেকে পাস করেছেন, অভিনয় সম্পর্কে যথেষ্ট জ্ঞানও রপ্ত করেছেন, সেই তাঁকে শুনতে হল এমন কথা! স্বাভাবিক ভাবেই রাজ কাপুরকে এমন মন্তব্যের কারণ জানতে চান জারিনা। উত্তর শুনে অবশ্য বেজায় চমকে গিয়েছিলেন! আসলে, ওমন কথা খানিক মজার ছলেই বলেছিলেন রাজ। নিজেই সে কথা জারিনাকে বুঝিয়ে বলেন রাজ কাপুর। সেইসঙ্গে এও বলেন, জারিনার মধ্যে তিনি জিনাত আমানকে দেখতে পেয়েছেন! এমন তুলনা শুনে বেজায় আপ্লূত হন জারিনা। এরপর দেব আনন্দের সঙ্গে কাজ করে বলিউডে নিজের জায়গা একপ্রকার পাকা করে ফেলেন জারিনা। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি! এখনও সিনেপ্রেমীদের চর্চার আসরে তাঁর নাম উঠে আসে। কয়েকমাস আগে রামায়ণের কাহিনি নির্ভর ছবি ‘আদিপুরুষ’ মুক্তি পায়। জানা যায়, এই ছবি সংলাপ লেখার সময় জুতো খুলে বসতেন চিত্রনাট্যকার মনোজ মুনতাসির। সেই প্রসঙ্গ ধরেই চর্চায় ফেরেন জারিনা। মনোজ এইসময় যে কাজ করে প্রশংসা কুড়োচ্ছিলেন, বেশ কয়েক বছর আগেই ধর্মের প্রতি সেই শ্রদ্ধার পরিচয় দিয়েছিলেন জারিনা।