প্যারিস অলিম্পিকে জোড়া পদক জয়। ইতিহাস গড়ে সকলের নজর কেড়েছেন তারকা শুটার মনু ভাকের। তবে শুধুমাত্র শুটিং নয়, সিনেমার ডায়লগ বলাতেও সমান পারদর্শী মনু। সম্প্রতি মিলেছে সেই প্রমান। কোথায় এবং কীভাবে? আসুন শুনে নেওয়া যাক।
‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন…’ গড়গড় করে বলে চললেন ‘মহব্বতের’ ডায়লগ। সামনে বসে খোদ অমিতাভ। অথচ গলা কাঁপল না এতটুকু। এমনটা কোনও পেশাদার অভিনেতা করেননি। বরং বিনোদন জগতের সঙ্গে যার কোনওরকম যোগ সেই মনু ভাকের করেছেন। শুনতে অবাক লাগলেও সত্যি। অলিম্পিকে জোড়া পদক জিতে যে তারকা শুটার তাক লাগিয়ে দিয়েছেন, সেই তিনিই গড়গড়িয়ে সিনেমার ডায়লগ বলেছেন টিভির পর্দায়। তাও অমিতাভ বচ্চনের সামনে।
:আরও শুনুন:
শুধু খেলা নয়, জীবনেও পিছু হটতে নারাজ! সাক্ষী-বিনেশদের পাশে দাঁড়াতে ভয় পাননি মনু ভাকের
সিনেমা তো অনেকেই দেখেন, পছন্দের হিরোর ডায়লগও অনেকেই মনে রাখেন, কিন্তু একটুও না থেমে গড়গড়িয়ে সেই ডায়লগ বলা মোটেও সহজ নয়। তাও আবার যিনি আসলে সিনেমায় ওই ডায়লগ বলেছেন সেই অভিনেতার সামনে। কিন্তু মনু ভাকের এমনটাই করে দেখিয়েছেন। অলিম্পিকে সাফল্যের জেরে বর্তমানে চর্চায় রয়েছেন মনু। পর পর দুটি ব্রোঞ্জ জিতে রেকর্ড গড়েছেন তিনি। তাই দেশে ফিরতেই মনুকে ঘিরে সকলের উচ্ছ্বাস ছিল দেখার মতো। খোদ প্রধানমন্ত্রী মোদি প্রশংসা করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে মনুকে দেওয়া হয়েছে বিশেষ সম্মান। একইসঙ্গে চড়চড়িয়ে বেড়েছে তাঁর ব্র্যান্ড ভ্যালু। বিজ্ঞাপন মুখ দেখিয়ে ভালোই রোজগার করছেন ব্রোঞ্জজয়ী শুটার। এই আবহে তাঁকে দেখা গিয়েছে জনপ্রিয় টিভি রিয়ালিটি শো ‘কেবিসি’-র মঞ্চে। অনুষ্ঠানের সঞ্চালক খোদ অমিতাভ বচ্চন। সেই নিরিখেই ক্যুইজ গেম শো-র জনপ্রিয়তা সবসময় তুঙ্গে থাকে। তবে মনু ভাকের-কে এই অনুষ্ঠানে দেখে অনেকেই রীতিমতো অবাক হয়েছেন।
:আরও শুনুন:
কথা দিয়েছিলেন ছাত্রী, মনুর জয়ে প্রতিশ্রুতি পূরণের স্বাদ পেলেন প্রাক্তন শিক্ষিকা
কারনটা মনু নিজেই। প্রথমত তিনি অলিম্পিকে জোড়া পদকজয়ী অ্যাথলিট। তবে কেবিসির মঞ্চে তিনি যেভাবে সিনেমার ডায়লগ বলেছেন, তাতে চমকে উঠেছেন দর্শকরা। অবাক হয়েছেন খোদ বিগবি-ও। এমনিতে খেলার মাঝে প্রতিযোগীর সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন বচ্চন সাহেব। অনেকেই স্বচ্ছন্দে নিজেদের জীবনের গল্প অমিতাভের সঙ্গে ভাগ করে নেন। তাতে কখনও ব্যক্তিগত প্রসঙ্গ উঠে আসে। এমনই কথায় কথায় মনু ভাকের অমিতাভকে নিজের সিনেমা দেখার অভিজ্ঞতা শোনাচ্ছিলেন। সেই প্রসঙ্গ ধরেই একটি সিনেমার ডায়লগ বলতে চান মনু। প্রথমে মজা করলেও অনুমতি দেন বচ্চন। আর তখনই মনুকে বলতে শোনা যায় ‘মহব্বতে’ সিনেমার সেই বিখ্যাত ডায়লগ, ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন…’ এতটুকু না থেমে, একবারও না ভেবে, গড়গড়িয়ে এই ডায়লগ বলে ফেলেন মনু। তাতেই দর্শকাসনে হাততালির ঝড় ওঠে। একইসঙ্গে অনুষ্ঠানের এই অংশের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পরে। সেখানেও সকলেই মনুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। শুধু খেলা নয়, একইরকম মন দিয়ে মনু যে সিনেমা দেখেন, এদিন সেই প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, পেশাদার অভিনেতাদের মতো তিনি যে ডায়লগ বলেছেন, তাতেও অবাক হয়েছেন সকলেই।