একসময় চুটিয়ে অভিনয় করেছেন। ঝুলিতে রয়েছে ১০০-রও বেশি সিনেমা। এখন অবশ্য সেই ভাবে বড় পর্দায় দেখা যায় না। তাতেও হাসতে হাসতে কয়েক কোটি টাকা রোজগার করেন অর্চনা। ঠিক কীভাবে? আসুন শুনে নেওয়া যাক।
হাসার জন্য মিলবে কোটি টাকা! এমনটা কখনও শুনেছেন? বাস্তবে এমনটাই হয়! যদিও স্রেফ হাসির জন্য বলা ভুল। জনপ্রিয় এক টিভি শো, যা দর্শকদের হাসানোর জনই তৈরি। সেখান থেকেই কোটি টাকা রোজগার করেন, অর্চনার মতো অভিনেত্রীরা।
আরও শুনুন: লোকসভায় কেন ৪০০ পার হল না বিজেপির? ভোটারদের মনের খোঁজে বিজ্ঞানীরা
ঠিক ধরেছেন, কথা বলছি ‘কমেডি নাইটস উইথ কপিল’ সম্পর্কে। ভারতীয় টেলিভিশনের এই শো বেশ জনপ্রিয়। টেলিভিশন তো বটেই, সোশাল মিডিয়াতেও এই অনুষ্ঠান নিয়ে কম আলোচনা হয় না। অনুষ্ঠানের মধ্যমণি কপিল শর্মা। অনুষ্ঠানের প্রতি এপিসোডে বিশেষ কাউকে অতিথি হিসেবে আনা হয়। তাঁদের সঙ্গে আড্ডার ছলে নানা মশকরা করেন কপিল। সেইসঙ্গে প্রশ্নোত্তরের খেলা চলে। শুধু কপিল নন, এই শো-তে দেখা যায় সুনীল গ্রোভারের মতো কমেডিয়ানকে। বিভিন্ন বেশে শোয়ের মাঝে উপস্থিত হন তিনি। অতিথিদের সঙ্গে জুড়ে দেন রসিকতা। আর এইসবকিছু সামনে থাকা সোফায় বসে দেখেন অর্চনা। গোটা অনুষ্ঠান জুড়েই তাঁর প্রধান কাজ হাসতে থাকা। যদিও তিনি এই শো-তে উপস্থিত থাকেন বিচারক হিসেবে। বিভিন্ন রসিকতা নিয়ে নিজের মন্তব্য পেশ করেন অর্চনা। সেইসঙ্গে প্রাণখোলা হাসি। অনুষ্ঠান সামনে থেকে দেখার জন্যও হাজির হন অনেকেই। উপস্থিত অতিথিদের তাঁরাও প্রশ্ন করতে পারেন। কপিল অবশ্য এঁদের সঙ্গেও মশকরা করতে ছাড়েন না।
আরও শুনুন: দেহের ওজন কমালে বাড়বে পকেটের ওজন! কর্মীদের অভিনব টোপ সংস্থার
জনপ্রিয়তার খাতির এই শো-এর আয়ও নেহাতই কম নয়। কাজেই এর সঙ্গে যুক্ত কলাকুশলীরাও মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক হিসেবে নেন। প্রায় প্রত্যেকেই লাখের ঘরে টাকা পান এই কমেডি শো-এ অংশ নেওয়ার জন্য। তবে অর্চনার হিসাবটা একটু আলাদা। অনুষ্ঠানের বাকি সদস্যদের তুলনায় তাঁর পারিশ্রমিক অনেকটাই বেশি। শোনা যায়, প্রতি এপিসোডের জন্য ৫ কোটি টাকা নিয়ে থাকেন অর্চনা। যা নামীদামী তারকাদেরও লজ্জায় ফেলতে পারে। এমনিতে সিনেমা ববা ওয়েব সিরিজের জন্য বহু তারকাই কোটি টাকার পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু মাত্র একটি পর্বের জন্য এতটাকা হাতে গোনা কয়েকজন নিতে পারেন। সেই তালিকায় অবশ্যই নাম থাকবে অর্চনা পূরণ সিং-এর। এই মুহূর্তে সরাসরি বড় পর্দায় তাঁকে দেখা না গেলেও, সম্পত্তির খাতিরে বড় পর্দায় তারকাদের টেক্কা দিতে পারেন অর্চনা। আর সেক্ষেত্রে এই টিভি শো থেকে পাওয়া পারিশ্রমিকই যে কাজে লাগে, তা বলাই বাহুল্য। আসলে, সিনেমায় অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন টিভি সঞ্চালিকা হিসেবে কাজ করেছেন অর্চনা। আর সেই অভিজ্ঞতার ফল এখন তিনি পাচ্ছেন।