মহাকুম্ভে সেলফি আর রিলের ভিড়। শুরু থেকেই সোশাল মিডিয়া ভরেছে ছবি-ভিডিওতে। তবে স্রেফ সোশাল মিডিয়া নয়, কুম্ভের ছবি দেখা যাবে বড় পর্দাতেও। জোরকদমে চলছে তার শুটিং। কোন কোন সিনেমার কাজ চলছে কুম্ভমেলায়? আসুন শুনে নেওয়া যাক।
কুম্ভ নিয়ে সিনেমা। কিংবা সিনেমায় কুম্ভের দৃশ্য। কোনওটাই অস্বাভাবিক বা নতুন নয়। তবে অসময়ে এই দৃশ্য শ্যুট করতে হলে কৃত্রিম মেলা তৈরি করতে হবে। নির্মাতারা সেই খরচ করতে নারাজ। সকলেই চাইছেন সরাসরি মহাকুম্ভে গিয়ে শ্যুটিং পর্ব সেরে রাখতে। আর তাতেই কুম্ভমেলার বেশ কিছু অংশ, কার্যত শ্যুটিংস্পটে পরিণত হয়েছে।
:আরও শুনুন:
কুম্ভস্নানের শরিক জেলের কয়েদিরাও! গঙ্গাস্নানে ‘শুদ্ধ’ হলেন যোগীরাজ্যের ৯০ হাজার আসামি
ধর্মীয় কারণে এবারের কুম্ভমেলা বিশেষ গুরুত্বপূর্ণ। আর তাই ভিড়ও হচ্ছে সেই পরিমাণে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ হাজির হচ্ছেন প্রয়াগ সঙ্গমে। এঁদের বেশিরভাগই মেলার পরিস্থিতি ক্যামেরাবন্দি করছেন। তারপর সোশাল মিডিয়ায় তা ছড়িয়ে দিচ্ছেন। সমাজমাধ্যম খুললেই কুম্ভের ছবি ভেসে উঠছে। কখনও স্নানের ভিডিও কখনও অন্য কিছুর। মোটের উপর এবারের কুম্ভমেলা ঠিক কীভাবে উদযাপিত হচ্ছে, তা ছবিতে, ভিডিওতে অনেকেই দেখে ফেলেছেন। এবার পালা বড় পর্দার। সিনেমা-সিরিজেও নাকি দেখা মিলবে কুম্ভমেলার। তার তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই। মেলাপ্রাঙ্গণের বেশ কিছু অংশে চলছে রমরমিয়ে শ্যুটিং। কারও সমস্যা না করে এই ধরনের কাজ চলছে, প্রশাসনেরও বাধা দেওয়ার অবকাশ থাকে না। আর এক্ষেত্রে শ্যুটিং যে অনুমতি নিয়েই হচ্ছে তা বলাই বাহুল্য। এমনিতেই কুম্ভমেলায় অভিনয় জগতে বহু কলাকুশলীকে দেখা গিয়েছে। সকলেরই উদ্দেশ্য পুণ্যস্নান। তবে কাজের তাগিদেও কুম্ভে হাজির হয়েছেন অভিনেতারা। বিশেষ করে বলিউডের বেশ কিছু নামজাদা তারকা কুম্ভে রয়েছে স্রেফ শ্যুটিং-এর জন্য।
:আরও শুনুন:
‘সব পাপের সাক্ষী…’, কুম্ভমেলায় সাধের মোবাইল স্নান করালেন যুবক
জানা গিয়েছে, কুম্ভমেলায় একইসঙ্গে বেশ কয়েকটি সিনেমার কাজ চলছে। তার মধ্যে বলিউড অভিনেতা অভিষেক বন্দোপাধ্যায়ের ‘খোঁজ’ সিনেমাটিও রয়েছে। অভিনেতাকে শ্যুটিং চলাকালীন ক্যামেরাবন্দিও করেছেন অনেকে। সেই ছবি সোশাল মিডিয়ায় ঘুরছে। অভিষেক অবশ্য অস্বীকার করেননি। বরং কুম্ভমেলায় কোন কাজের জন্য তিনি রয়েছেন, সেইসব তথ্য বিস্তারে জানিয়েছেন। এই সিনেমায় তাঁর সঙ্গে সাহানা গোস্বামী, নিরজ কবির মতো তারকাও রয়েছেন। এছাড়া একটি তেলেগু সিনেমার শ্যুটিংও চলছে। সিনেমার মূক বিষয়বিস্তুর সঙ্গে কুম্ভের যোগ বিস্তর। তাই সরাসরি সেখানেই শ্যুটিং সারছেন পরিচালক। যোগী রাজ্যের পুলিশের তরফে একটি সচেতনতা মূলক ভিডিও কাজও চলছে। সাইবার আইন সম্পর্কে সকলকে সচেতন করতে বিশেষ একটি ডকুড্রামা তৈরি করা হচ্ছে। সেখানে প্রধান ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্রকে। বিদেশী পরিচালকও রয়েছেন। তাঁরা অবশ্য নিজেদের মতো কুম্ভমেলা উপর ডকুমেন্টরি তৈরির জন্য শ্যুটিং সারছেন। সরকারি প্রচারের দাবি, আবারও মহাকুম্ভের আসর বসবে ১৪৪ বছর পর। তাই এবারের মহাকুম্ভের যাবতীয় খুঁটিনাটি চিরকালের মত ক্যামেরাবন্দি করে রাখতেই এতশত কাণ্ড। তবে এই সিনেমার শ্যুটিং যে কুম্ভে আগত ভক্তদের মনে বিশেষ উৎসাহ যোগাচ্ছে তা বলাই যায়।